Samsung Galaxy Tab A9: সস্তায় দারুণ স্পেসিফিকেশনের সঙ্গে বড় ট্যাব লঞ্চ করল স্যামসাং

সম্প্রতি Samsung S23 FE স্মার্টফোন, Samsung Galaxy Buds FE ইয়ারফোন এবং Galaxy Tab S9 FE ও Tab S9+ FE ট্যাবলেট সহ একাধিক Fan Edition ডিভাইস গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে৷ যেগুলি প্রত্যেকটিই প্রিমিয়াম প্রোডাক্ট। এবার দক্ষিণ কোরিয়ান ব্র্যান্ডটি নিঃশব্দে গুয়েতমালা ও সংযুক্ত আরব আমিরাশাহিতে (UAE) Samsung Galaxy Tab A9 নামে একটি বাজেট ট্যাবলেট লঞ্চ করেছে। এটি ২০২১ সালে আত্মপ্রকাশ করা Galaxy Tab A8-এর উত্তরসূরি হিসেবে এসেছে। Samsung Galaxy Tab A9- এর বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে মেটাল বিল্ড, বড় ৬০ হার্টজ ডিসপ্লে, MediaTek Helio G99 চিপসেট এবং ডলবি অ্যাটমোস-সাপোর্টেড ডুয়েল স্পিকার।

Samsung Galaxy Tab A9-এর স্পেসিফিকেশন এবং ফিচার

সংযুক্ত আরব আমিরশাহিতে অ্যামাজনের ওয়েবসাইট ও স্যামসাং গুয়েতেমালার অফিশিয়াল সাইটে গ্যালাক্সি ট্যাব এ৯ তালিকাভুক্ত হয়েছে। এতে ৮.৭ ইঞ্চির ডিসপ্লে রয়েছে, যার রেজোলিউশন ৮০০ x ১,৩৪০ পিক্সেল এবং রিফ্রেশ রেট ৬০ হার্টজ। অডিওর জন্য, গ্যালাক্সি ট্যাব এ৯-এ ডলবি অ্যাটমোস দ্বারা টিউন করা এবং থ্রিডি সাউন্ড সাপোর্ট যুক্ত ডুয়েল স্পিকার অন্তর্ভুক্ত রয়েছে।

এর পাশাপাশি, স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ৯ মেটাল ইউনিবডি সহ বক্সি ফর্ম ফ্যাক্টর অফার করে। ডিভাইসটির প্যানেলে একটি বৃত্তাকার ক্যামেরা মডিউল রয়েছে। স্যামসাংয়ের এই ট্যাবে মিডিয়াটেক হেলিও জি৯৯ চিপসেট আছে। ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন-বিল্ট স্টোরেজ পাওয়া যাবে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ প্রসারিত করাও সম্ভব। স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ৯-এর ব্যাটারির ক্যাপাসিটি এখনও প্রকাশ করা হয়নি। তবে এটি মাল্টিটাস্কিং স্প্লিট স্ক্রিন, ফাস্ট শেয়ার, অটোমেটিক সিঙ্ক মতো বৈশিষ্ট্য সহ অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে রান করে।

Samsung Galaxy Tab A9-এর মূল্য ও লভ্যতা

Samsung Galaxy Tab A9 সিলভার, গ্রাফাইট এবং নেভি কালারে পাওয়া যাবে। এটি অ্যামজন ইউএই-এর সাইটে ৬৯৯ দিরহাম (প্রায় ১৫,৮২০ টাকা) মূল্যে এবং স্যামসাং গুয়েতেমালা-এ ১,৪৯৯ গুয়েতেমালান কোয়াটজেল (প্রায় ১৫,৯৬১ টাকা) মূল্যে তালিকাভুক্ত হয়েছে। উল্লেখ্য, ভারতে এই ট্যাবটি কবে আসবে, তা এখনও জানা যায়নি।