Realme 9 5G ভারতে লঞ্চ হচ্ছে আগামীকাল, তার এক দিন আগেই উঠে এল গুরুত্বপূর্ণ তথ্য

প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল (১০ মার্চ) ভারতে লঞ্চ হবে Realme 9 সিরিজ। রিয়েলমি নিয়ে আসছে মোট দু’টি স্মার্টফোন – Realme 9 5G এবং Realme 9 5G SE ৷ এর মধ্যে একটি মডেলে Qualcomm Snapdragon চিপসেট এবং অপরটি MediaTek Dimensity 810 প্রসেসরের সাথে আসবে‌। আনুষ্ঠানিক লঞ্চের এক দিন আগে Realme 9 5G বেঞ্চমার্কিং সাইট গিকবেঞ্চে দেখা গিয়েছে। সেখান থেকে স্মার্টফোনটির বিষয়ে কয়েকটি তথ্য উঠে এসেছে।

Realme 9 5G স্পট করা হল Geekbench সাইটে

গিকবেঞ্চের লিস্টিং অনুযায়ী রিয়েলমি ৯ ৫জি-এর মডেল নম্বর RMX3388। এর সিপিইউয়ে দু’টি ২.৪ গিগাহার্টজ কোর এবং ছ’টি ২.০ গিগাহার্টজ কোর রয়েছে। অর্থাৎ এটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ প্রসেসর। স্মার্টফোনটির ৬ জিবি র‍্যাম ভ্যারিয়েন্টের বেঞ্চমার্কিং হয়েছে। যদিও এটি ৪ জিবি অথবা ৮ জিবি র‍্যাম অপশনে আসবে বলে অনুমান।

সফটওয়্যারের দিক থেকে রিয়েলমি ৯ ৫জি অ্যান্ড্রয়েড ১১ চলবে‌। যদিও আগে দাবি করা হয়েছিল যে, এতে লেটেস্ট অ্যান্ড্রয়েড ১২ প্রি-ইনস্টলড থাকবে‌। এছাড়া গিকবেঞ্চের সিঙ্গেল কোর ও মাল্টি কোর টেস্টে ডিভাইসটির স্কোর যথাক্রমে ৫৯৭ এবং ১৭৬৯।

Realme 9 5G স্পেসিফিকেশন (প্রত্যাশিত)

রিপোর্ট অনুযায়ী, রিয়েলমি ৯ ৫জি ফোনে ৯০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৫ ইঞ্চি এলসিডি ফুল-এইচডি+ ডিসপ্লে, ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, এবং ফাস্ট চার্জিং সাপোর্ট-সহ ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকবে।