Reliance Jio-র ২৫০ টাকার কমে দুর্দান্ত প্ল্যান, ২ টাকা অতিরিক্ত দিলেই দ্বিগুণের চেয়েও বেশি ডেটা লাভ

ইউজারদের সুবিধার্থে দেশের বৃহত্তম টেলিকম কোম্পানি Reliance Jio নানাবিধ বেনিফিটযুক্ত বিভিন্ন মূল্যের রিচার্জ প্ল্যান অফার করে থাকে। এই প্ল্যানগুলি এতটাই আকর্ষক হয় যে গ্রাহকদের ধরে রাখার জন্য অন্যান্য টেলিকম কোম্পানিগুলিকেও সেগুলি অনুসরণ করে বাধ্য হয়ে মার্কেটে নতুন নতুন প্ল্যান হাজির করতে হয়। Jio-র তরফে সবসময় দাবি করা হয়েছে যে, তাদের প্ল্যানগুলির দাম সমস্ত শ্রেণির মানুষের কথা মাথায় রেখেই নির্ধারণ করা হয়। সংস্থার প্রিপেড প্ল্যানের দাম শুরু হয়েছে ৯৮ টাকা থেকে এবং সবচেয়ে ব্যয়বহুল প্ল্যানটির মূল্য ৩,৪৯৯ টাকা।

এই প্রতিবেদনে আমরা ২৫০ টাকার কমে উপলব্ধ জিও-র এমন দুটি প্ল্যানের কথা বলব যেখানে মাত্র ২ টাকার ব্যবধানে গ্রাহকদের কাছে দ্বিগুণের চেয়েও বেশি ডেটা পাওয়ার সুযোগ থাকে। এটা শুনে নিশ্চয়ই আপনি অত্যন্ত উৎসাহিত হয়ে পড়েছেন প্ল্যান দুটির কথা জানার জন্য? আসুন, জিও-র এই প্ল্যানগুলির বিষয়ে বিশদে জেনে নেওয়া যাক।

২৫ জিবি ডেটা সহ জিও-র ২৪৭ টাকার প্ল্যান

রিলায়েন্স জিও-র ২৪৭ টাকার প্ল্যানের মেয়াদ ৩০ দিন এবং এটি মোট ২৫ জিবি ডেটা সরবরাহ করে। এই প্ল্যানটির বিশেষত্ব হল, এতে দৈনিক ব্যবহার্য ডেটার কোনো লিমিট নেই। অর্থাৎ গ্রাহকরা ৩০ দিনের মেয়াদে নিজের ইচ্ছামতো ২৫ জিবি ডেটা খরচ করতে পারবেন। এছাড়া, এই প্ল্যানে যে কোনো মোবাইল নেটওয়ার্কে ফ্রি কলিং, ১০০ টি এসএমএস, এবং জিও অ্যাপগুলির বিনামূল্যে সাবস্ক্রিপশনের সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে।

৫৬ জিবি ডেটা সহ জিও-র ২৪৯ টাকার প্ল্যান

রিলায়েন্স জিও-র ২৪৯ টাকার এই প্ল্যানটিতে ২৮ দিনের জন্য প্রতিদিন ২ জিবি করে মোট ৫৬ জিবি ডেটা পাওয়া যায়। এই প্ল্যানেও যেকোনো মোবাইল নেটওয়ার্কে ফ্রি কলিং, ১০০ টি এসএমএস, এবং জিও অ্যাপগুলির বিনামূল্যে সাবস্ক্রিপশন অফার করা হয়। আবার চলতি ফেস্টিভ সিজনে এই প্ল্যানের উপর ২০ শতাংশ JioMart মহা ক্যাশব্যাক অফারও পাওয়া যাচ্ছে।

অর্থাৎ আমরা দেখলাম উল্লেখিত দুটি Jio প্ল্যানের পার্থক্য মাত্র ২ টাকা, কিন্তু ডেটার দিক থেকে পার্থক্য প্রায় দ্বিগুণেরও বেশি। ২৪৭ টাকার প্ল্যানে মাত্র ২৫ জিবি ডেটা পাওয়া যায়, এবং গ্রাহকরা মাত্র দুই টাকা বেশি দিয়ে ২৪৯ টাকায় ৫৬ জিবি ডেটা পেতে পারেন। এছাড়া, ভ্যালিডিটির ক্ষেত্রেও পার্থক্য কেবল দুই দিনের। ২৪৭ টাকার প্ল্যানটি ৩০ দিনের জন্য বৈধ এবং ২৪৯ টাকার প্ল্যানটির মেয়াদ ২৮ দিন। তবে ২৪৭ টাকার প্ল্যানের মূল সুবিধাটি হল, এই প্ল্যানে উপলব্ধ ২৫ জিবি ডেটার ক্ষেত্রে কোনো দৈনিক লিমিট নেই, ইউজাররা ৩০ দিনে ২৫ জিবি ডেটার মধ্যে প্রতিদিন প্রয়োজন মতো ডেটা খরচ করতে পারবেন।