Oppo A93s 5G সস্তায় ২৫৬ জিবি মেমোরি সহ লঞ্চ হল, রয়েছে ৪৮ এমপি ক্যামেরা

এবার নিজের দেশীয় বাজারে কার্যত নিঃশব্দে একটি নতুন স্মার্টফোন চালু করে বসল জনপ্রিয় হ্যান্ডসেট নির্মাতা Oppo (ওপ্পো)। সংস্থাটি কোনো লঞ্চ ইভেন্ট বা প্রচার ছাড়াই চীনে Oppo A93s 5G (ওপ্পো এ৯৩ এস ৫জি) নামে নতুন স্মার্টফোন লঞ্চ করেছে, যাতে ফুল এইচডি প্লাস ডিসপ্লে, ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং ২৫৬ জিবি ইনবিল্ট স্টোরেজ রয়েছে। আবার Oppo A93s 5G ফোনটির দামও রাখা হয়েছে সাধ্যের মধ্যে। চলুন, ওপ্পো প্রবর্তিত এই নতুন এ৯৩ এস ৫জি ফোনের দাম বা স্পেসিফিকেশন সম্পর্কে খুঁটিনাটি জেনে নিই…

Oppo A93s 5G-এর দাম এবং উপলভ্যতা

নতুন ওপ্পো এ৯৩ এস ৫জি ফোনের দাম রাখা হয়েছে ১,৯৯৯ ইউয়ান (প্রায় ২৩,০০০ টাকায়)। এই মূল্য ফোনটির ৮ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজের। ফোনটি পিচ সোডা, সামার নাইট গ্যালাক্সি এবং আর্লি সামার কালার অপশনে পাওয়া যাবে। আগামী ৩০শে জুলাই থেকে ফোনটির বিক্রি শুরু হবে।

চীনের বাইরে Oppo A93s 5G ফোনটি উপলব্ধ হবে কিনা বা হলেও কবে হবে – সে বিষয়ে কোনো তথ্য মেলেনি। তবে আশা করা যায়, নিজের অন্যতম মূল বাজার অর্থাৎ ভারতেও ওপ্পো এই ফোনটি নিয়ে আসবে।

Oppo A93s 5G-এর স্পেসিফিকেশন ও ফিচার

সদ্য বাজারে পা রাখা ওপ্পো এ৯৩ এস ৫জি ফোনটির ফিচারের সাথে মিল আছে গত বছর লঞ্চ হওয়া ওপ্পো এ৯৩ ৫জি-এর। এই ফোনে ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস পাঞ্চ-হোল ডিসপ্লে দেখা যাবে, যার স্ক্রিন রেজোলিউশন ১০৮০×২৪০০ পিক্সেল, রিফ্রেশ রেট ৯০ হার্টজ, ব্রাইটনেস ৬০০ নিটস। আবার ওপ্পো এ৯৩ এস ৫জি ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ চিপসেট। ফোনটি ৮ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি ইনবিল্ট স্টোরেজ সহ পাওয়া যাবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক কালারওএস ১১.১ কাস্টম ওএস-এ চলবে।

ফটো বা ভিডিওগ্রাফির ক্ষেত্রে, এই Oppo A93s 5G ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল, ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেলের পোট্রের্ট সেন্সর এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। অন্যদিকে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এটিতে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

পাওয়ার ব্যাকআপের জন্য Oppo A93s 5G ফোনে রয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যার সাথে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আবার গেম প্রেমীদের ব্যবহারের জন্য ফোনটিতে ফাইভ ফোল্ড থ্রি ডাইমেনশনাল হিট ডিসিপেটেশন সিস্টেম রয়েছে। সাথে সিকিউরিটির জন্য পাওয়া যাবে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস আনলক ফিচার।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন