হাতে থাকলে টের পাবেননা, ক্ষতি নেই জল থেকেও! Motorola Edge 40 Neo ফের সস্তায় মিলছে, জানুন বিশদ

Motorola Edge 40 Neo 5G Discount: আজ Flipkart Big Bachat Days সেলের শেষদিন, ঘড়ির কাঁটায় রাত 11:59 বাজলেই এর যাবতীয় অফার গায়েব হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি যদি হালফিলে একটি নতুন এবং ভালো 5G ফোন কেনার ভাবনায় থাকেন, তাহলে এই সেলের বাকি স্বল্প কয়েক ঘণ্টা কাজে লাগিয়ে নিজের টাকা অনেকটাই বাঁচাতে পারবেন। আসলে এই মুহূর্তে Flipkart-এ বাজারের সবচেয়ে হালকা এবং ওয়াটারপ্রুফ রেটিং বিশিষ্ট ফোন Motorola Edge 40 Neo 5G বিশাল ডিসকাউন্টে মিলছে। এটি আপনি 20 হাজার টাকা বা তারও অনেক কমে হাতে পেয়ে যাবেন।

ফের Motorola Edge 40 Neo 5G-তে দুর্দান্ত ছাড় দিচ্ছে Flipkart

কয়েকদিন আগেই মোটোরোলা কোম্পানি তার মোটো এজ্ 40 নিও 5জি স্মার্টফোনটির দাম 1,000 টাকা কমিয়েছে। এতে করে হ্যান্ডসেটটির 8 জিবি ও 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটির দাম দাঁড়িয়েছে 22,999 টাকায়। এখন, ফ্লিপকার্ট এটি আরও ছাড়ে কেনার সুযোগ দিচ্ছে – এক্ষেত্রে পেমেন্টের সময় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI), আইসিআইসিআই (ICICI) বা অ্যাক্সিস (Axis) ব্যাঙ্কের কার্ড ব্যবহার করলে দামে আরও 2,000 টাকা সাশ্রয় করা যাবে।

আবার প্ল্যাটফর্মটি এই ফোনে 21,200 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসও দিচ্ছে (শর্তাবলি প্রযোজ্য)। মানে এটি অর্ডার করার সময় পুরোনো ফোন বদলে নিলেও বেশ লাভ।

Motorola Edge 40 Neo 5G-এর স্পেসিফিকেশন: বিশেষত্ব কী?

মোটোরোলা এজ্ 40 নিও 5জি-তে 144 হার্টজ রিফ্রেশ রেটযুক্ত 6.55 ইঞ্চি 10 ফুলএইচডি+ (রেজোলিউশন 2400×1080 পিক্সেল) 10 বিট কার্ভড পি-ওলেড ডিসপ্লে রয়েছে। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি 7030 প্রসেসর, যার সাথে 12 জিবি পর্যন্ত র‍্যাম এবং 256 জিবি ইন্টারনাল স্টোরেজ মেলে। এক্ষেত্রে পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটি 68 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টবিশিষ্ট 5,000 এমএএইচ ব্যাটারি অফার করে। এর ইউজাররা 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেখতে পাবেন – অর্থাৎ ফটোগ্রাফির জন্য এই মোটো ডিভাইসটি আদর্শ!

আগেই বলেছি যে, এটি বিশ্বের (এখনও অবধি) সবচেয়ে হালকা 5জি ফোন, যার ওজন মাত্র 170 গ্রাম। এছাড়া মোটোরোলা এজ্ 40 নিও আইপি68 আন্ডারওয়াটার প্রোটেকশনের সাথে আসে, ফলে পুরো আধ ঘণ্টা জলে ডুবে থাকলেও এর ক্ষতি হবেনা। পাশাপাশি সিকিউরিটির জন্য পাওয়া যাবে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও। উল্লেখ্য, এটি ব্ল্যাক বিউটি, ক্যানাল বে, পিচ্ ফাজ এবং সুদিং সী – চারটি রঙে কেনা যাবে।