বাজার কাঁপিয়ে Mahindra আনল ইলেকট্রিক Thar, দানবের মতো চেহারা তাক লাগিয়ে দেবে

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে Scorpio N নির্ভর পিক-আপ ট্রাকের পাশাপাশি মাহিন্দ্রা ও মাহিন্দ্রা (Mahindra) তাদের ব্যাপক জনপ্রিয় অফ-রোড এসইউভি Thar-এর ইলেকট্রিক ভার্সন উন্মোচিত করেছে। সেটি Thar.e নামে কনসেপ্ট ভার্সনে হাজির হয়েছে। ডিজাইনের নিরিখে বলতে গেলে আইসিই ভার্সনের সাথে বৈদ্যুতিক মডেলের কোনও মিল নেই। স্টাইলিং ফিউচিরিস্টিক। Mahindra Thar Electric সংস্থার বর্ন (Born) ইলেকট্রিক লাইনআপের মডেল হিসেবে আসবে।

Mahindra Thar.e ইলেকট্রিক SUV আত্মপ্রকাশ করল

মাহিন্দ্রা নিশ্চিত করেছে যে থার ইলেকট্রিক এসইউভি তাদের নতুন INGLO-P1 EV প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে আসবে। এটি বিশেষত উচ্চ ক্ষমতার ব্যাটারি ব্যবহারের মাধ্যমে বেশি রেঞ্জ প্রদান এবং গাড়ির ওজন কম রাখার জন্য আদর্শ। অল হুইল ড্রাইভ টেকনোলজি সহ Thar.e বেশি গ্রাউন্ড ক্লিয়ারেন্স অফার করবে। সংস্থা সূত্রে খবর, গাড়িটির হুইলবেস ২,৭৭৬ মিমি থেকে ২,৯৭৬ মিমির মধ্যে হবে। আবার গ্রাউন্ড ক্লিয়ারেন্স হতে পারে ৩০০ মিমির আশেপাশে।

দর্শনের দিক থেকে Thar.e বর্তমানে বিক্রিত স্ট্যান্ডার্ড Thar-এর তুলনায় সম্পূর্ণ আলাদা। সামনে রয়েছে বর্গাকৃতি এলইডি হেডলাইট, গ্রিলের সাথে এলইডি বার, যা লুকসে নতুন মাত্রা এনে দিয়েছে। পেছনে ব্ল্যাক ক্লোজ আউট গ্রিলে Thar.e ব্যাজিং বর্তমান। আবার সামনে রয়েছে হৃষ্টপুষ্ট বাম্পার। অফ-রোডিং এর জন্য বিশাল বড় চাকার উপস্থিতি লক্ষ্য করা যায়।

আসন্ন অফ-রোড ইলেকট্রিক এসইউভির লঞ্চ সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি মাহিন্দ্রা। তবে আশা করা হচ্ছে, গাড়িটির প্রোডাকশন ভার্সন ২০২৫ সালের মধ্যেই প্রস্তুত হয়ে যেতে পারে। ফলে উৎসবের মরসুমকেই লঞ্চের সময় হিসাবে বেছে নিতে পারে সংস্থা।