চার্জ শেষ হওয়ার চিন্তা নেই, কিনবেন নাকি সস্তা EVM EnBuds ANC ইয়ারফোন?

মুম্বই ভিত্তিক ইলেকট্রনিক ব্র্যান্ড EVM ভারতীয় বাজারে নিয়ে এলো তাদের নতুন অডিও প্রোডাক্ট, যার নাম EnBuds ANC। এতে রয়েছে ৩০ ডেসিবেল নয়েজ ক্যান্সেলিং ফিচার, ১৩ এমএম ড্রাইভার এবং ৪৫ ঘন্টার দীর্ঘ ব্যাটারি লাইফ। চলুন দেখে নেওয়া যাক নতুন EVM EnBuds ANC ইয়ারবাডের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

EVM EnBuds ANC- এর দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে নতুন EVM EnBuds ANC ইয়ারফোনের দাম ধার্য করা হয়েছে ৩,৯৯৯ টাকা। তবে ই- কমার্স সাইট অ্যামাজনে এখন এটি পাওয়া যাচ্ছে ১,৮৯৯ টাকায়। ইয়ারফোনটি হোয়াইট এবং ব্লু কালার অপশন এসেছে। এর সাথে ক্রেতারা পাবেন এক বছরের ওয়্যারেন্টি।

EVM EnBuds ANC- এর স্পেসিফিকেশন ও ফিচার

নবাগত EVM EnBuds ANC ইয়ারফোনটি গ্লসি ফিনিসের সাথে স্লিক ডিজাইনে এসেছে। আর এতে রয়েছে ১৩ এমএম ড্রাইভার, যা শক্তিশালী বেস এবং স্বচ্ছ স্টেরিও সাউন্ড অফার করবে। আবার ইয়ারফোনটিতে উন্নতমানের অডিও কোডিং টেকনোলজি উপলব্ধ।

এদিকে হেয়ারেবলটির সবচেয়ে আকর্ষণীয় ফিচার হল অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন, যা বাইরের আওয়াজকে ৩০ ডেসিবেল পর্যন্ত কমাতে সক্ষম। উপরন্তু ইয়ারফোনটিতে রয়েছে ট্রান্সপারেন্সি মোড, যা বাইরের আওয়াজ এড়িয়ে ব্যবহারকারীকে পরিষ্কার আওয়াজ শুনতে সাহায্য করবে। এমনকি অডিও ডিভাইসটিতে কোয়াড মাইক ইএনসি টেকনোলজি বর্তমান।

এখানেই শেষ নয়! নতুন এই ইয়ারফোনে থাকছে টাচ সেন্সেটিভ সেন্সর। তাই স্পর্শের মাধ্যমে ইয়ারফোনটি নিয়ন্ত্রণ করা সম্ভব। তদুপরি নয়া ইয়ারফোনে সিরি এবং গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট করবে। এমনকি এতে রয়েছে ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি এবং ইনস্টা কানেক্ট টেকনোলজি।

এবার আসা যাক EVM EnBuds ANC ইয়ারফোনের ব্যাটারি প্রসঙ্গে। সংস্থার মতে, একবার চার্জে এর প্রত্যেকটি ইয়ারবাড ১১ ঘণ্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক টাইম অফার করতে সক্ষম। আবার চার্জিং কেস সমেত ইয়ারফোনটি ৪৫ ঘন্টা পর্যন্ত চলবে। আর ফাস্ট চার্জিং সাপোর্ট করায় এক ঘন্টায় এটি পুরোপুরি চার্জ হয়ে যাবে। সর্বোপরি জল ও ঘাম থেকে সুরক্ষা দেওয়ার জন্য এতে দেওয়া হয়েছে IPX4 রেটিং।