সুখবর! ৩০শে সেপ্টেম্বর অব্দি Honda-র এই গাড়িগুলির ওপর পাওয়া যাবে ৬০ হাজার টাকা পর্যন্ত ছাড়

আপনি যদি এই মাসে একটি চার চাকা গাড়ি কিনবেন বলে ভেবে থাকেন, তবে এটাই আপনার জন্য আদর্শ সময়। কারণ জনপ্রিয় জাপানী কোম্পানি Honda, তাঁদের বিভিন্ন গাড়ির ওপরে একগুচ্ছ অফার ঘোষণা করেছে। অফারের সমসীমা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। নূন্যতম ১৮,০০০ টাকা থেকে ৫৭,০৪৪ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে Honda Amaze, Honda City, Honda Jazz, Honda WR-V গাড়ির বিভিন্ন মডেলের ওপর। মনে রাখবেন, জায়গা অনুযায়ী অফারের তারতম্য হতে পারে। আপনার নিকটবর্তী হোন্ডা ডিলারের সাথে এ ব্যাপারে প্রথমে কথা বলে নেবেন।

Honda Amaze (সমস্ত গ্রেড)

এই গাড়িটির ওপর মোট ১৮,০০০ টাকা ছাড় পাওয়া যাবে। যার মধ্যে আছে কাস্টমার লয়্যালিটি বোনাস ৫,০০০ টাকা, কার এক্সচেঞ্জ বোনাস ৯,০০০ টাকা ও কর্পোরেট বোনাস ৪,০০০ টাকা।

Honda City (৪র্থ প্রজন্ম)

এই গাড়িটি সর্বোচ্চ ২২,০০০ টাকা ছাড়ে কিনে নেওয়া যাবে। সেক্ষেত্রে কাস্টমার লয়্যালিটি বোনাস পাওয়া যাবে ৫,০০০ টাকা, কার এক্সচেঞ্জ বোনাস ৯,০০০ টাকা ও কর্পোরেট বোনাস ৮,০০০ টাকা।

Honda City (৫ম প্রজন্ম, পেট্রোল)

এই গাড়িটির ওপর মোট ৩৭,৭০৮ টাকা ছাড় পাওয়া যাবে। যার মধ্যে আছে ক্যাশ ডিসকাউন্ট ১০,০০০ টাকা বা এফওসি পাওয়া যাবে ১০,৭০৮ টাকা। এছাড়া কার এক্সচেঞ্জ বোনাস ৯,০০০ টাকা ও কর্পোরেট বোনাস ৮,০০০ টাকা, লয়্যালিটি বোনাস ৫,০০০ টাকা ও কার এক্সচেঞ্জ ডিসকাউন্ট হিসেবে ৫,০০০ টাকা ছাড় মিলবে।

Honda Jazz (পেট্রোল)

৩৯,৯৪৭ টাকা পর্যন্ত ছাড়ে কেনা যাবে হোন্ডা জাজ। যার মধ্যে আছে ক্যাশ ডিসকাউন্ট ১০,০০০ টাকা বা এফওসি পাওয়া যাবে ১১,৯৪৭ টাকা। এছাড়া কার এক্সচেঞ্জ বোনাস ৯,০০০ টাকা, কর্পোরেট বোনাস ৪,০০০ টাকা, লয়্যালিটি বোনাস ৫,০০০ টাকা ও কার এক্সচেঞ্জ ডিসকাউন্ট হিসেবে ১০,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।

Honda WR-V (পেট্রোল)

সর্বোচ্চ ৩৯,৯৯৮ টাকা ছাড়ে কেনা যাবে হোন্ডা ডব্লুআর-ফাইভ। যার মধ্যে আছে ক্যাশ ডিসকাউন্ট ১০,০০০ টাকা বা এফওসি পাওয়া যাবে ১১,৯৯৮ টাকা। এছাড়া কার এক্সচেঞ্জ বোনাস ৯,০০০ টাকা, কর্পোরেট বোনাস ৪,০০০ টাকা, লয়্যালিটি বোনাস ৫,০০০ টাকা ও কার এক্সচেঞ্জ ডিসকাউন্ট হিসেবে ১০,০০০ টাকা ছাড় পাওয়া যাবে।

Honda Amaze (ভিএমটি ও ভিএক্সএমটি পেট্রোল)

মোট ছাড় পাওয়া যাবে ৩৩,৯৯৮ টাকা। যার মধ্যে আছে ক্যাশ ডিসকাউন্ট ৫,০০০ টাকা বা এফওসি পাওয়া যাবে ৫,৯৯৮ টাকা। এছাড়া কার এক্সচেঞ্জ বোনাস ৯,০০০ টাকা ও কর্পোরেট বোনাস ৪,০০০ টাকা, লয়্যালিটি বোনাস ও কার এক্সচেঞ্জ ডিসকাউন্ট হিসেবে ১০,০০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ডিসকাউন্ট পাওয়া যাবে।

Honda Amaze (এসএমটি পেট্রোল)

এই গাড়ির ওপর মোট ডিসকাউন্ট পাওয়া যাবে ৫৭,০৪৪ টাকা। যার মধ্যে আছে ক্যাশ ডিসকাউন্ট ২০,০০০ টাকা বা এফওসি পাওয়া যাবে ২৪,০৪৪ টাকা। এছাড়া কার এক্সচেঞ্জ বোনাস ১৫,০০০ টাকা ও কর্পোরেট বোনাস ৪,০০০ টাকা, লয়্যালিটি বোনাস ৫,০০০ টাকা ও কার এক্সচেঞ্জ ডিসকাউন্ট হিসেবে ১৫,০০০ টাকা ছাড় পাওয়া যাবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন