Snapdragon 4 Gen 2 প্রসেসরের সাথে সস্তা 5G স্মার্টফোন আনছে Redmi, Vivo

বহুজাতিক সেমিকন্ডাক্টর সংস্থা Qualcomm আজ (২৭শে জুন) তাদের নির্মিত সর্বশেষ চিপসেট সংস্করণ Snapdragon 4 Gen 2 লঞ্চ করল। এই নয়া মোবাইল প্ল্যাটফর্মটিকে মূলত বাজেট রেঞ্জের স্মার্টফোনে ব্যবহারের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছে বলে জানানো হয়েছে সংস্থার তরফ থেকে। বিশেষত্বের কথা বললে, আলোচ্য প্রসেসর – নতুন প্রজন্মের 5G কানেক্টিভিটি, আরো দ্রুত গতিসম্পন্ন সিপিইউ, উন্নত ক্যামেরা সাপোর্ট এবং নির্ভরযোগ্য ওয়াই-ফাই সংযোগের সুবিধা অফার করবে।

Snapdragon 4 Gen 2 মোবাইল প্ল্যাটফর্ম লঞ্চ করলো Qualcomm

নয়া কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসরকে ২.২ গিগাহার্টজ পিক ক্লক স্পিড চালিত সিপিইউ -এর সাথে নিয়ে আসা হয়েছে, যা চিপসেটের কর্মক্ষমতাকে আরো উন্নীত করতে সহায়তা করবে। আর এই সিপিইউ -টি পূর্বসূরীর তুলনায় ১০% পর্যন্ত ভাল পারফরম্যান্স প্রদানে সক্ষম বলেও দাবি করা হয়েছে। এছাড়া এই প্রসেসরে কোয়ালকম কুইক চার্জ ৪+ প্রযুক্তি সমর্থন করে, যা মাত্র ১৫ মিনিটের মধ্যে ৫০% পর্যন্ত ফোনকে রিফিল করতে পারে। গ্রাফিক্সের জন্য এতে অ্যাড্রেন জিপিইউ ব্যবহার করা হয়েছে।

তদুপরি, ফাস্ট এবং স্মুথ ভিউয়িং তথা ইউজার এক্সপিরিয়েন্স প্রদানের জন্য এই চিপসেটটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ সর্বোচ্চ ফুল এইচডি প্লাস রেজোলিউশন ডিসপ্লে প্যানেল সমর্থন করে। ক্যামেরা সাপোর্টের কথা বললে, Snapdragon 4 Gen 2 বিল্ট-ইন ‘মাল্টি ক্যামেরা টেম্পোরাল ফিল্টারিং’ (MCTF) অপশন অফার করে, যা ভিডিওতে নয়েজ কমানোর কাজ করে। এই চিপসেটে ‘ইলেক্ট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন’ ও ‘ফাস্ট অটোফোকাস’ প্রযুক্তিও সমর্থন করে। এছাড়া, একাধিক এআই (AI) ক্যামেরা ইম্প্রুভমেন্ট সহ এসেছে এই এসওসি। এর মধ্যে সামিল রয়েছে – পুঙ্খানুপুঙ্খ তথা ‘শার্প’ কোয়ালিটির ছবি ও ভিডিও ক্যাপচার করার জন্য এআই-ভিত্তিক লো-লাইট ফটোগ্রাফি এবং উন্নত মানের ভিডিও রেকর্ডিং ও ভিডিও কলিং করার সুবিধার্থে এআই-এনহ্যান্সড ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভাল মোড।

আবার কোয়ালকমের এই নব্য প্রজন্মের মোবাইল প্ল্যাটফর্মে স্ন্যাপড্রাগন এক্স৬১ ৫জি মডেম-আরএফ (Snapdragon X61 5G Modem-RF) সিস্টেম এবং কোয়ালকম ওয়াই-ফাই ৫ (Qualcomm Wi-Fi 5) -এর মতো কানেক্টিভিটি বিকল্প সাপোর্ট করে বলেও জানা গেছে৷

প্রসঙ্গত নতুন চিপসেট লঞ্চ হওয়ার বিষয়ে কোয়ালকম টেকনোলজিস ইনকর্পোরেটেডের প্রোডাক্ট ম্যানেজমেন্ট ডিরেক্টর ম্যাথিউ লোপাটকা (Matthew Lopatka) বলেছেন যে – “স্ন্যাপড্রাগন, OEMs এবং ইন্ডাস্ট্রির চাহিদা মেটাতে বিভিন্ন প্রকারের উদ্ভাবন অফার করে যাচ্ছে। ফলস্বরূপ স্ন্যাপড্রাগন ৪-সিরিজের চিপসেট ভোক্তাদের সর্বাধিক জনপ্রিয় এবং প্রাসঙ্গিক মোবাইল ফিচার ব্যবহারের ক্ষেত্রে অধিকতর অ্যাক্সেস প্রদান করবে৷ আমরা প্ল্যাটফর্মের প্রতিটি দিক অপ্টিমাইজ করেছি যাতে সবথেকে সেরা ইউজার এক্সপিরিয়েন্স প্রদান করতে পারি।”

Qualcomm Snapdragon 4 Gen 2 মোবাইল প্ল্যাটফর্ম চালিত একাধিক স্মার্টফোন শীঘ্রই লঞ্চ হতে চলেছে

বর্তমানে, কোয়ালকম নির্মিত এই নতুন মোবাইল প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে একাধিক মোবাইল ডিভাইস তৈরির কাজ চলছে। যদিও আসন্ন ফোনগুলির নাম এখনো প্রকাশ করা হয়নি। তবে উক্ত সেমিকন্ডাক্টর ব্র্যান্ডটি নিশ্চিত করেছে যে, Redmi এবং Vivo -এর মতো ‘অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার’ (OEM) সংস্থাগুলি তাদের পরবর্তী-প্রজন্মের স্মার্টফোনে লেটেস্ট Snapdragon 4 Gen 2 প্রসেসর ব্যবহার করতে চলেছে। এক্ষেত্রে, এই ডিভাইসগুলিকে চলতি বছরের দ্বিতীয়ার্ধে অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।