আগামী বছর আসবে Samsung Galaxy Z Flip 3, ফাঁস হল একাধিক ফিচার

দক্ষিণ কোরিয়ান কোম্পানি, Samsung, ফোল্ডিং এবং ফ্লিপ ফোন লঞ্চের ব্যাপারে বর্তমানে ব্যাপক আগ্রহ দেখাচ্ছে। এই বছরেই তারা গ্যালাক্সি জেড ফ্লিপ এবং গ্যালাক্সি জেড ফ্লিপ ৫জি ফোন দুটি বাজারে এনেছে। এবার তারা ফ্লিপ সিরিজের পরবর্তী স্মার্টফোন হিসেবে Galaxy Z Flip 3 এর ওপর কাজ শুরু করলো। ভিয়েতনামের জনৈক টিপ্সটার Chun (@chunvn8888) কয়েকটি টুইটের মাধ্যমে এই তথ্য সামনে এনেছেন। Chun গ্যালাক্সি ফ্লিপ ৩ ফোনটির সম্ভাব্য স্পেসিফিকেশনও জানিয়েছেন।

প্রসঙ্গত জানিয়ে রাখি, Samsung, গ্যালাক্সি জেড ফ্লিপ ২ নামে কোন ফোন এখনো প্রকাশ্যে আনেনি। এর বদলে স্যামসাং সরাসরি গ্যালাক্সি জেড ফ্লিপ ৩ ফোনটিকে লঞ্চ করতে পারে। মনে করা হচ্ছে এই ফোনটি ছাড়াও একইসাথে স্যামসাং তাদের জেড সিরিজের ফোল্ডিং ফোনের ওপরেও কাজ করছে। এই সিরিজের Galaxy Z Fold 3 এর সাথে সঙ্গতি রেখেই তারা বাজারে Galaxy Z Flip 3 ফোনটিকে আনতে চলেছে বলে আমাদের অনুমান।

Samsung Galaxy Z Flip 3 ফোনের স্পেসিফিকেশন (সম্ভাব্য)

Chun নামক ভিয়েতনামের জনৈক টিপ্সটারের টুইট অনুযায়ী Galaxy Z Flip 3 ফোনটি ৬.৯ ইঞ্চির পাঞ্চ হোল ডিসপ্লে ও স্লিম বেজেল সহ আসতে পারে। তাছাড়া এতে UTG বা আল্ট্রা থিন গ্লাস ব্যবহার করা হতে পারে যা ফোনটির ড্যুরাবিলিটি বৃদ্ধি করবে। এর ডিসপ্লে রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। স্মরণ করিয়ো দিই, এর আগে স্যামসাংয়ের প্রথম জেনারেশন গ্যালাক্সি জেড ফ্লিপ ফোনে ৬.৭ ইঞ্চির ডিসপ্লে ও ৬০ হার্টজের রিফ্রেশ রেট অফার করা হয়েছিল।

Chun এর দাবী গ্যালাক্সি জেড ফ্লিপ ৩ ফোনের আউটার ডিসপ্লেটি এর পূর্বসূরির থেকে দুই বা তিনগুণ বড় হবে। সুতরাং ফোনটি ২.২ – ৩.৩ ইঞ্চির আউটার ডিসপ্লের সঙ্গে আসবে বলে অনুমান করা হচ্ছে। DisplaySearch এর প্রতিষ্ঠাতা Ross Young অবশ্য জানিয়েছেন এই ফোনের আউটার ডিসপ্লে Motorola Razr এর স্ক্রিন সাইজের (২.৭ ইঞ্চি) থেকে ছোট হবে।

স্যামসাং জেড ফ্লিপ সিরিজের তৃতীয় প্রজন্মের ফোনে ঠিক কি প্রসেসর ব্যবহার করা হয়েছে তা অবশ্য এখনো অজানা। তবে আমাদের অনুমান, এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭৫ চিপসেট ব্যবহার করা হতে পারে। আবার অনেকের মতে স্যামসাং এই ফোনে Exynos প্রসেসর ব্যবহার করে সকলকে তাক লাগিয়ে দিতে পারে। জানিয়ে রাখি, শীঘ্রই স্যামসাং Exynos 2100 চিপসেট লঞ্চ করতে পারে। এটি কোয়ালকম স্ন্যাপড্রাগনের ফ্ল্যাগশিপ প্রসেসরের থেকে বেশী শক্তিশালী হবে বলে তাদের দাবি। ফলে প্রয়োজন পড়লে স্যামসাং Galaxy Z Flip 3 ফোনের সাথে এই চিপসেটটিকেও লঞ্চ করতে পারে।

স্যামসাং জেড ফ্লিপ ৩ ফোনের ক্যামেরা সেটআপের ব্যাপারে Chun এর টুইট থেকে কিছুই জানা যায়নি। তবে এটি ৩,৯০০ এমএএইচের ব্যাটারি সহ আসতে পারে বলে টিপ্সটারটি জানিয়েছেন। যার রিয়েল ক্যাপাসিটি হবে ৩৭০০ – ৩৮০০ এমএএইচের ব্যাটারি। উল্লেখ্য, প্রথম প্রজন্মের ফ্লিপ ফোনে ৩,৩০০ এমএএইচের ব্যাটারি দেওয়া হয়েছিল।