Garena Free Fire Today Redeem codes 12 March 2022: আজকের ফ্রি ফায়ার রিডিম কোড দেখে নিন

Garena Free Fire Redeem Codes Today 12 March: ভারতে ব্যান হয়ে যাওয়ার পরও দুর্দান্ত গেমপ্লের জন্য এখনো তার জনপ্রিয়তা ধরে রাখতে সক্ষম Garena Free Fire (গ্যারেনা ফ্রি ফায়ার)। ইউজাররা কিন্তু এখনও চাইলে এটি ডাউনলোড করে গেমটি খেলার মজা উপভোগ করতে পারেন। কারণ গেমটি গুগল প্লে স্টোর থেকে উধাও হলেও এখনও Samsung Galaxy Store-এ ডাউনলোডের জন্য উপলব্ধ। এছাড়া, যে সকল ইউজারদের অ্যান্ড্রয়েড ফোনে ফ্রি ফায়ার ইনস্টল করা রয়েছে, তারা অনেকেই গেমটি উপভোগ করতে পারেন। শুধু তাই নয়, Garena, তাদের Free Fire গেমারদের জন্য রোজ রিডিম কোড রিলিজ করে। এই কোডগুলি দ্বারাও কোনো অর্থ খরচ না করেই বিভিন্ন ইন-গেম আইটেম জেতা যায়। আসুন আজ, অর্থাৎ ১২ মার্চের Garena Free Fire রিডিম কোডগুলি দেখে নেওয়া যাক।

Free Fire redeem codes Today for 12 March (আজ ১২ মার্চ ফ্রি ফায়ার রিডিম কোড)

FHJI-765T-RFGB

FEI4-5YH6-TNMG

FID8-S76A-5RQF

FG2H-J3EU-RF76

FGB5-6Y7U-I8IM

FKO9-87UY-R2GB

FNMI-U765-SR5F

FVB4-N5JK-R3YI

FJ6N-MU3J-LO9B

FG7F-D6S5-R4AF

FVGH-1Y26-35ER

FTVF-C7VG-BEHJ

F5I6-OY98-H76T

F6EG-H4NJ-58K6

FOY9-H87B-6VTD

FE8G-JUI8-7KJ8

Garena Free Fire redeem codes Today for 12 March (আজ ১২ মার্চ গ্যারেনা ফ্রি ফায়ার রিডিম কোড)

F5RS-ED1V-3B4N

F5K6-TYIH-876F

FDRS-DF3V-4BN5

F6YO-H987-6D5T

FH7X-JIS8-W73Y

TG4B-RTNG-JHKI

B7GY-6FTD-5R2F

QV2B-3N4E-JMRK

TGOH-I8GU-7YFG

RB5N-6M7K-UOJ9

NI8B-UV7Y-C6ST

A7FG-2BH3-JRTG

IU87-6V5C-XR4S

FWEG-B4HN-5J6T

KYLH-OBI9-8UV7

YC6X-TS5R-AF3G

গ্যারেনা ফ্রি ফায়ার কোড রিডিম করার পদ্ধতি (How to redeem Garena free fire codes)

১) মনে রাখবেন এই কোডগুলি নির্দিষ্ট সার্ভারের জন্য বৈধ এবং এর ব্যবহারিক সীমা রয়েছে। কোডগুলি রিডিম করার জন্য প্রথমে গ্যারেনার অফিসিয়াল ওয়েবসাইটে (https://reward.ff.garena.com/en) যান।

২) এবার আপনি যে অ্যাকাউন্ট দিয়ে গেমে লগ-ইন করেন, সেটা দিয়েই লগ-ইন করুন। কারণ গেস্ট অ্যাকাউন্ট দিয়ে লগ-ইন করলে কোনো রিওয়ার্ড পাওয়া যায় না।

৩) এবার উল্লিখিত কোডগুলির মধ্যে একটি কোড নিয়ে অফিসিয়াল ওয়েবসাইটে থাকা বক্সে পেস্ট করুন। এরপর ‘কনফার্ম’ (Confirm) বাটনে ক্লিক করতে হবে। এতে ২৪ ঘন্টার মধ্যে ইন-মেল সেকশনে রিওয়ার্ড পাঠিয়ে দেবে সংস্থাটি।