কি আজব! ব্যাঙ্ক অ্যাকাউন্ট হাতানোর উদ্দেশ্য iPhone চুরি যাচ্ছে এদেশে

শখের বা প্রয়োজনের স্মার্টফোন চুরি গেলে, যেকোনো মানুষের মনেই অস্বস্তির শেষ থাকে না। তবে যদি চুরি যায় হাতের দামী iPhone – তাহলে সে দুঃখ বোধহয় বলে বোঝানো যায় না। দাম বেশি হওয়ার কারণেই বেশির ভাগ সময়েই চোর এবং অপরাধীদের সহজ টার্গেটে পরিণত হয় এই প্রিমিয়াম হ্যান্ডসেট। এমনিতে, আইফোন মডেলগুলি কেনার সময় বিশাল অঙ্কের টাকা ব্যয় করতে হলেও, এগুলিতে দুর্দান্ত রিসেলিং প্রাইস পাওয়া যায়। একারণে চুরি করে এটিকে বিক্রি করার পরিকল্পনা অনেক দুরাভিসন্ধির মনেই ঘোরাফেরা করে। তবে সম্প্রতি ব্রাজিলে যে কারণে আইফোন চুরি বেড়েছে তা জানলে চোখ কপালে উঠবে আপনারও! আসলে রিপোর্ট বলছে, ব্রাজিলের সাও পাওলোতে অদ্ভূতভাবে আইফোন চুরি বাড়ছে এবং এক্ষেত্রে ইউজারদের ব্যাঙ্কিং অ্যাকাউন্টে অ্যাক্সেস পেতে এই জাতীয় ঘটনাগুলি ঘটানো হচ্ছে।

iPhone চুরি করা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য হাতাতে

ব্রাজিলীয় সংবাদপত্র Folha de S.Paulo-র রিপোর্ট অনুযায়ী, করোনা মহামারী পরিস্থিতি শুরু হওয়ার পর থেকেই সেদেশে আইফোন চুরির ঘটনাগুলি সামনে আসে, যেখানে মূলত iPhone 11 এবং iPhone XR ফোন ইউজারের হাতছাড়া হয়। সেক্ষেত্রে এই সমস্ত ফোনের মালিকরা তাদের ফোন তো হারাচ্ছেনই, পাশাপাশি তাদের ব্যাংক অ্যাকাউন্টগুলি হ্যাক হচ্ছে। এই চুরির ঘটনার পেছনে একটি নতুন গ্যাং সক্রিয় হয়েছে বলে মনে হচ্ছে।

রবার্তো মন্টিরিও নামের এক পুলিশ প্রধানের মতে, দুষ্কৃতীরা, সাধারণ মানুষ তাদের ফোনে কত তথ্য রাখে সে বিষয়টি খেয়াল করছে। তাই তারা তথ্য হাতানোর জন্যই অ্যান্ড্রয়েড বা আইওএস ডিভাইস চুরি করছে।

Procon নামক ওই রেগুলেটর আরো বলেছে যে, সেলফোন রিসিভারকারীদের একটি দল ফোন চুরির অবৈধ ব্যবসা চালাচ্ছে, যার উদ্দেশ্য ব্যাংক জালিয়াতির জন্য ফোনের তথ্য ও পাসওয়ার্ড ব্যবহার করা। সেক্ষেত্রে আইফোন হ্যাক করা, অ্যান্ড্রয়েড ফোন করায়ত্ত করার চেয়ে অনেক বেশি কঠিন হলেও, দুষ্কৃতীরা সেই অসাধ্য সাধন করছে।

তবে যারা এই জাতীয় ঘটনা থেকে বাঁচতে চান, তাদের ফোন চুরি যাওয়ার বিষয়টিতে সতর্ক থাকতে তো হবেই, একই সাথে আইফোন হ্যাক হওয়ার ঘটনা রোধ করার জন্য ডিভাইসটিকে লেটেস্ট সফ্টওয়্যার ভার্সন দিয়ে আপডেট করতে হবে। এতে ডিভাইসে বিদ্যমান বাগ বা গ্লিটগুলি আক্রমণকারীরা কাজে লাগাতে পারবে না। তাছাড়া এই জাতীয় ফোন হ্যাকিং আটকানোর আরেকটি উপায় হল অজানা সেন্ডারদের মেসেজ বা অযাচিত লিঙ্ক এড়ানো।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন