বড় ডিসপ্লে সহ লঞ্চ হল Samsung Galaxy Watch 6 ও Galaxy 6 Classic স্মার্টওয়াচ, দাম দেখে নিন

Samsung Galaxy Watch 6 ও Galaxy 6 Classic স্মার্টওয়াচ সরু বেজেল, বড় ডিসপ্লে ও পাওয়ারফুল পারফরম্যান্স অফার করবে

Samsung আজ আনপ্যাকড ইভেন্টে Galaxy Z Fold 5 ও Galaxy Z Flip 5 ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ করেছে। পাশাপাশি দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি Galaxy Watch 6 সিরিজের স্মার্টওয়াচের উপর থেকেও পর্দা সরিয়েছে।এই সিরিজের অধীনে Samsung Galaxy Watch 6 ও Galaxy 6 Classic মডেল দুটি এসেছে। কোম্পানির দাবি এগুলি সরু বেজেল, বড় ডিসপ্লে ও পাওয়ারফুল পারফরম্যান্স অফার করবে। আসুন Samsung Galaxy Watch 6 ও Galaxy 6 Classic এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Samsung Galaxy Watch 6 ও Galaxy 6 Classic এর দাম বা মূল্য

স্যামসাং গ্যালাক্সি ওয়াচ ৬ ক্ল্যাসিক তুলনায় প্রিমিয়াম মডেল হিসেবে এসেছে। এটি দুটি স্ক্রিন সাইজে পাওয়া যাবে ৪৩মিমি ও ৪৭মিমি। উভয় মডেল ব্লুটুথ ও এলটিই কানেক্টিভিটি সহ পাওয়া যাবে। স্যামসাং গ্যালাক্সি ওয়াচ ৬ ক্ল্যাসিক এর ব্লুটুথ কানেক্টিভিটি সহ ৪৩মিমি মডেলের দাম শুরু হয়েছে ৩৯৯ ডলার (প্রায় ৩২,৭০০ টাকা) থেকে। আর ৪৭মিমি মডেলের দাম শুরু হয়েছে ৪২৯ ডলার (প্রায় ৩৫,২০০ টাকা) থেকে। এটি ব্ল্যাক ও সিলভার কালারে এসেছে।

অন্যদিকে Samsung Galaxy Watch 6 এর ৪০ মিমি ব্লুটুথ অনলি মডেলের মূল্য ধার্য করা হয়েছে ২৯৯ ডলার (প্রায় ২৪,৫০০ টাকা)। আর ৪৪মিমি মডেলের দাম শুরু হয়েছে ৩২৯ ডলার (২৭,০০০ টাকা) থেকে। এই স্মার্টওয়াচটি গ্রাফাইট, সিলভার ও গোল্ড কালার অপশনে পাওয়া যাবে।

Samsung Galaxy Watch 6 ও Galaxy 6 Classic এর ফিচার ও স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি ওয়াচ ৬ ও গ্যালাক্সি ওয়াচ ৬ ক্ল্যাসিক একাধিক একাধিক নতুন হেলথ ও ফিটনেস ফোকাস ফিচার সহ এসেছে। এই ফিচারগুলির জন্য উভয় স্মার্টওয়াচে অনেক সেন্সর উপস্থিত, যেমন বায়োঅ্যাক্টিভ সেন্সর, টেম্পারেচার সেন্সর, বারোমিটার, জিওম্যাগনেটিক সেন্সর প্রভৃতি।

আবার এগুলিতে স্লিপ ট্র্যাকিং, বডি কম্পোজিশন, ব্লাড প্রেসার হার্ট রেট মনিটরিং প্রভৃতি ফিচার সাপোর্ট করে। স্যামসাং গ্যালাক্সি ওয়াচ ৬ ও গ্যালাক্সি ওয়াচ ৬ ক্ল্যাসিক প্রথমবার স্যামসাং ওয়ালেট সহ এসেছে। যারফলে পেমেন্ট সহ ডকুমেন্ট সেভ রাখার সুবিধা পাওয়া যাবে।

ডিসপ্লে: ৪০ মিমি (১.৩ ইঞ্চি, ৪৩২×৪৩২ রেজোলিউশন) এবং ৪৪ মিমি (১.৫ ইঞ্চি, ৪৮০×৪৮০ রেজোলিউশন) সুপার অ্যামোলেড ডিসপ্লে (গ্যালাক্সি ওয়াচ ৬), ৪৩ মিমি (১.৩ ইঞ্চি, ৪৩২×৪৩২ রেজোলিউশন) এবং ৪৭ মিমি (১.৫ ইঞ্চি, ৪৮০×৪৮০ রেজোলিউশন) সুপার অ্যামোলেড ডিসপ্লে (গ্যালাক্সি ওয়াচ ৬ ক্লাসিক)।

প্রসেসর: স্যামসাং এক্সিনস ডাব্লু৯৩০ ডুয়াল-কোর প্রসেসর।

র‌্যাম ও স্টোরেজ: ২ জিবি র‌্যাম ও ১৬ জিবি স্টোরেজ।

ব্যাটারি: ৩০০ এমএএইচ ব্যাটারি (৪০ মিমি এবং ৪৩ মিমি), ৪২৫ এমএএইচ ব্যাটারি (৪৪ মিমি এবং ৪৭ মিমি)। স্যামসাংয়ের দাবি, ওয়াচ ৬ সিরিজে ৪০ ঘণ্টা (অলওয়েজ অন ডিসপ্লে অফ) অথবা ৩০ ঘণ্টা পর্যন্ত (অলওয়েজ অন ডিসপ্লে অন) অফার দেওয়া যাবে।

সফ্টওয়্যার: ওয়্যার ওএস ৪ ভিত্তিক ওয়ান ইউআই ৫ ওয়াচ।

কানেক্টিভিটি: এলটিই, ব্লুটুথ ৫.৩, ওয়াই-ফাই (২.৪+৫ গিগাহার্টজ), এনএফসি, জিপিএস/গ্লোনাস/বেইডু/গ্যালিলিও ইত্যাদি।

রেটিং: ৫ এটিএম + আইপি ৬৮ / এমআইএল-এসটিডি -৮১০ এইচ।

কোন মডেলে সাপোর্ট করবে: অ্যান্ড্রয়েড ১০ বা তার উপরের ফোনে