বৈদ্যুতিক গাড়ি চার্জ দেওয়ার জন্য ২০,০০০ চার্জিং স্টেশন তৈরি করছে Hero Electric

বর্তমানে দেশে পরিবেশবান্ধব গাড়ির বিক্রির ক্ষেত্রে প্রধান অন্তরায় হল অপর্যাপ্ত চার্জিং স্টেশন। মাঝ রাস্তায় গাড়ির চার্জ শেষ হয়ে গেলে কোথায় চার্জ করানো যাবে সে কথা ভেবে অনেকেই বৈদ্যুতিক গাড়ি কিনতে পিছপা হন। মানুষের এই সমস্যার সমাধানের পাশাপাশি বৈদ্যুতিক গাড়িকে জনপ্রিয় করে তোলার লক্ষ্যে ইতিমধ্যেই কয়েকটি সংস্থা দেশে চার্জিং স্টেশন তৈরী করার কথা ইতিমধ্যেই ঘোষণা করেছে। এবার সেই একই পথে হাঁটতে চলেছে দেশের অন্যতম বৈদ্যুতিক বাইক প্রস্তুতকারী সংস্থা Hero Electric। আগামী বছর অর্থাৎ ২০২২ এর মধ্যেই দেশে ২০,০০০ চার্জিং স্টেশন তৈরীর লক্ষ্যমাত্রার কথা জানাল সংস্থাটি।

Massive Mobility এর সাথে হাত মেলালো Hero Electric

এই লক্ষ্য পূরণের উদ্দেশ্যে দিল্লির সংস্থা ম্যাসিভ মোবিলিটি (Massive Mobility)-র সাথে জোট বেঁধেছে হিরো ইলেকট্রিক। মানুষকে সুরাহা দেওয়ার লক্ষ্যেই আগামী এক বছরের মধ্যে ১০,০০০ এন্ড টু এন্ড চার্জিং স্টেশন তৈরি করবে তারা। যদিও ইতিমধ্যেই ১,৬৫০টি চার্জিং স্টেশন তৈরি করা হয়েছে এবং আগামী ২০২২ এর মধ্যে ২০,০০০ টি চার্জিং স্টেশন তৈরি করা হবে বলে ঘোষণা করা হয়েছে। তবে চার্জিং স্টেশনগুলোতে যেকোনো প্রকারের বৈদ্যুতিক গাড়িই যাতে চার্জ করানো যায় তার ব্যবস্থাও করা হবে বলে জানিয়েছে হিরো।

এ বিষয়ে সংস্থার সিইও সোহিন্দার গিল বলেছেন, “সম্প্রতি ভারত সরকারের ঘোষণা গত কয়েক মাসে বৈদ্যুতিক গাড়ির শিল্পকে পরবর্তী পর্যায়ে পৌঁছাতে সাহায্য করেছে। এক্ষেত্রে নতুন পদক্ষেপ গ্রহণ, চার্জিং পয়েন্ট তৈরি এবং কারিগরিবিদ্যার প্রশিক্ষণের মাধ্যমে ইকোসিস্টেম গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। বৈদ্যুতিক গাড়ি সেগমেন্টের প্রবর্তক হিসেবে চার্জিং পরিকাঠামোর উন্নতিসাধন ও কম খরচের চার্জিং স্টেশন তৈরিতে হিরো বিনিয়োগ করে চলেছে। দেশে এখনো পর্যন্ত ১৬৫০ টি চার্জিং স্টেশন তৈরি করা হলেও ২০২২ এর মধ্যে ২০,০০০ টি চার্জিং স্টেশন তৈরীর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ম্যাসিভ মোবিলিটির সাথে জোট আমাদের লক্ষ্য পূরণে সাহায্য করবে। তবে এতে যে শুধু হিরো কোম্পানি লাভবান হবে তাই নয় বরং সমগ্র শিল্পেরও উন্নতি হবে।”

প্রসঙ্গত, দুই এবং তিন চাকার বৈদ্যুতিক গাড়ির চার্জিং সলিউশন দেওয়ার লক্ষ্যে একটি স্মার্ট কানেক্টেড নেটওয়ার্ক ডিজাইনিং এর কাজ করে চলেছে দিল্লির সংস্থা Massive Mobility। এদের Cloud-Based সলিউশন এর মাধ্যমে চার্জিং পয়েন্ট নির্মাতাদের থেকে মানুষ যাতে পার্কিং এবং চার্জিং এর সুবিধা পায় সেই ব্যবস্থা করে সংস্থাটি। বৈদ্যুতিক গাড়ি ব্যবহারকারীদের ঝঞ্ঝাটহীন চার্জিং এর অভিজ্ঞতা দিতে সংস্থাটি এ সংক্রান্ত বিভিন্ন হার্ডওয়্যার ও সফটওয়্যার তৈরি করে থাকে।

উল্লেখ্য, গতকালই ইলেকট্রিক ভেহিকেল (ইভি) চার্জিং স্টেশন ও ব্যাটারি সোয়াইপিং পরিকাঠামো প্রস্তুতকারী সংস্থা, ইভিআরভি এবং স্মার্ট পাকিং সলিউশনস ব্র্যান্ড, পার্ক+ যৌথভাবে আগামী দু’বছরের মধ্যে দেশজুড়ে ১০,০০০ ইভি চার্জিং স্টেশন তৈরি করার কথা ঘোষণা করেছিল।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন