চোখের চিকিৎসার জন্য ব্যবহার হচ্ছে iPhone 13 Pro Max, ফের প্রশংসিত Apple

iPhone প্রসঙ্গে কিছু বলতে গেলে সত্যিকারেই কোনো ভূমিকার আর প্রয়োজন হয় না। ফিচারে ঠাসা ডিভাইসগুলি চড়া দাম হওয়া সত্ত্বেও বিশ্বব্যাপী ব্যাপকভাবে জনপ্রিয়। ডিসপ্লে, প্রসেসর এসবের প্রসঙ্গ বাদই দিলাম, iPhone-এর একাধিক গুরুত্বপূর্ণ ফিচার কীভাবে মানুষের জীবন বাঁচাচ্ছে, তা আমরা মাঝে মাঝে শুনতে পাই। কিন্তু সম্প্রতি এক রিপোর্ট অনুযায়ী জানা গেছে যে, আইফোন এখন চোখের চিকিৎসা করতেও সহায়তা করছে! হ্যাঁ, বিশ্বাস না হলেও খবরটি সত্যি।

আসলে Apple সদ্য লঞ্চ হওয়া নতুন iPhone 13 Pro Max ফোনে একটি ইমপ্রুভড ম্যাক্রো মোড (Macro mode) দিয়েছে। এই মোড ব্যবহার করে মার্কিন যুক্তরাষ্ট্রের এক ডাক্তার চোখের চিকিৎসা করেছেন। ডঃ টমি কর্ন (Dr. Tommy Korn) এই বিষয়ে LinkedIn-এ একটি পোস্টে শেয়ার করেছেন এবং জানিয়েছেন তিনি কীভাবে iPhone 13 Pro Max ফোনের ম্যাক্রো মোড ব্যবহার করে চোখের বিভিন্ন ছবির চুলচেরা বিশ্লেষণ করেছেন এবং সেইসাথে কর্নিয়া ট্রান্সপ্লান্টেশনের ফলে চোখে ঘর্ষণজনিত কারণে কী ধরনের পরিবর্তন হয়, সেই ছবিগুলি খুব সূক্ষ্মভাবে পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণ করতে সক্ষম হয়েছেন।

এই প্রসঙ্গে ডঃ কর্ন জানিয়েছেন, “বিভিন্ন অবস্থায় চোখের ছবি তুলে সেগুলি খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য আমি এই সপ্তাহে iPhone 13 Pro Max-এর Macro মোড ব্যবহার করেছি, যার ফলাফল দেখে আমি মুগ্ধ! এই ছবিগুলিকে যথাযথভাবে ব্যবহার করলে রোগীর চোখের যত্ন নেওয়ার পাশাপাশি নতুন অনেক টেলিমেডিসিন উদ্ভাবন করাও সম্ভব।” চক্ষু বিশেষজ্ঞের এই সাম্প্রতিক পরীক্ষানিরীক্ষা যে Apple ডিভাইসের বিজয়মুকুটে আরেকটি নতুন পালক যুক্ত করল, সেকথা নিঃসন্দেহে বলাই বাহুল্য।

আপনাদেরকে জানিয়ে রাখি, সদ্য মার্কেটে আসা iPhone 13 Pro Max ফোনের নতুন আল্ট্রা ওয়াইড ক্যামেরা ম্যাক্রো ফটোগ্রাফি এবং ওয়াইড ক্যামেরা ২.২এক্স ইমপ্রুভড লো-লাইট পারফরম্যান্স অফার করে। Apple-এর মতে, এর সাহায্যে ব্যবহারকারীরা শার্প ইমেজ ক্যাপচার করতে পারবেন এবং সর্বনিম্ন ফোকাস দূরত্ব ২ সেন্টিমিটার বজায় রেখে কোনো অবজেক্টকে বিবর্ধিত (magnify) করা যাবে। ম্যাক্রো-তে স্লো-মো (Slo-mo) এবং টাইম-ল্যাপস (Time-lapse) ফিচার ব্যবহার করে ভিডিও তোলার সুবিধাও রয়েছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন