৫০০ টাকারও কমে মিলবে ৩ মাসের ভ্যালিডিটি ও রোজ ২ জিবি ডেটা! অগ্নিমূল্য বাজারে ভরসার আর এক নাম BSNL

এই চরম মূল্যবৃদ্ধির যুগে আর কিছু সস্তায় পাওয়া যাক বা না যাক, প্রিপেইড রিচার্জ প্ল্যান কিন্তু পাওয়া যাবেই; আর ইউজারদের এই গ্যারান্টি দিচ্ছে সরকারি মালিকানাধীন টেলিকম কোম্পানি ভারত সঞ্চার নিগম লিমিটেড বা BSNL (বিএসএনএল)। সংস্থাটি বরাবরই দেশের অন্যান্য বেসরকারি টেলিকম কোম্পানিগুলির (Reliance Jio, Airtel এবং Vodafone Idea বা Vi) চাইতে অনেকটাই সস্তায় অথচ অতিরিক্ত বেনিফিটসমেত একাধিক রিচার্জ প্ল্যান অফার করে থাকে। তবে বর্তমানে অগ্নিমূল্য বাজারে প্রত্যেকটা জিনিসের দামই যখন আকাশছোঁয়া, এমত পরিস্থিতিতেও BSNL-এর ঝুলিতে একগুচ্ছ সাশ্রয়ী মূল্যের রিচার্জ প্ল্যান মজুত রয়েছে – যেগুলির কাছে অন্যান্য সংস্থার প্রিপেইড প্ল্যান কোনো পাত্তাই পাবে না।

সেক্ষেত্রে আপনি যদি বিএসএনএলের গ্রাহক হন, তাহলে আমাদের আজকের এই প্রতিবেদনটি আপনার বিশেষভাবে কাজে আসবে। কারণ আজ আমরা ৫০০ টাকার কমে উপলব্ধ বিএসএনএলের সেরা চারটি রিচার্জ প্ল্যানের কথা আপনাদেরকে জানাতে চলেছি, যেগুলিতে আনলিমিটেড ভয়েস কলিং, পর্যাপ্ত পরিমাণে ডেটা, এসএমএসসহ বেশ কিছু এক্সট্রা বেনিফিট মিলবে। এই প্ল্যানগুলি এতটাই লাভজনক যে অফারের নিরিখে এরা বেসরকারি টেলিকম কোম্পানিগুলির একাধিক প্ল্যানকে অনায়াসে ঘায়েল করতে পারে। তাহলে চলুন, প্ল্যানগুলির সম্পর্কে একটু বিশদে জেনে নেওয়া যাক।

BSNL STV 399:

৩৯৯ টাকার এই প্ল্যানে ব্যবহারকারীদের প্রতিদিন ১ জিবি করে ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং রোজ ১০০টি এসএমএস করার সুবিধা দেওয়া হয়। এছাড়া, এক্সট্রা বেনিফিট হিসেবে ইউজাররা BSNL Tunes এবং Lokdhun কনটেন্টের অ্যাক্সেস পাবেন। এই প্ল্যানের ভ্যালিডিটি ৮০ দিন।

BSNL STV 429:

৪২৯ টাকা মূল্যের এই প্ল্যানের ভ্যালিডিটি ৮১ দিন। এই প্ল্যানে দৈনিক ১ জিবি ডেটা, রোজ ১০০টি এসএমএস এবং আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা মিলবে। উপরন্তু, এই প্ল্যান মারফত Eros Now এন্টারটেইনমেন্ট সার্ভিসের অ্যাক্সেস পাবেন ইউজাররা।

BSNL-এর ৪৪৭ টাকার প্ল্যান:

বিএসএনএলের ৪৪৭ টাকার প্ল্যানে ৬০ দিনের মেয়াদে মোট ১০০ জিবি ডেটা পাওয়া যাবে। সেক্ষেত্রে ডেটা লিমিট শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পিড কমে ৮০ কেবিপিএসে নেমে আসবে। এছাড়া, এই প্ল্যানটি রিচার্জ করলে রোজ ১০০টি এসএমএস করার পাশাপাশি আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধাও মিলবে। উপরন্তু, এক্সট্রা বেনিফিট হিসেবে এই প্ল্যান মারফত ব্যবহারকারীরা বিনামূল্যে BSNL Tunes এবং Eros Now-এর সাবস্ক্রিপশন পাবেন।

BSNL-এর ৪৯৯ টাকার প্ল্যান:

এই প্ল্যানে প্রতিদিন ২ জিবি করে ডেটা ব্যবহারের সুবিধা রয়েছে এবং নির্ধারিত ডেটা লিমিট শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পিড কমে ৮০ কেবিপিএস হয়ে যাবে। এর পাশাপাশি ৩ মাসের ভ্যালিডিটিসম্পন্ন এই প্ল্যানটিতে ইউজারদের প্রতিদিন ১০০টি করে এসএমএস এবং আনলিমিটেড ভয়েস কল করার সুযোগ দেওয়া হয়েছে। তবে এই প্ল্যানে কোনো ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন পাওয়া যাবে না।