যখন তখন আগুন ধরতে পারে, প্রবল গরমে গাড়ির ভিতর এই 5 জিনিস ভুলেও রাখবেন না

ভারতের মতো চরমভাবাপন্ন জলবায়ুর দেশে হামেশাই গাড়িতে আগুন ধরে যাওয়ার খবর সামনে আসে। বিশেষত গ্রীষ্মকালে এমন ঘটনার কথা বেশি শোনা যায়। দেশের বিভিন্ন প্রান্তে এমন ঘটনার জন্য গ্রীষ্মের দাবদাহ’কেই সিংহভাগ ক্ষেত্রে দায়ী করা হয়ে থাকে। সম্প্রতি রাজস্থানে চলতে চলতে হঠাৎই ব্র্যান্ড নিউ Mahindra Thar আগুনে পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। যার কারণ এখনও অজানা। তবে কিছু সতর্কতা মেনে চললে গাড়িতে আগুন ধরে যাওয়ার মত অপ্রীতিকর ঘটনা এড়িয়ে যাওয়া সম্ভব। আজকের এই প্রতিবেদনে তেমন পাঁচটি জিনিস নিয়ে আলোচনা করা হল, যা এই প্রবল গরমে ভুলেও গাড়ির ভিতরে ছেড়োযাওয়া উচিৎ নয়।

সিগারেট লাইটার

অত্যাধিক গরমে সিগারেট অথবা গ্যাস লাইটার কখনোই গাড়ির ভেতর রেখে দেওয়া উচিত নয়। কারণ এগুলি দাহ্য পদার্থ। সিগারেট লাইটারে থাকা আইরন উচ্চ তাপমাত্রায় বিস্ফোরণ ঘটানোর ক্ষমতা রাখে। এতে গাড়ির জানালা ক্ষতিগ্রস্ত হতে পারে। এমনকি গাড়ির সিটেও পুড়ে যাওয়ার চিহ্ন থেকে যেতে পারে।

গ্যাস অ্যারোসোল অথবা স্প্রে ক্যান

গ্যাস ক্যানিস্টার অতি মারাত্মক, এমনকি তা ছোট অ্যারোসোল হলেও। যেকোনো সময় আগুন ধরে যেতে পারে। উচ্চ তাপমাত্রায় গাড়ি চলার সময় ঘর্ষণ থেকেও গ্যাস ক্যানিস্টার জ্বলে উঠতে পারে। গাড়ির ভেতর তাপমাত্রা বাড়লে এই জাতীয় স্প্রে’তে চাপের পরিমাণ দ্রুত বৃদ্ধি পায়।

পারফিউম বোতল

বহু ভারতীয়দের গাড়ির ভেতর পারফিউমের বোতল রাখার অভ্যাস রয়েছে। এগুলি বিশেষত ড্যাশবোর্ড অথবা সেন্টার কনসোলে দেখা মেলে। আপনিও এমনটা করে থাকলে সুধরে নিন এখনই। নয়তো যেকোনো সময় বিপত্তি ঘটে যেতে পারে। পারফিউমের উচ্চ পরিমাণে অ্যালকোহল থাকে। সকলেই জানেন এটি অতি দাহ্য পদার্থ।

স্যানিটাইজার

2020-তে কোভিড অতিমারি শুরু হওয়ার পর থেকে সমগ্র বিশ্বে স্যানিটাইজার এর ব্যবহার তীব্র গতিতে বাড়তে দেখা গেছে। মহামারী বিদায় নিলেও স্যানিটাইজার ব্যবহারের অভ্যাস এখনও বহু ভারতীয়র মধ্যে দেখা যায়। বহু গাড়ি ব্যবহারকারী স্যানিটাইজার দিয়ে ড্যাশবোর্ড, স্টিয়ারিং হুইল ও অন্যান্য জায়গা পরিষ্কার করেন। জানিয়ে রাখি, পারফিউমের মত স্যানিটাইজারেও অ্যালকোহল ব্যবহৃত হয়। তাই এটিও দাহ্য পদার্থের মধ্যে একটি।

ব্যাটারি

ভারতীয়দের গাড়িতে অগ্নিকাণ্ডের জন্য ব্যাটারি হচ্ছে একটি অন্যতম কারণ। বলাবাহুল্য তাই বৈদ্যুতিক গাড়িতে আগুন ধরে যাওয়ার প্রবণতাও বেশি। পেট্রোল চালিত গাড়িতেও ব্যাটারির থাকে। এই গরমে যা থেকে যেকোনো সময়ে আগুন ধরে যেতে পারে। তাই সূর্যের চড়া রোদে গাড়ি না রেখে ছাওয়া দেখে পার্ক করার চেষ্টা করুন। এতে গাড়ি ঠান্ডা থাকবে।