ফ্ল্যাগশিপ প্রসেসর সহ Samsung Galaxy A82 এর লঞ্চ আসন্ন, পেল ব্লুটুথ সার্টিফিকেশন

গতমাসে প্রথমবার জানা গিয়েছিল Samsung, তাদের A সিরিজের নতুন ফোন হিসাবে Galaxy A82 এর ওপর কাজ শুরু করেছে। গতমাসে এই ফোনকে বেঞ্চমার্ক সাইট গিকবেঞ্চে দেখা গিয়েছিল। সেখান থেকে ফোনের প্রসেসর, র‌্যাম ও অপারেটিং সিস্টেম সহ নানা তথ্য নানা তথ্য উঠে এসেছিল। এও জানা গিয়েছিল এই ফোনে 5G কানেক্টিভিটি সাপোর্ট করবে। এবার স্যামসাং গ্যালাক্সি এ৮২ ফোনটি ব্লুটুথ সার্টিফিকেশন (Bluetooth SIG) লাভ করলো।

Bluetooth SIG সাইটে Samsung Galaxy A82 কে SM-826S মডেল নম্বরের সাথে অন্তর্ভুক্ত করা হয়েছে। সার্টিফিকেশন সাইট থেকে জানা গেছে এই ফোনে লো এনার্জি সহ ব্লুটুথ ৫.০ কানেক্টিভিটি থাকবে। যদিও এছাড়া এখান থেকে স্যামসাং গ্যালাক্সি এ৮২ সম্পর্কে আর কোনো তথ্য সামনে আসেনি। তবে ব্লুটুথ সার্টিফিকেশন পাওয়ার অর্থ ফোনটির লঞ্চ যে আসন্ন তা বলার অপেক্ষা রাখেনা।

এর আগে গিকবেঞ্চ থেকে জানা গিয়েছিল Samsung Galaxy A82 ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৫৫ প্লাস প্রসেসর ব্যবহার করা হবে। আবার গ্রাফিক্সের জন্য থাকবে এড্রেনো ৬৪০ জিপিইউ। অপারেটিং সিস্টেম হিসাবে এতে থাকবে অ্যান্ড্রয়েড ১১ এবং ফোনটি ৬ জিবি র‌্যাম সহ পাওয়া যাবে। গিকবেঞ্চে সিঙ্গেল ও মাল্টি কোর টেস্টে স্যামসাং গ্যালাক্সি এ৮২ যথাক্রমে ৭৫৫ ও ২৬৩০ পয়েন্ট পেয়েছে।

এই ফোনটি ২০১৯ সালে লঞ্চ হওয়া Galaxy A80 এর আপগ্রেড ভার্সন হবে। গ্যালাক্সি এ৮০ ফোনটি স্ন্যাপড্রাগন ৭৩০জি প্রসেসর সহ এসেছিল।এছাড়াও এতে ছিল ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস S-AMOLED ডিসপ্লে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ৩,৭০০ এমএএইচ ব্যাটারি, ২৫ ওয়াট ফাস্ট চার্জিং, ৪৮ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল + TOF 3D লেন্স যুক্ত রিয়ার ক্যামেরা।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন