জানুয়ারিতেই অপেক্ষার অবসান, কোম্পানির ঘোষণার আগেই ফাঁস হল Realme 12 সিরিজ লঞ্চের তারিখ

রিয়েলমি বর্তমানে বিভিন্ন দেশে Realme 12 Pro সিরিজ লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এমনকি আসন্ন স্মার্টফোনগুলির আগমন নিশ্চিত করে টিজারও প্রকাশ করা শুরু করেছে ব্র্যান্ড। নিশ্চিত করা হয়েছে যে, নতুন Pro মডেলগুলি চলতি মাসের শেষের দিকে লঞ্চ করা হবে। আর এখন, একটি নতুন রিপোর্টে ভারতে Realme 12 Pro এবং Relame 12 Pro+ এর লঞ্চের তারিখ প্রকাশ করেছে। এছাড়াও, প্রতিবেদনটি উভয় স্মার্টফোনের স্টোরেজ এবং কালার অপশন ফাঁস করেছে।

Realme 12 Pro সিরিজের লঞ্চের তারিখ ফাঁস হল

অ্যাপুয়ালস-এর নতুন রিপোর্ট অনুযায়ী, রিয়েলমি ১২ প্রো সিরিজটি আগামী ৩১ জানুয়ারি ভারতের বাজারে লঞ্চ হবে। প্রো মডেলটি তিনটি কনফিগারেশনে পাওয়া যাবে – ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ। এটি সাবমেরিন ব্লু এবং নেভিগেটর বেইজ-এর মতো শেডে মিলবে।

অন্যদিকে, রিয়েলমি ১২ প্রো প্লাস ৫জি দুটি বিকল্পে আসবে, এগুলি হল ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ। টপ-এন্ড মডেলটি সাবমেরিন ব্লু, নেভিগেটর বেইজ এবং এক্সপ্লোরার রেড- এই তিনটি কালার অপশনে পাওয়া যাবে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। কিন্তু, এই রিপোর্ট থেকে রিয়েলমি ১২ প্রো সিরিজের দাম সম্পর্কে কিছু জানা যায়নি।

জানিয়ে রাখি, রিয়েলমি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে Realme 12 Pro সিরিজে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলিজেশন (OIS)-সহায়ক ৫০ মেগাপিক্সেলের Sony IMX890 প্রাইমারি ক্যামেরা থাকবে। এও প্রকাশ করা হয়েছে যে, Realme 12 Pro+-এ একটি ৬৪ মেগাপিক্সেলের OV64B পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকবে যা ৩x অপটিক্যাল জুম, ৬x লসলেস জুম এবং ১২০x ডিজিটাল জুম অফার করবে।

সাম্প্রতিক রিপোর্ট থেকে জানা যে, Realme 12 Pro এবং Relame 12 Pro+ উভয় মডেলেই একটি ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স অন্তর্ভুক্ত থাকবে। প্রো মডেলটিতে ২x অপটিক্যাল জুম সহ একটি ৩২ মেগাপিক্সেলের Sony IMX709 টেলিফটো ক্যামেরা থাকতে পারে। সেলফির জন্য, Realme 12 Pro এবং Pro+ যথাক্রমে একটি ১৬ মেগাপিক্সেল এবং একটি ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা অফার করতে পারে। এছাড়া পারফরম্যান্সের জন্য, Pro এবং Pro+ মডেলে যথাক্রমে Qulaocmm Snapdragon 6 Gen 1 এবং Snapdragon 7s Gen 2 চিপসেট ব্যবহার করা হবে বলে জানা গেছে।