শাওমির জোড়া ধামাকা! Poco X6 Neo-র পর লঞ্চ হবে Poco F6, থাকবে 108MP ক্যামেরা

গত মাসে Poco X6 সিরিজটি আত্মপ্রকাশ করেছে। ব্র্যান্ড এই লাইনআপের অধীনে দুটি মডেল লঞ্চ করেছে – Poco X6 এবং Poco X6 Pro। আবার শোনা যাচ্ছে, এই সিরিজে Poco X6 Neo নামে একটি তৃতীয় মডেল যুক্ত হবে। এক টিপস্টার এখন স্মার্টফোনটির লঞ্চের টাইমলাইন প্রকাশের পাশাপাশি Poco F6 ফোনটি কবে বাজারে আসতে পারে, তা সামনে এনেছেন।

Poco X6 Neo এবং Poco F6-এর সম্ভাব্য লঞ্চ টাইমলাইন

যোগেশ ব্রার দাবি করেছেন যে, আগামী মার্চ মাসের মধ্যে ভারতে পোকো এক্স৬ নিও লঞ্চ হবে। তার আরও দাবি, পোকো এফ৬ আগামী জুলাই মাসে এদেশে আসবে। তবে, এই হ্যান্ডসেট সম্পর্কে টিপস্টারের কাছ থেকে আর কোনও তথ্য পাওয়া যায়নি। অন্যদিকে, ইতিমধ্যেই জানা গেছে যে পোকো এক্স৬ নিও মডেলটি রেডমি নোট ১৩আর প্রো-এর রিব্র্যান্ডেড ভার্সন হবে। অতএব, এই ফোনের স্পেসিফিকেশনগুলি আন্দাজ করা যায়।

Poco X6 Neo-এর স্পেসিফিকেশন (প্রত্যাশিত)

পোকো এক্স৬ নিও-এ ৬.৬৭ ইঞ্চির পাঞ্চ-হোল ফুলএইচডি+ ওলেড (OLED) ডিসপ্লে থাকবে। এই প্যানেলটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ২,১৬০ হার্টজ ইনস্ট্যান্ট টাচ স্যাম্পলিং রেট এবং ১,৯২০ হার্টজ পর্যন্ত পিডাব্লিউএম ডিমিং সাপোর্ট করবে। এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০৮০ প্রসেসর, এলপিডিডিআর৪এক্স র‍্যাম ও ইউএফএস ২.২ স্টোরেজ উপলব্ধ হবে।

ফটোগ্রাফির জন্য, Poco X6 Neo-এর রিয়ার প্যানেলে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর উপস্থিত থাকবে। আর ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখা যাবে। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, Poco X6 Neo-এ ৫,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি থাকবে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এছাড়াও, এই ফোনে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং আইআর (IR) ব্লাস্টার মিলবে।