Samsung Galaxy S22 Ultra ফোনে থাকবে ক্যামেরা বাম্প, কবে লঞ্চ? দাম কত রাখা হবে?

Samsung তাদের আসন্ন Galaxy S ফ্ল্যাগশিপ সিরিজ আগামী বছরের শুরুতে লঞ্চ করতে পারে। এই সিরিজের অধীনে তিনটে স্মার্টফোন বাজারে আসবে বলে অনুমান করা হচ্ছে – Samsung Galaxy S22, Galaxy S22+, Galaxy S22 Ultra/Note। ইতিমধ্যেই এই সিরিজের ফোনগুলি নিয়ে বিভিন্ন তথ্য সামনে আসছে। কয়েকদিন আগেই Galaxy S22 Ultra/Note কে বেঞ্চমার্ক সাইট, Geekbench-এ দেখা গিয়েছিল। এখন এই ফোনের রেন্ডার সামনে এল।

জনপ্রিয় টিপস্টার, Roland Quandt টুইটারে স্যামসাং গ্যালাক্সি এস২২ আল্ট্রা ফোনের ব্যাক প্যানেলের পরিষ্কার একটি ছবি শেয়ার করেছেন। তার দাবি, তিনি এই ছবিটি ব্রিটেনের রিটেল চেন থেকে নিয়েছেন। ফলে আর শেয়ার করে ছবিটি সত্যি বলে মনে করা হচ্ছে।

https://twitter.com/rquandt/status/1471834036398088195

এই রেন্ডারে Samsung Galaxy S22 Ultra কে আয়তকার ডিজাইনে দেখা গেছে এবং ফোনটি কার্ডভ এজ সহ আসবে বলে মনে হচ্ছে। এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আগের মতোই এই রেন্ডারেও ফোনটির পিছনে ক্যামেরা বাম্প লক্ষণীয়। এরফলে ফোনের কভারের উপরে ক্যামেরা মডিউল ভালোভাবে দৃশ্যমান হবে। রেন্ডার আরও সামনে এনেছে যে, এই ফোনে এলইডি ফ্ল্যাশ ও লেসার অটোফোকাস সেন্সর সহ কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে।

এর আগে জানা গিয়েছিল, Samsung Galaxy S22 Ultra ফোনে ৬.৮ ইঞ্চি ডিসপ্লে ও কোয়াড রিয়ার ক্যামেরা (১০৮ মেগাপিক্সেল + ১০ মেগাপিক্সেল + ১০ মেগাপিক্সেল + ১২ মেগাপিক্সেল ) সেটআপ থাকবে। এছাড়া এই ফোনে ব্যবহার করা হবে স্ন্যাপড্রাগন ৮ জেন ১/ এক্সিনস ২২০০ প্রসেসর। আবার ফোনটি ১৬ জিবি পর্যন্ত র‌্যাম ও ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ সহ আসবে। এটি ডার্ক রেড, হোয়াইট ও ব্ল্যাক কালারে পাওয়া যেতে পারে। ফোনটির দাম রাখা হতে পারে প্রায় ৭৯৯ ডলার (প্রায় ৬১,০০০ টাকা)।