ফাটাফাটি লুকের সাথে পাওয়ারফুল ইঞ্জিন, সস্তায় Tata, Hyundai এর সেরা 4 এসইউভি

একটা সময় এসইউভি সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে থাকায় জনপ্রিয়তার শিখরে উঠেছিল হ্যাচব্যাক গাড়ি। কিন্তু চাকার একদিক যেমন চিরকাল নিচে থাকে না তেমনভাবেই সময়ের নৌকায় পাড়ি দিয়ে বদলেছে মানুষজনের পছন্দ। সাম্প্রতিককালে তাই কম বাজেটের এসইউভি কেনার দিকে গ্রাহকদের ঝোঁক বেড়েছে অনেকটাই। এমনকি হালে এসইউভিকে আরও বেশি করে মধ্যবিত্তের নাগালে আনতে মাইক্রো কিংবা কম্প্যাক্ট টাইপের এসইউভি লঞ্চ করেছে বিভিন্ন সংস্থা। স্বল্প খরচে স্বপ্নের সাধ পূরণ করতে মাত্র ৭ লাখ টাকার মধ্যেই আপনার গ্যারেজে আনতে পারেন আস্ত একটি ঝাঁ চকচকে এমন গাড়ি।

Tata Punch

আজকের তালিকায় শুরুতেই রয়েছে টাটার মাইক্রো এসইউভি পাঞ্চ। সবচেয়ে বড় বিষয় হলো এই গাড়িটির দাম শুরু হয়েছে ৫.৯৯ লাখ টাকা থেকে, যা প্রতিযোগিতার বাজারে যথেষ্ট আকর্ষণীয়। কম্প্যাক্ট সাইজ হওয়া সত্বেও পাঞ্চ যথেষ্ট বড় কেবিন এবং ৩৬৬ লিটারের বুট স্পেস অফার করে, যা শহরাঞ্চলে নিত্যদিনের যাতায়াত হোক কিংবা সপ্তাহ শেষের লম্বা ট্যুর সবকিছুর জন্যই পারফেক্ট। টাটা মোটরস একটাই ইঞ্জিন অপশন রাখলেও সাথে ফাইভ স্পিড ম্যানুয়াল এবং ফাইল স্পিড অটোমেটিক ট্রান্সমিশনের বিকল্প দিয়েছে। ৭ ইঞ্চির টাচ স্ক্রিন যুক্ত ইনফোটেনমেন্ট সিস্টেম, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল এবং রিয়ার পার্কিং সেন্সরের মত ফিচার মিলবে এই গাড়িতে।

Nissan Magnite

টাটা পাঞ্চের মতোই ৫.৯৯ লাখ টাকায় (এক্স শোরুম) ঘরে আনতে পারেন আরো একটি স্বল্প বাজেটের এসইউভি নিসান ম্যাগনাইট। যদিও এটির মধ্যে দুই ধরনের ইঞ্জিন উপলব্ধ রয়েছে- প্রথমটি ১.০ লিটারের সাধারণ পেট্রোল ইঞ্জিন আর অন্যটি শক্তিশালী ১.০ লিটারের টার্বো চার্জড পেট্রল ইঞ্জিন। ম্যাগনাইট এর বাইরের ডিজাইন অনেক বেশি স্টাইলিশ এবং নজর কাড়তে সক্ষম। এর আকর্ষণ আরও বৃদ্ধি করেছে এলইডি প্রজেক্টর হেডল্যাম্প এবং ক্রোমের কাজ যুক্ত গ্রিল। অন্দরমহলে প্রশস্ত কেবিন এর সাথে ৩৩৬ লিটারের বুট স্পেস আক্ষরিক অর্থেই প্রশংসার দাবি রাখে।

Renault Kiger

তৃতীয় স্থানে থাকা রেনো কিগার কম্প্যাক্ট এসইউভির দাম শুরু হচ্ছে ৬.৪৯ লাখ টাকা থেকে (এক্স শোরুম)। কিগার এর বাইরে স্পোর্টি ডিজাইনের বডি প্যানেলের সঙ্গে এলইডি হেডল্যাম্প এবং চিত্তাকর্ষক ১৬ ইঞ্চির অ্যালয় হুইল দেওয়া হয়েছে। গ্রাহকদের জন্য দুই ধরনের ইঞ্জিন অপশন হিসেবে থাকছে – ১.০ লিটারের সাধারণ পেট্রোল ইঞ্জিন আর ১.০ লিটারের টার্বো পেট্রল ইঞ্জিন। স্বাভাবিকভাবেই দ্বিতীয় অপশন থেকে বেশি পারফরম্যান্স পাবেন গ্রাহকরা। তাছাড়াও ৪০৫ লিটারের বুট স্পেস, ৮ ইঞ্চির টাচ স্ক্রিন যুক্ত ইনফোটেনমেন্ট সিস্টেম রেনো কিগারকে প্রতিযোগিতায় অনেকটাই এগিয়ে রাখে।

Hyundai Exter

Hyundai Exter জুলাইয়ে লঞ্চ হতে চলেছে। পাঁচটি ভ্যারিয়েন্টে কিনতে পাওয়া যাবে – EX, S, SX, SX(O) এবং SX (O) Connect। তিনটি ডুয়েল টোন এবং ছ’টি সিঙ্গেল টোন মিলিয়ে ন’টি কালার স্কিম থাকছে। ১.২ লিটারের পেট্রোল ইঞ্জিনের সঙ্গে গ্রাহকরা ফাইভ স্পিড ম্যানুয়াল এবং স্মার্ট অটো ট্রান্সমিশনের মধ্যে থেকে বেছে নিতে পারবেন। গাড়িটির আনুমানিক দাম হবে ৬.৫০ লাখ টাকার আশেপাশে। সেই কারণেই উপরের তিনটে গাড়ি নিয়ে যদি আপনার কোনো আপত্তি থাকে তবে অবশ্যই হুন্ডাই এক্সটার এর লঞ্চ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারেন।