OnePlus Nord CE 4 vs Nothing Phone 2a: বাজেটের মধ্যে ওয়ানপ্লাস নাকি নার্থিংয়ের নতুন ফোন ভালো হবে

এপ্রিল মাসের প্রথম দিনেই ভারতের বাজারে মুক্তি পায় OnePlus Nord CE 4। গতপরশু ফোনটির জন্য প্রথম সেলের আয়োজন করা হয়। যেখানে ফোনটি কিনতে ভিড় বাড়ায় অনেক ক্রেতা। মূলত 25,000 টাকার কমে একাধিক উল্লেখযোগ্য ফিচার অফার করায় এই লেটেস্ট 5G হ্যান্ডসেটটি ক্রেতাদের মনে জায়গা করে নিয়েছে। দাম ও কনফিগারেশনের নিরিখে এটি গত 6ই মার্চ আত্মপ্রকাশ করা Nothing Phone 2a মডেলটির সাথে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে বলে মনে করা হচ্ছে। এক্ষেত্রে Nothing ব্র্যান্ডের লেটেস্ট হ্যান্ডসেট নাকি OnePlus -এর নয়া মোবাইল কোনটি সর্বাধিক সেরা তা বিবেচনা করতে আজ আমরা ডিভাইস দুটির মধ্যে দাম ও ফিচারগত তুলনামূলক আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছি।

OnePlus Nord CE 4 vs Nothing Phone 2a : ডিসপ্লে, সেন্সর

ওয়ানপ্লাস নর্ড সিই 4 5জি স্মার্টফোনে 6.7-ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে প্যানেল রয়েছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 1100 নিট পিক ব্রাইটনেস এবং এইচডিআর10 প্রযুক্তি সাপোর্ট করে। পাশাপাশি এই টাচস্ক্রিন অ্যাকোয়াটাচ (Aquatouch) প্রযুক্তি সার্টিফায়েড। যার দরুন ভেজা হাতেও স্ক্রিন ব্যবহার করা যাবে। সিকিউরিটি ফিচার হিসাবে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার উপলব্ধ থাকছে।

বক্সি ফর্ম ফ্যাক্টর ও ব্র্যান্ডের ‘সিগনেচার’ গ্লাইফ ইন্টারফেস যুক্ত ট্রান্সপারেন্ট ব্যাক প্যানেল ডিজাইনের সাথে আসা নাথিং ফোন 2এ মডেলে সরু বেজেল পরিবেষ্টিত 6.7-ইঞ্চির ফুল এইচডি প্লাস ফ্ল্যাট OLED পাঞ্চ-হোল (কেন্দ্রীভূত) ডিসপ্লে রয়েছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 1300 নিট পিক ব্রাইটনেস এবং এইচডিআর10 প্রযুক্তি সাপোর্ট করে। নিরাপত্তার জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মিলবে।

OnePlus Nord CE 4 vs Nothing Phone 2a : প্রসেসর, অপারেটিং সিস্টেম, র‍্যাম, স্টোরেজ

ভালো পারফরম্যান্সের জন্য ওয়ানপ্লাস নর্ড সিই 4 5জি স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 3 প্রসেসর ব্যবহার করা হয়েছে। স্টোরেজ হিসাবে 8 জিবি LPDDR4x র‍্যাম এবং 128 জিবি/ 256 জিবি UFS 3.1 মেমরি পাওয়া যাবে। যদিও এই ফোন অতিরিক্তভাবে আরো 8 জিবি ভার্চুয়াল র‍্যাম ফিচার সাপোর্ট করে। অপারেটিং সিস্টেম হিসাবে লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক অক্সিজেনওএস 14 কাস্টম স্কিন প্রি-লোডেড থাকছে। এর সাথে দুটি অ্যান্ড্রয়েড ওএস আপগ্রেড এবং তিন বছরের সিকিউরিটি আপডেট উপলব্ধ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

ভালো পারফরম্যান্সের জন্য নয়া নাথিং ফোন 2এ মডেলে মিডিয়াটেক ডাইমেনসিটি 7200 প্রো প্রসেসর ব্যবহার করা হয়েছে। স্টোরেজ হিসাবে সর্বাধিক 12 জিবি র‍্যাম এবং 256 জিবি পর্যন্ত রম মিলবে। ডিভাইসটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক নাথিং ওএস 2.5 কাস্টম স্কিনে রান করে।

OnePlus Nord CE 4 vs Nothing Phone 2a : ক্যামেরা সেটআপ

ফটো ও ভিডিওগ্রাফির জন্য OnePlus Nord CE 4 5G ফোনের রিয়ার প্যানেলে পিল-আকৃতির ক্যামেরা মডিউল বিদ্যমান, যার মধ্যে ডুয়েল ক্যামেরা অবস্থিত। এই ক্যামেরাগুলি হল – OIS সহ 50 মেগাপিক্সেল Sony LYT-600 প্রাইমারি সেন্সর (সাইজ : 1/1.95 ইঞ্চি) এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স৷ এদিকে ডিভাইসের সামনে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা লক্ষণীয়। এর ক্যামেরাগুলি 30fps রেটে 4কে ভিডিও রেকর্ড করতে সক্ষম। আবার আরএডাব্লিউ এইচডিআর (RAW HDR) অ্যালগরিদম আরও উৎকর্ষমানের ছবি তুলতে সাহায্য করে।

Nothing Phone 2a স্মার্টফোনের পেছনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল – ‘অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন’ (OIS) সমর্থিত 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + 50 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল। এদিকে ডিভাইসের সামনে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থিত। এর ক্যামেরা বিভাগ আলট্রা-এক্সডিআর, মোশন ক্যাপচার, নাইট মোড, অ্যাকশন মোড এবং পোর্ট্রেট অপ্টিমাইজারের মতো একাধিক ক্যামেরা মোড সাপোর্ট করে, যা ফটোগ্রাফির মান আরও উন্নত করতে সাহায্য করবে।

OnePlus Nord CE 4 vs Nothing Phone 2a : ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য ওয়ানপ্লাস নর্ড সিই 4 5জি স্মার্টফোনে 5,500 এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা 100 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। চার্জিং সাইকেল বৃদ্ধির জন্য এটি ব্যাটারি হেলথ ইঞ্জিনের সাথে এসেছে।

নাথিং ব্র্যান্ডের নতুন মিড-রেঞ্জ হ্যান্ডসেটে 5,000 এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

OnePlus Nord CE 4 vs Nothing Phone 2a : দাম

এদেশের বাজারে ওয়ানপ্লাস নর্ড সিই 4 5জি স্মার্টফোন মোট দুটি স্টোরেজ কনফিগারেশনের সাথে লঞ্চ হয়েছে। যার মধ্যে 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 24,999 টাকা। আবার উচ্চতর 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ বিকল্পের দাম থাকছে 26,999 টাকা। এটি – ডার্ক ক্রোম এবং সেলডন মার্বেল কালার অপশনে এসেছে।

এদেশের বাজারে নাথিং ফোন ২এ মডেলটির দাম 23,999 টাকা শুরু হচ্ছে। এই দাম এর 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের। আবার 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ এবং টপ-এন্ড 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজের দাম থাকছে যথাক্রমে 25,999 টাকা ও 27,999 টাকা। এটি – হোয়াইট এবং ব্ল্যাক কালার বিকল্পে কেনা যাবে।