সাবধান, Apple iPhone, iPad ও Macbook ব্যবহারকারীদের জন্য সতর্কতা জারি করল কেন্দ্র সরকার

সম্প্রতি ভারত সরকারের ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (CERT-in) iPhone, Macbook, iPad এবং Vision Pro Headset সহ একাধিক Apple ব্যবহারকারীদের জন্য একটি 'হাই রিস্ক অ্যালার্ট' জারি করেছে।

বর্তমানে সারা বিশ্বে iPhone, iPad এবং MacBook-এর মতো Apple প্রোডাক্টের ব্যবহার বেশ বেড়ে গেছে। শুধু সমগ্র বিশ্বেই নয় ভারতবর্ষেরও একাধিক ব্যবহারকারী এখন Apple প্রোডাক্ট ব্যবহার করে থাকে। তবে আপনিও যদি Apple প্রোডাক্ট ব্যবহার করে থাকেন, তাহলে এই খবরটি আপনাকে চিন্তায় ফেলতে পারে। কারণ, সম্প্রতি ভারত সরকারের ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (CERT-in) iPhone, Macbook, iPad এবং Vision Pro Headset সহ একাধিক Apple ব্যবহারকারীদের জন্য একটি ‘হাই রিস্ক অ্যালার্ট’ জারি করেছে।

কোন কোন Apple ডিভাইসে দেখা দিয়েছে সমস্যা?

সংস্থাটি জানিয়েছে যে এই সমস্যা অ্যাপল সফটওয়্যার এবং হার্ডওয়্যারের বিভিন্ন স্পেকট্রামকে প্রভাবিত করতে পারে। যার মধ্যে রয়েছে 17.4.1-এর আগের অ্যাপল সাফারি ভার্সন, 13.6.6-এর আগের অ্যাপল ম্যাকওএস ভেঞ্চুরা ভার্সন, 14.4.1-এর আগের অ্যাপল ম্যাকওএস সোনোমা ভার্সন, 1.1.1-এর আগের অ্যাপল ভিশনওএস ভার্সন। এছাড়াও, আছে 17.4.1 এবং 16.7.7-এর আগের অ্যাপল আইওএস এবং আইপ্যাড ওএস-এর আগের ভার্সন।

দূর থেকেই ডিভাইস নিয়ন্ত্রণ করতে পারবে হ্যাকাররা

এই নিরাপত্তা ত্রুটির কারণে দূর থেকেই আক্রমণকারীরা টার্গেট সিস্টেমে নির্বিচারে কোড পাঠাতে পারে। এটি ওয়েব আরটিসি এবং কোর মিডিয়ায় পাওয়া আউট-অফ-বাউন্ড রাইট ইস্যুর সাহায্যে আক্রমণকারীদের দূর থেকেই ডিভাইসে নিরাপত্তার সাথে আপোষ করার অনুমতি দেয়।

নিরাপদ থাকতে কি করবেন?

সরকারি সংস্থাটি সতর্ক করে বলেছে যে, iPhone XS, iPad Pro (12.9 ইঞ্চি, 10.5 ইঞ্চি, 11 ইঞ্চির মডেল), iPad Air, iPad এবং iPad mini ব্যবহারকারীরার ডিভাইসগুলি যদি 17.4.1 আইওএস বা আইপ্যাড ওএস-এর আগের ভার্সনে চলে তাহলে সমস্যা হতে পারে।

তাই ব্যবহারকারীদের পরামর্শ দেওয়া হয়েছে যে, তারা যদি iPad 8, iPhone 8 Plus, iPad Pro (9.7 ইঞ্চি, 12.9 ইঞ্চি প্রথম জেনারেশন), iOS, iPadOS-এর 16.7.7 ভার্সন বা তার পরবর্তী ভার্সন ব্যবহার করে থাকেন তাহলে তারা যেন অবিলম্বে ডিভাইসটি আপডেট করেন।