OnePlus 10 Pro নিয়ে প্রতীক্ষা শেষ, ভারতে আসছে এই দিন, কত দাম রাখা হবে জেনে নিন

গত জানুয়ারিতে Snapdragon 8 Gen 1 চিপসেট দ্বারা চালিত OnePlus 10 Pro ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি চীনে লঞ্চ হয়। এরপর এই ডিভাইসটি একটি বসন্তকালীন লঞ্চ ইভেন্টে গ্লোবাল মার্কেটেও উন্মোচিত হবে বলে নিশ্চিত করা হয়েছে। অন্যদিকে, ভারতে দোলের সময় এই ফোনটির ওপর থেকে পর্দা সরানো হবে বলে জল্পনা শোনা যাচ্ছে, কিন্তু চীনা সংস্থাটি এদেশে OnePlus 10 Pro-এর লঞ্চের নির্দিষ্ট তারিখটি এখনও প্রকাশ করেনি। তবে এখন এক পরিচিত টিপস্টার ভারতীয় বাজারে ওয়ানপ্লাসের এই আপকামিং ফ্ল্যাগশিপ ডিভাইসটির লঞ্চের তারিখটি সামনে এনেছেন।

OnePlus 10 Pro ভারতে আসছে এমাসের শেষেই

টিপস্টার যোগেশ ব্রার (Yogesh Brar) তার একটি টুইটে দাবি করেছেন, ওয়ানপ্লাস শীঘ্রই ভারতে ওয়ানপ্লাস ১০ প্রো ফোনের টিজার প্রকাশ করে প্রচার করা শুরু করবে এবং ডিভাইসটি আগামী ২২ মার্চ কিংবা ২৪ মার্চ লঞ্চ হবে। এই‌ দাবি যদি সত্যি হয় তাহলে প্রিমিয়াম স্মার্টফোনটির আগমনের জন্য এদেশের ওয়ানপ্লাস অনুরাগীদের আর বেশিদিন অপেক্ষা করতে হবে না।

এদিকে ভারতে ওয়ানপ্লাস ১০ প্রো হ্যান্ডসেটটির কত দাম হবে সেই সম্পর্কে সংস্থা কিছু না জানালেও, যোগেশ ব্রার বলেছেন যে, ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসেবে এর মূল্য খুব একটা বেশি রাখা হবে না। ওয়ানপ্লাস ১০ প্রো-এর দাম প্রায় ৬০,০০০ টাকার মধ্যেই থাকবে বলে অনুমান। তুলনামূলকভাবে বিচার করলে, নতুন লঞ্চ হওয়া আইকো ৯ প্রো মডেলটিও প্রায় একই ধরনের স্পেসিফিকেশনের সাথে ভারতের বাজারে এসেছে, তবে এর দাম রাখা হয়েছে ৬৯,৯৯০ টাকা, যা আপকামিং ওয়ানপ্লাস ফোনটির প্রত্যাশিত দামের থেকে বেশ কিছুটা বেশি। অন্যদিকে, মোটোরলা এজ ৩০ প্রো মডেলে আবার একই ধরনের স্পেসিফিকেশন রয়েছে, তবে বাজারে এর দাম ৫০,০০০ টাকা। সুতরাং আশা করা যায়, আসন্ন ওয়ানপ্লাস ১০ প্রো-এর দাম বর্তমান বাজারের অবস্থা অনুযায়ী হবে।

ওয়ানপ্লাস ১০ প্রো-এর স্পেসিফিকেশন (OnePlus 10 Pro Specifications)

যেহেতু ওয়ানপ্লাস ১০ প্রো ইতিমধ্যেই চীনের বাজারে লঞ্চ হয়েছে তাই এর সকল স্পেসিফিকেশনগুলি আগেই প্রকাশ্যে এসেছে। এই ফোনটি ১ হার্টজ থেকে ১২০ হার্টজ পর্যন্ত পরিবর্তনশীল রিফ্রেশ রেট সহ ৬.৭ ইঞ্চির LTPO AMOLED স্ক্রিন অফার করে। এই স্ক্রিনটির রেজোলিউশন ৩,২১৬ x ১,৪৪০ পিক্সেল এবং এতে গরিলা গ্লাস ভিকটাসের সুরক্ষা রয়েছে। এই ডিভাইসে ব্যবহার করা হয়েছে লেটেস্ট কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর এবং এতে সর্বাধিক ১২ জিবি এলপিডিডিআর৫ র‍্যাম এবং ২৫৬ জিবি ইউএফএস ৩.১অভ্যন্তরীণ স্টোরেজ মিলবে।

OnePlus 10 Pro- এর ব্যাক প্যানেলে বিখ্যাত ক্যামেরা সেন্সর প্রস্তুতকারী সংস্থা হাসেলব্লাড (Hasselblad)- এর টিউন করা ট্রিপল ক্যামেরা সিস্টেম দেওয়া হয়েছে, যার মধ্যে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৪৮ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৭৮৯ সেন্সর, ১৫০ ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ সহ ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ওআইএস (OIS) ও ৩.৩× অপটিক্যাল জুম সহ একটি ৮ মেগাপিক্সেলের টেলিফটো সেন্সর অন্তর্ভুক্ত রয়েছে৷ ফোনের সামনে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য একটি ৩২ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৬১৫ সেলফি শুটার বর্তমান। সর্বোপরি পাওয়ার ব্যাকআপের জন্য, OnePlus 10 Pro- এ শক্তিশালী ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ওয়াট সুপারভোক এবং ৫০ ওয়াট এয়ারভোক ফাস্ট চার্জিং প্রযুক্তি দেওয়া হয়েছে। আবার এটিতে রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্টও পাওয়া যাবে।