বাজার তোলপাড় করা ক্যামেরার সঙ্গে Vivo X100 সিরিজের লঞ্চ নিশ্চিত করল সংস্থা

ভিভো (Vivo)-এর প্রিমিয়াম X-সিরিজের পরবর্তী প্রজন্মের স্মার্টফোনগুলিকে নিয়ে দীর্ঘদিন ধরেই টেক দুনিয়ায় জল্পনা চলছে। ফ্ল্যাগশিপ X90 সিরিজের উত্তরসূরি মডেলগুলি কি কি অফার করতে পারে, তার ধারণাও পাওয়া গেছে বিভিন্নরিপোর্ট থেকে। আর এখন স্বয়ং ভিভোর গ্লোবাল প্রেসিডেন্ট, শেন ওয়েই, আনুষ্ঠানিকভাবে Vivo X100 সিরিজের লঞ্চ সম্পর্কে ঘোষণা করেছেন। জানা যাচ্ছে স্ট্যান্ডার্ড X100 এবং X100 Pro চলতি বছরের শেষে এবং টপ মডেল হিসাবে X100 Pro+ আগামী বছর লঞ্চ হবে।

Vivo X100 সিরিজ চলতি বছরের শেষেই লঞ্চ হতে চলেছে

একটি ইভেন্টে, শেন ওয়েই ১৩০-এর বেশি ভিভো অনুরাগীদের একটি আকষর্ণীয় প্রতিশ্রুতি দিয়েছেন। প্রত্যেক অংশগ্রহণকারী উপহার হিসেবে বহু প্রতীক্ষিত ভিভো এক্স১০০ প্রো পাবেন। শেন ওয়েই জানান, বছর শেষ হওয়ার আগেই নতুন ইমেজিং ফ্ল্যাগশিপ, এক্স১০০ গ্রাহকের হাতে থাকবে, প্রো প্লাস পরে আসতে পারে। তাই মনে করা হচ্ছে, সিরিজের সবচেয়ে প্রিমিয়াম এক্স১০০ প্রো প্লাস ফোনটি ভিভো এক্স ফোল্ড ৩ ফোল্ডেবলেয সাথে আগামী বছরের প্রথম ত্রৈমাসিকে উন্মোচিত হতে পারে।

চলতি বছর লঞ্চ হতে চলা ভিভো এক্স১০০ সিরিজের হ্যান্ডসেটগুলি উল্লেখযোগ্য ক্যামেরা আপগ্রেডের সাথে আসবে বলে জানা গেছে। এই ফোনগুলিতে ভিভোর নতুন নিজস্ব ভি৩ ইমেজিং চিপ ব্যবহৃত হবে। এটি ৬ ন্যানোমিটার প্রসেস প্রযুক্তিতে তৈরি, যা বিশেষত 4K পোর্ট্রেট ভিডিওতে ফোকাস করে৷

Vivo X100 সিরিজের স্পেসিফিকেশন (প্রত্যাশিত)

Vivo X100 সিরিজের ডিভাইসগুলিতে আকর্ষণীয় 1.5k ওলেড কার্ভড স্ক্রিন থাকবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। এছাড়াও, সিরিজটি ১০০ ওয়াট ফাস্ট চার্জিং, ইনফ্রারেড রিমোট কন্ট্রোল সিস্টেম, স্টেরিও ডুয়েল স্পিকার এবং এনএফসি সাপোর্টের মতো উন্নত ফাংশনালিটিও অফার করবে। X100 এবং X100 Pro ফোন দুটি MediaTek Dimensity 9300 প্রসেসর দ্বারা চালিত হবে। অন্যদিকে Pro+ মডেলটি Snapdragon 8 Gen 3 প্ল্যাটফর্মে চলবে।

প্রিমিয়াম X100 Pro+ চিত্তাকর্ষক ক্যামেরা সেটআপের সাথে আসতে চলেছে, যা বড় ১ ইঞ্চির ৫০ মেগাপিক্সেল রেজোলিউশনের Sony IMX989 প্রাইমারি সেন্সর, ২০০ মেগাপিক্সেল টেলিফোটো লেন্স এবং দুটি অতিরিক্ত ৫০ মেগাপিক্সেলের সেন্সর দ্বারা গঠিত হবে। আর Vivo X100 Pro-এর ব্যাক প্যানেলে ৫০ মেগাপিক্সেলের Sony IMX989 প্রধান সেন্সর, একটি ১২ মেগাপিক্সেলের Sony IMX663 আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি শক্তিশালী ৬৪ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো লেন্স উপস্থিত থাকবে।