Sony LinkBuds ইয়ারফোন দুর্দান্ত সাউন্ড কোয়ালিটি সহ লঞ্চ হল, জেনে নিন দাম ও ফিচার

বিশ্ববাজারে আত্মপ্রকাশ করল নতুন ট্রু ওয়্যারলেস ইয়ারবাড, Sony LinkBuds। নতুন এই ইয়ারবাডটি অভিনব ওপেন রিং ডিজাইনের সাথে এসেছে, ফলে ব্যবহারকারী নিজের ইচ্ছে মতো বাইরের আওয়াজ শুনতে পাবেন। এছাড়া এতে রয়েছে ওয়াইড এরিয়া ট্যাপ ফিচার, যার মাধ্যমে ব্যবহারকারী তার কানে একবার ট্যাপ করেই মিউজিক প্লেয়ার কন্ট্রোল করতে পারবেন। আবার ইয়ারফোনটি ব্যবহার করে মিউজিক শোনার সময় কথা বলার প্রয়োজন হলে, এতে স্বয়ংক্রিয়ভাবে মিউজিক পজ ফিচার দেওয়া হয়েছে। এর জন্য ইয়ারফোনটিতে উপস্থিত স্পিক টু চ্যাট ফিচার। শুধু তাই নয়, জল এবং ঘাম থেকে সুরক্ষা দিতে এটি আইপিএক্স৪ রেটিং প্রাপ্ত। চলুন দেখে নেওয়া যাক Sony LinkBuds ইয়ারফোনের দাম, ও সম্পূর্ণ ফিচার

Sony LinkBuds ইয়ারফোনে দাম ও লভ্যতা

যুক্তরাষ্ট্রীয় বাজারে নতুন সোনি লিঙ্ক বাডস- এর দাম ধার্য করা হয়েছে ১৭৯.৯৯ ডলার ( প্রায় ১৩,৫০০ টাকা)। সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট ছাড়াও ই-কমার্স সাইট অ্যামাজন, বেস্ট বাই এবং অন্যান্য অথরাইজড স্টোরে গ্রে এবং হোয়াইট কালার অপশনে ইয়ারফোনটি উপলব্ধ।

Sony LinkBuds ইয়ারফোনের স্পেসিফিকেশন

সোনি লিঙ্ক বাডস ইয়ারফোনটি ১২ এমএম ওপেনিং ড্রাইভারের সাথে এসেছে। যার সাথে অডিও ট্রান্সপারেন্সির জন্য আছে ওপেন সেন্ট্রাল ডায়াফ্রাম। শুধু তাই নয়, এতে দেওয়া হয়েছে ওপেন রিং ডিজাইন, যার ফলে ব্যবহারকারী এটি পরে থাকলেও ইচ্ছেমতো বাইরের বিভিন্ন আওয়াজ শুনতে পাবেন। তাছাড়া, এর ডিজিটাল সাউন্ড এনহ্যান্সমেন্ট ইঞ্জিনের মাধ্যমে উচ্চ মানের সাউন্ড কোয়ালিটি উপভোগ করা সম্ভব। উপরন্তু, ইয়ারফোনটিতে রয়েছে অ্যাডাপ্টিভ ভলিউম কন্ট্রোল, যার মাধ্যমে ব্যবহারকারী প্রয়োজনমতো প্লেব্যাক ভলিউম নিয়ন্ত্রণ করতে পারবেন। এর ফ্রিকোয়েন্সি রেসপন্স রেঞ্জ ২০ থেকে ২০০০ হার্টজ। এতে রয়েছে ইয়ার ডিটেকশন ফিচার, যার মাধ্যমে ইয়ারবাডটি কান থেকে খুলে নিলে এটি নিজে থেকেই মিউজিক পজ করে দেবে।

অন্যদিকে, প্লেব্যাক কন্ট্রোল করার জন্য সোনি লিঙ্ক বাডস ইয়ারফোনে দেওয়া হয়েছে ওয়াইড এরিয়া ট্যাপ ফিচার। ফলে ব্যবহারকারী তার কানের উপর দুবার তিনবার ট্যাপ করলেই মিউজিক কন্ট্রোল হবে। তবে এর জন্য তাদেরকে ইয়ারবাডে টাচ করতে হবে না। আবার গান শুনতে শুনতে ব্যবহারকারী যদি হঠাৎ করে কোন ব্যক্তির সাথে কথা বলতে শুরু করেন, তাহলে এর স্পিক টু চ্যাট ফিচারের মাধ্যমে এটি স্বয়ংক্রিয়ভাবে মিউজিক পজ করবে। এছাড়া নতুন ইয়ারফোনটি গুগল অ্যাসিস্ট্যান্ট, অ্যামাজন অ্যালেক্সা এবং সিরি ভয়েজ অ্যাসিস্টেন্ট সাপোর্ট করে। এমনকি এটি স্পোর্টিফাই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীর জেসচার অনুযায়ী কুইক অ্যাক্সেস করতেও সক্ষম।

এখানে জানিয়ে রাখি, সোনি লিঙ্ক বাডস ইয়ারফোনটিতে দ্রুত কানেক্টিভিটির জন্য দেওয়া হয়েছে ব্লুটুথ ভি ৫.২ এবং এটি এসবিসি এবং এএ এসি অডিও কোডেক ফরম্যাট সাপোর্ট করবে। অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় ডিভাইসেই সোনি হেডফোনস কানেক্ট অ্যাপের মাধ্যমে এটি চালনা করা যাবে। এছাড়া এতে রয়েছে গুগল ফাস্ট পেয়ার এবং সুইফট স্পেয়ার ফিচার। যার মাধ্যমে দ্রুতই কোনো অ‌্যান্ড্রয়েড ডিভাইসের সাথে এটি কানেক্ট করা যাবে। শুধু তাই নয়, ইয়ারফোনটিতে সোনির ৩৬০ ডিগ্রী রিয়েলিটি অডিও উপলব্ধ। তদুপরি, জল এবং ঘাম থেকে সুরক্ষা দিতে একটি IPX4 রেটিং সহ এসেছে।

সংস্থার দাবি, একক চার্জে Sony LinkBuds ইয়ারফোনটি সাড়ে পাঁচ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক টাইম অফার করবে। উপরন্তু চার্জিং কেস সমেত এটি অতিরিক্ত ১২ ঘণ্টা সক্রিয় থাকবে। আবার এটি ফাস্ট চার্জিং সাপোর্টসহ আসায় মাত্র ১০ মিনিট চার্জে ৯০ মিনিট পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। পরিশেষে জানাই এর চার্জিং কেসের পরিমাপ ৪১.৪x৪৮.৫x৩০.৯ এমএম এবং এর ওজন ৩৪ গ্রাম। যদিও এর প্রত্যেকটি বাডের ওজন চার গ্রাম।