10 হাজার টাকার কমে প্রথম 5G ফোন চলতি মাসেই ভারতে লঞ্চ হচ্ছে, থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা

চলতি মাসের শেষ সপ্তাহে iTel P55 5G নামের একটি নতুন 5G স্মার্টফোন লঞ্চ হতে চলেছে, যার দাম ১০ হাজার টাকারও কম রাখা হবে

ভারতে 5G নেটওয়ার্কের ব্যবহার বাড়িয়ে তোলার জন্য স্মার্টফোনের দাম কমাতে হবে। কারণ সাশ্রয়ী মূল্যে 5G স্মার্টফোন না পাওয়া গেলে তা সম্ভব নয়। বর্তমানে দেশে ১০,০০০ টাকার নিচে কোন 5G ফোন পাওয়া যায় না। যদিও খুব শীঘ্রই এই পরিস্থিতির বদল ঘটবে, কারণ চলতি মাসের শেষ সপ্তাহে iTel P55 5G নামের একটি নতুন 5G স্মার্টফোন লঞ্চ হতে চলেছে, যার দাম ১০ হাজার টাকারও কম রাখা হবে। চলুন iTel-এর এই নতুন ডিভাইসটি সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক।

iTel P55 5G

৯১ মোবাইলসের রিপোর্ট অনুযায়ী, ২০২৩ সালের সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহেই iTel P55 5G ভারতে লঞ্চ হতে চলেছে। আর ডিভাইসটি ১০ হাজার টাকার কমে পাওয়া যাবে। আইটেল সাধারণত এন্ট্রি লেভেলের স্মার্টফোনের জন্যই বিশেষ পরিচিত। তবে তারা এবার নিন্ম স্তরের ক্রেতাদের কথা মাথায় রেখে কম দামে 5G ফোন অফার করতে চলেছে।

আইটেল ইতিমধ্যেই এই ডিভাইসটির একটি টিজার ইমেজও প্রকাশ করেছে। যদিও এই মুহূর্তে সংস্থাটি এটির সম্পর্কে বেশি তথ্য শেয়ার করেনি। তবে টিজারের ছবি দেখে মনে হচ্ছে, আইটেল পি৫৫ ৫জি স্মার্টফোনের পিছনের প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হবে, আর পাওয়ার বাটনের পাশাপাশি ভলিউম বাটনগুলি হ্যান্ডসেটের ডানদিকে অবস্থিত।

যারা 5G নেটওয়ার্ক ব্যবহার করার জন্য সাশ্রয়ী মূল্যে 5G স্মার্টফোন কিনতে চান তাদের জন্য iTel P55 5G একটি দুর্দান্ত অপশন হিসেবে প্রমাণিত হতে পারে। দেশের প্রায় বেশিরভাগ মানুষ এখন রিলায়েন্স জিও এবং ভারতী এয়ারটেলের নেটওয়ার্ক ব্যবহার করে থাকে। যারা ইতিমধ্যেই 5G নেটওয়ার্ক পরিষেবা দিতে শুরু করেছে। তবে সাশ্রয়ী 5G ফোনের অভাবে অনেক মানুষই হাই স্পিড 5G ইন্টারনেট ব্যবহার করতে পারেন না। তবে iTel যদি তাদের এই নতুন iTel P55 5G স্মার্টফোনটি অত্যন্ত সুলভে অফার করে, তাহলে অনেক ক্রেতাকেই 5G নেটওয়ার্কের আওতায় নিয়ে আসা যাবে।