Mahindra Thar: 1 লাখ থার তৈরি করে নতুন রেকর্ড মাহিন্দ্রার, কেন এত জনপ্রিয় এই SUV

Mahindra Thar হচ্ছে ভারতের অফ-রোড এসইউভি (SUV) গাড়ির দুনিয়ায় একটি উজ্জ্বল নক্ষত্র। এবারে সেটির নতুন সাফল্যের কথা সগর্বে ঘোষণা করল মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা (Mahindra & Mahindra)। সংস্থাটি জানিয়েছে, তাদের এই গাড়িটি ১,০০,০০০ ইউনিট উৎপাদনের মাইলস্টোন স্পর্শ করেছে। তাও আবার ২.৫ বছরেরও কম সময়ে। এটি অক্টোবর, ২০২০-তে প্রথম লঞ্চ হয়েছিল। যদিও পরবর্তীতে পেট্রোল ইঞ্জিন, অটোমেটিক ট্রান্সমিশন, বাইরে ও ভিতরে স্টাইলিংয়ের বিভিন্ন আপডেট পেয়েছে গাড়িটি। আবার পারফর্মেন্স এবং ডিজাইনের ওপর ভিত্তি করে মাহিন্দ্রা থার বিভিন্ন পুরস্কার জিতে নিয়েছে।

Mahindra Thar-এর ১,০০,০০০তম মডেলটি তৈরি হয়ে বেরোলো

এদেশে থারের জনপ্রিয়তা দিনকে দিন বেড়েই চলেছে। অফ-রোডিংয়ের সক্ষমতা, স্পোর্টি ডিজাইন ল্যাঙ্গুয়েজ, লম্বা ফিচারের তালিকা এবং যেকোনো ধরনের রাস্তায় চলার সক্ষমতার জন্য গাড়িটির জুড়ি মেলা ভার। এই প্রসঙ্গে সংস্থার সভাপতি (অটোমোটিভ ডিভিশন) বিজয় নাকরা বলেন, “Thar-এর সাফল্য দেখে আমরা রোমাঞ্চিত। গাড়িটি আমাদের দীর্ঘ যাত্রাপথে নানান স্মৃতি রেখেছে। অ্যাডভেঞ্চার হোক বা সপ্তাহান্তে বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া – সবেতেই আদর্শ এটি।”

Mahindra Thar-এর ভ্যারিয়েন্ট

এসইউভি গাড়িটি ৪×৪ এবং রিয়ার হুইল ড্রাইভ বা RWD ভ্যারিয়েন্টে উপলব্ধ। Thar-এর ৪×৪ ভ্যারিয়েন্টটি অফ-রোডিং অ্যাডভেঞ্চার গোত্রীয়। এতে দেওয়া হয়েছে বলিষ্ঠ ড্রাইভট্রেন, বৃহৎ গ্রাউন্ড ক্লিয়ারেন্স, এবং মেকানিক্যাল লকিং ডিফারেন্সিয়ালের মত অত্যাধুনিক ফিচার। অন্যদিকে RWD ভ্যারিয়েন্টটি একটু ভিন্ন ধরনের ডিজাইন ও হাইওয়েতে আরামদায়ক যাত্রার জন্য আদর্শ।

প্রসঙ্গত, সম্প্রতি মাহিন্দ্রা ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়ন নিখাত জারিন-কে পুরস্কার হিসেবে একটি Thar দিয়েছে। তভে এই প্রথম নয়, এর আগেও একাধিক ক্রীড়াবিদদের গাড়িটি উপহার দিতে দেখা গেছে। উদাহরণস্বরূপ বলা যায় অলিম্পিকে জ্যাভলিং চ্যাম্পিয়ন সোনা বিজেতা নিরাজ চোপড়া-কেও গাড়িটি উপহার দেওয়া হয়েছিল।