দিনে ৫ জিবি, আবার সারারাত আনলিমিটেড, BSNL-এর সেরা প্রিপেইড প্ল্যান দেখে নিন

চলতি বছরেই BSNL আনুষ্ঠানিকভাবে দেশে তাদের নিজস্ব 4G নেটওয়ার্ক লঞ্চ করতে চলেছে। সেক্ষেত্রে এখনো কিছুটা দেরী থাকলেও ইতিমধ্যেই এই রাষ্ট্রায়ত্ত সংস্থা একাধিক আকর্ষণীয় 4G অফারের সঙ্গে বাজারে হাজির। আজ এই প্রতিবেদনে আমরা BSNL -এর এমন কিছু প্রিপেইড প্ল্যানের কথা আলোচনা করবো, যেগুলি বাড়িতে থেকে কর্মরত গ্রাহকদের জন্য খুবই লাভজনক হতে পারে। BSNL -এর এই ওয়ার্ক ফ্রম হোম (Work From Home) প্রিপেইড প্ল্যানগুলি রিচার্জ করলে গ্রাহকেরা বাড়তি ডেটা সহ দুর্দান্ত কলিং ও এসএমএস সুবিধা পেয়ে যাবেন। সুতরাং দেরী না করে আসুন এদের সম্পর্কে সংক্ষেপে জেনে নেওয়া যাক।

৫৯৯ টাকার BSNL Work From Home প্ল্যান

বাড়িতে থেকে কাজের ক্ষেত্রে লাভজনক এই প্ল্যান বেছে নিলে মোট ৮৪ দিনের পরিষেবা মেয়াদে দৈনিক ৫ জিবি (GB) ডেটা খরচের সুবিধা মিলবে। আজ্ঞে হ্যাঁ, বর্তমানে অন্য কোনো টেলিকম অপারেটার সংস্থা এত স্বল্প মূল্যে এমন আকর্ষণীয় অফার প্রদান করে না। সেদিক থেকে ডেটা সুবিধা ছাড়াও এই বিএসএনএল প্ল্যান রিচার্জ করলে বাড়তি হিসেবে দিনে ১০০ এসএমএস খরচ, আনলিমিটেড ভয়েস কলিংয়ের সাথে Zing ওটিটি (OTT) প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে। এছাড়াও প্ল্যানটি রিচার্জ করলে রোজ রাত্রি ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত সীমাবিহীন অফুরন্ত ডেটা খরচের ফায়দা তোলা যাবে। সুতরাং সবদিক দিয়েই বিএসএনএলের এই প্রিপেইড প্ল্যান যে ওয়ার্ক ফ্রম হোমে অভ্যস্ত গ্রাহকদের পক্ষে উপযুক্ত হবে তা আলাদাভাবে বলে দেওয়ার অপেক্ষা রাখে না।

২৯৯ টাকার BSNL STV 299 প্রিপেইড প্ল্যান

উপরোক্ত রিচার্জ বিকল্পের তুলনায় এই বিএসএনএল প্রিপেইড প্ল্যান অনেকটাই কম দামের সঙ্গে উপলব্ধ। এটি পুরো ৩০ দিনের ভ্যালিডিটি প্রদান করবে। এই প্ল্যান রিচার্জ করলে বিএসএনএল গ্রাহকরা দৈনিক ৩ জিবি ডেটা, ১০০ এসএমএস খরচের পাশাপাশি আনলিমিটেড ভয়েস কল করার সুবিধা পেয়ে যাবেন। সেক্ষেত্রে এফইউপি ডেটা সীমা অতিক্রম করলে গ্রাহকেরা ৮০ কেবিপিএস (Kbps) গতিতে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

২৪৭ টাকার BSNL STV 247 প্রিপেইড প্ল্যান

দৈনিক ডেটা সুবিধার বদলে এটি আলোচ্য টেলকোর পরিষেবা ব্যবহারকারীদের এককালীন ৫০ জিবি ডেটা প্রদান করবে। গ্রাহকেরা নিজেদের ইচ্ছেমতো এই ডেটা খরচ করতে পারবেন। অর্থাৎ এক্ষেত্রে কোনো এফইউপি ডেটা সীমা থাকছে না। এককালীন ৫০ জিবি ডেটা ছাড়াও ২৪৭ টাকার বিএসএনএল প্রিপেইড প্ল্যান দিন পিছু ১০০ এসএমএস খরচ ও অফুরন্ত ভয়েস কল করার সুবিধা যোগাবে।