ভারতে ইলেকট্রিক স্কুটার Chetak এর বুকিং বন্ধ করলো Bajaj, জানুন কারণ

Bajaj Auto সংস্থার প্রথম বৈদ্যুতিন স্কুটার Chetak এর বুকিং নেওয়া সাময়িকভাবে স্থগিত করে দিলো। Chetak এর ওয়েবসাইটে এখন “Registration open, bookings closed” বলে লেখা আছে। যা দেখে স্পষ্ট, বুকিং বন্ধ করা হয়েছে। তবে যে সব আগ্রহী ক্রেতারা রেজিস্ট্রেশন করবেন, তাদের বুকিং পুনরায় চালু হলে জানানো হবে। জানুয়ারিতে লঞ্চ হওয়ার পর Chetak বৈদ্যুতিক স্কুটারটি প্রথমে পুনে এবং বেঙ্গালুরুতে কেনার জন্য উপলব্ধ হয়৷ Bajaj এর পরিকল্পনা ছিল, এই দুটি শহর থেকে আরম্ভ করে একটি পর্যায়ক্রম অনুসরন করে অন্যান্য শহরেও স্কুটারটি কে পৌছে দেওয়া হবে৷ তবে অতিমারীর কারনে ফ্যাক্টরীতে প্রোডাকশান বন্ধ এবং সরবরাহ চেইনে বিঘ্ন ঘটায় সেই পরিকল্পনা ব্যাহত হয়৷

যদিও Bajaj Auto তাদের Chetak এর বুকিং এই প্রথম বন্ধ করা হলো এমনটা নয়। লকডাউন শুরু হওয়ার পরই সংস্থার পক্ষ থেকে বুকিং নেওয়া স্থগিত করে দেওয়া হয়েছিল। তবে আনলক প্রক্রিয়া শুরু হলে সেকেন্ড রাউন্ডের বুকিং পুনরায় চালু করা হয়। মূলত অতিমারী পরিস্থিতিতে উৎপাদনে বাধা সৃষ্টি হওয়ার কারণেই যে এই মাস থেকে আবার বুকিং বন্ধ করার সিদ্ধান্তটি নেওয়া হয়েছে তা অনুমান করা যায়।

Bajaj Chetak বৈদ্যুতিন স্কুটারটি Urbane এবং Premium এই দুটি ভ্যারিয়েন্টে বাজারে উপলব্ধ। Urbane মডেলটির মূল্য ১ লক্ষ টাকা এবং Premium মডেলটির দাম ১.১৫ লক্ষ টাকা। (এক্স-শোরুম, বেঙ্গালুরু)। স্কুটারটি IP-67 রেটেড ৪৮ ভোল্টের লিথিয়াম-আয়ন ব্যাটারীর সাথে এসেছে। যার দ্বারা এর ৪ কিলোওয়াটের মোটর সর্বোচ্চ ১৬ এনএম টর্ক জেনারেট করতে পারে। এই ব্যাটারী সম্পূর্ণ চার্জ হতে সময় নেয় পাঁচ ঘন্টা। এছাড়া ইকো মোডে স্কুটারটি একক চার্জে ৯৫ কিমি এবং স্পোর্ট মোডে ৮৫ কিমি পর্যন্ত চালানো যাবে।

এছাড়া স্কুটারটির ফিচারেব মধ্যে আছে, অ্যালয় হুইল, এলইডি হেডল্যাম্প, এলইডি টার্ন ইন্ডিকেটর, রিভার্স রাইডিং মোড, কিলেস ইগনিশন, রিজেনারেটিভ ব্রেকিং, ফ্রন্ট ডিস্ক ব্রেক, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং স্মার্টফোন কানেক্টিভিটি৷