দাম বাড়লো Hero Maestro Edge 110, Destiny 125 ও Pleasure Plus স্কুটারের

গতবছরই Hero জানিয়েছিল যে, আগামীবছরের জানুয়ারি থেকে তারা তাদের বাইক ও স্কুটারের দাম বাড়াবে। সেইমতো Xtreme সিরিজের বাইকগুলির নতুন দাম ইতিমধ্যেই সামনে এসেছে। এবার Hero তাদের বেশ কয়েকটি স্কুটার, Maestro Edge 110, Destiny 125, এবং Pleasure Plus-এর দাম বাড়ানোর কথা ঘোষণা করেছে। তবে বেশ অবাক করেই Maestro Edge 125-এর দাম সংস্থাটি অপরিবর্তিত রেখেছে৷ আসুন মডেল অনুযায়ী নতুন দামে (এক্স-শোরুম, দিল্লি) এবার চোখ রাখা যাক৷

Hero Maestro Edge 110

Maestro Edge 110, VX ও ZX ভ্যারিয়েন্টে ভারতীয় বাজারে উপলব্ধ। ১,৫০০ টাকা করে বেড়ে এর VX মডেলের নতুন দাম হয়েছে ৬১,৯৫০ টাকা ও ZX মডেলের নতুন দাম ৬৩,৪৫০ টাকা ধার্য করা হয়েছে।

Hero Destiny 125

Destiny 125 দুটি মডেলে বাজারে কেনা যায়- Sheet Metal Wheels ও Alloy Wheels। ৬৫০ টাকা বেড়ে Destiny 125 ( Sheet Metal Wheels)-এর নতুন দাম হয়েছে ৬৬,৯৬০ টাকা। অপরদিকে এর Alloy Wheels-এর দাম ৭৫০ টাকা বেড়ে হয়েছে ৭০,৪৫০ টাকা।

Hero Pleasure Plus

৫০০ টাকা বেড়ে Hero Pleasure Plus-এর LX ভ্যারিয়েন্টের দাম হয়েছে ৫৭,৩০০ টাকা। অন্যদিকে এর VX ও ZX ভ্যারিয়েন্টের দাম ১০০০ টাকা বাড়িয়ে যথাক্রমে ৫৯,৯৫০ ও ৬১,৯৫০ টাকা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *