দারুণ ক্যামেরা নিয়ে Samsung Galaxy S23 FE-র লঞ্চ শীঘ্রই, কিন্তু ফ্যানেরা হতাশ, কেন?

স্যামসাং (Samsung) গত বছর জানুয়ারিতে তাদের S-সিরিজের FE ব্র্যান্ডিংয়ের নতুন ফোন লঞ্চ করেছিল। তবে সাম্প্রতিক রিপোর্ট দাবি করছে, দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি পরবর্তী প্রজন্মের Galaxy S23 FE মডেলটি বাজারে আনার জন্য প্রস্তুতি নিচ্ছে। এটি সম্ভবত চলতি বছরের চতুর্থ ত্রৈমাসিকে লঞ্চ হবে। ইতিমধ্যেই বিভিন্ন সূত্র মারফৎ ডিভাইসটির একাধিক তথ্য সামনে এসেছে। Galaxy S23 FE ফোনে Exynos 2200 প্রসেসের ব্যবহার বলে জল্পনা চলছে, যা পূর্বে আগে Galaxy S22 সিরিজে দেওয়া হয়েছে। কিন্তু দুর্বল পারফরম্যান্সের জন্য সমালোচনায় পড়তে হয়েছিল চিপটিকে। তাই পরে এটি সেভাবে সংস্থার অন্য কোনও মডেলে দেখা যায়নি। তবে Samsung Galaxy S23 FE-তে এই চিপসেটের অন্তর্ভুক্তি নিয়ে যে আশঙ্কা ছিল, তা এখন এই ফোনটির গিকবেঞ্চ (Geekbench) লিস্টিং থেকে একপ্রকার সত্য বলে প্রমাণিত হয়েছে।

Samsung Galaxy S23 FE হাজির Geekbench ডেটাবেসে

SM-711B মডেল নম্বর সহ স্যামসাং গ্যালাক্সি এস২৩ এফই গিকবেঞ্চ ৬-এর প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছে, যা অনেকগুলি তথ্য প্রকাশ করেছে। এতে অ্যান্ড্রয়েড ১৩ ওএস এবং ৮ জিবি ফিজিক্যাল র‍্যাম থাকবে বলে জানা গেছে। এই স্যামসাং হ্যান্ডসেটে ১.৮২ গিগাহার্টজ বেস ক্লক স্পিড এবং ২.৮০ গিগাহার্টজের বুস্ট ক্লক স্পিডের একটি অক্টা-কোর প্রসেসর থাকবে। s5e9925 কোড নম্বরের মাদারবোর্ড এবং স্যামসাং এক্সক্লিপস ৯২০ জিপিইউ নিঃসন্দেহে ইঙ্গিত করছে যে, এটি আসলে এক্সিনস ২২০০ চিপসেট।

যদিও, এক্সিনস ২২০০ প্রাথমিকভাবে ফ্ল্যাগশিপ স্যামসাং গ্যালাক্সি এস২২ সিরিজের সাথে উন্মোচন করা হয়েছিল, তবে এটি গতবছরের কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ চিপসেটের প্রতিদ্বন্দ্বী হিসাবে গ্রাহকদের প্রত্যাশাপূরণ করতে অক্ষম হয়। গ্যালাক্সি এস২১ এফই-তে থাকা পূর্বসূরি এক্সিনস ২১০০-এর তুলনায় এর সিপিইউ পারফরম্যান্স মাত্র ৫% বৃদ্ধি পেয়েছে। এছাড়া, এক্সিনস ২২০০ প্রায় ১৫% উন্নত জিপিইউ পারফরম্যান্স অফার করে।

Samsung Galaxy S23 FE: স্পেসিফিকেশন (সম্ভাব্য)

জল্পনা চলছে, Samsung Galaxy S23 FE-তে মসৃণ ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৪ ইঞ্চির ফুলএইচডি+ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে। এটি ৬ জিবি/৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি/২৫৬ জিবি স্টোরেজ সহ বিভিন্ন মেমরি অপশনে পাওয়া যাবে। Galaxy S23 FE মডেলটি ৪,৫০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফটোগ্রাফির ক্ষেত্রে দেখা যাবে বড় আপগ্রেড। কারণ Galaxy S21 FE-তে থাকা ১২ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার পরিবর্তে হাই-রেজোলিউশনের ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা অবস্থান করবে এতে।