Google Pixel 6a: গুগল পিক্সেল ৬এ টেনসর প্রসেসর এবং অ্যান্ড্রয়েড ১২-এর সাথে আসছে, দেখা গেল গিকবেঞ্চে

গুগল (Google) গত বছরের অক্টোবরে লঞ্চ করা Pixel 6 ফ্ল্যাগশিপের ডাউনগ্রেড ভার্সন নিয়ে এবার হাজির হতে চলেছে। স্মার্টফোনটির নাম হবে Google Pixel 6a। এটি চলতি বছরের দ্বিতীয়ার্ধে লঞ্চ হবে বলে জল্পনা শোনা যাচ্ছে। আবার দাবি করা হয়েছে, Pixel 6 ও Pixel 6 Pro-তে ব্যবহৃত Tensor প্রসেসরের সাথে বাজারে আসবে Pixel 6a‌ হ্যান্ডসেটটি এবার গিকবেঞ্চে দেখা গিয়েছে‌। বেঞ্চমার্ক প্ল্যাটফর্মটি থেকে Pixel 6a-এর চিপসেট, র‍্যাম, এবং অ্যান্ড্রয়েড ভার্সন সম্বন্ধীয় তথ্য সামনে এসেছে।

Google Pixel 6a হাজির হল Geekbench সাইটে

গিকবেঞ্চের লিস্টিং অনুযায়ী, গুগল পিক্সেল ৬এ স্মার্টফোনে পিক্সেল ৬ সিরিজের মতো সংস্থার নিজস্ব টেনসর প্রসেসর ব্যবহার করা হবে। এটি ২.৮০ গিগাহার্টজের দু’টি কর্টেক্স এক্স১ কোর, দু’টি ২.২৫ গিগাহার্টজের আর্ম কর্টেক্স এ৭৬ কোর, এবং চারটি ১.৮ গিগাহার্টজের পাওয়ার এফিশিয়েন্ট কোরের সাথে আসবে।

এছাড়া গিকবেঞ্চ থেকে জানা গিয়েছে গুগল পিক্সেল ৬এ হ্যান্ডসেটে নূন্যতম ৮ জিবি র‍্যাম এবং অ্যান্ড্রয়েড ১২ প্রি-ইনস্টলড থাকবে। ডিভাইসটি সেখানে সিঙ্গেল ও মাল্টি কোর টেস্টে যথাক্রমে ১০৫০ এবং ২৮৮৩ পয়েন্ট স্কোর করেছে।

উল্লেখ্য, গুগল তাদের পিক্সেল ৬ সিরিজ ভারতে লঞ্চ না করলেও পিক্সেল ৬এ এ দেশের বাজারে নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে। এতে ১২ মেগাপিক্সেল + ১২ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা সেটআপ থাকতে পারে। ফ্রন্ট ক্যামেরাটি ৮ মেগাপাক্সেল হওয়ার সম্ভাবনা

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন