Realme Narzo 50A কিছুক্ষণ পরেই ভারতে লঞ্চ হচ্ছে, তার আগে দেখা গেল Geekbench-এ

আজ আর কিছুক্ষণ পর ভারতে লঞ্চ হতে চলেছে Realme Narzo 50A। ইতিমধ্যেই এই ফোনের রেন্ডার সহ ডিজাইন ফাঁস হয়েছে। এমনকি কোম্পানির তরফেও ফোনটির মুখ্য কিছু ফিচার টিজ করা হয়েছে। তবে এখন আমরা Realme Narzo 50A ফোনকে বেঞ্চমার্ক প্ল্যাটফর্ম, Geekbench-এ খুঁজে পেয়েছি। এখান থেকে ফোনটির প্রসেসর, র‌্যাম, অপারেটিং সিস্টেম সহ বিভিন্ন তথ্য সামনে এসেছে।

Realme Narzo 50A এর Geekbench লিস্টিং

গিকবেঞ্চে RMX3430 মডেল নম্বর সহ অন্তর্ভুক্ত হয়েছে রিয়েলমি নারজো ৫০এ। এই একই মডেল নম্বর সহ ফোনটি ভারতের BIS সার্টিফিকেশন সাইটের ছাড়পত্র পেয়েছিল‌। যাইহোক, বেঞ্চমার্ক প্ল্যাটফর্ম থেকে জানা গেছে, এই ফোনে মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর ব্যবহার করা হবে। ফলে ফোনটি বাজেট রেঞ্জে আসতে চলেছে।

Realme Narzo 50A Geekbench listing

এছাড়া এখানে রিয়েলমি নারজো ৫০এ কে ৪ জিবি র‌্যাম সহ দেখা গেছে। যদিও লঞ্চের সময় এর আরও র‌্যাম ভ্যারিয়েন্ট থাকবে বলে আমাদের আশা। সাথে ৬৪ জিবি/১২৮ জিবি স্টোরেজ বিকল্পে ফোনটি পাওয়া যেতে পারে। অপারেটিং সিস্টেম হিসেবে এতে অ্যান্ড্রয়েড ১১ বেসড রিয়েলমি ইউআই কাস্টম স্কিন থাকবে।

এর আগে জানা গিয়েছিল, Realme Narzo 50A ফোনে টিয়ারড্রপ নচযুক্ত ডিসপ্লে ও ট্রিপল রিয়ার ক্যামেরা দেখা যাবে। এর প্রাইমারি ক্যামেরা হতে পারে এফ/১.৮ অ্যাপারচার সহ ১৩ মেগাপিক্সেল। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য থাকতে পারে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

ফোনটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার সহ আসবে। চার্জিয়ের জন্য থাকবে ইউএসবি টাইপ সি পোর্ট। Realme Narzo 50A দুটি কালার অপশনে পাওয়া যেতে পারে- অক্সিজেন গ্রীন ও অক্সিজেন ব্লু।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন