প্রথমবার MacBook Pro M3 ও iMac M3 দুর্দান্ত অফার সহ কেনার সুযোগ, এখান থেকে অর্ডার করুন

MacBook Pro 2023 মডেলটি এদেশে ১৪-ইঞ্চি ও ১৬-ইঞ্চি ডিসপ্লে বিকল্প এবং M3 / M3 Pro / M3 Max প্রসেসর বিকল্পের সাথে এসেছে

গত ৩০শে অক্টোবর ভারতের বাজারে দুটি নতুন ডিভাইস লঞ্চ করে Apple। এগুলি হল – রিফ্রেশড MacBook Pro 2023 এবং 24-inch iMac। প্রতিশ্রুতি মতো আজ অর্থাৎ ৭ই নভেম্বর আলোচ্য ডিভাইসগুলিকে সংস্থার আধিকারিক ওয়েবসাইটের মাধ্যমে এদেশে প্রথমবার বিক্রির জন্য উপলব্ধ করে দেওয়া হল। সর্বোপরি সেল অফারের অংশ হিসাবে, ক্রেতারা নির্বাচিত ব্যাঙ্কের কার্ড ব্যবহারের ক্ষেত্রে ক্যাশব্যাক ও ইনস্ট্যান্ট ডিসকাউন্টের সুবিধা পেয়ে যাবেন। এছাড়া ট্রেড-ইন বিকল্পের লাভ ওঠাতে আরো বেশ কয়েক হাজার টাকা সাশ্রয় করা যাবে।

MacBook Pro 2023 মডেলটি এদেশে ১৪-ইঞ্চি ও ১৬-ইঞ্চি ডিসপ্লে বিকল্প এবং M3 / M3 Pro / M3 Max প্রসেসর বিকল্পের সাথে এসেছে। অন্যদিকে 24-inch iMac ডেস্কটপ পিসি একাধিক জিপিইউ এবং স্টোরেজ অপশনের সাথে পাওয়া যাবে। চলুন এবার Apple MacBook Pro 2023 এবং 24-inch iMac -এর দাম, লভ্যতা, সেল অফার, এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারে জেনে নেওয়া যাক…

Apple MacBook Pro 2023 এবং 24-inch iMac M3 এর দাম ও সেল অফার

ভারতের নয়া অ্যাপল ডিভাইস দুটি একাধিক চিপসেট ও স্টোরেজ কনফিগারেশনের সাথে লঞ্চ হয়েছে। নিচে প্রত্যেকটির দাম দেওয়া হল –

24-inch iMac M3 :

M3 প্রসেসর + ৮-কোর জিপিইউ – ১,৩৪,৯০০ টাকা (প্রারম্ভিক মূল্য)।
M3 প্রসেসর + ১০-কোর জিপিইউ + ২৫৬ জিবি স্টোরেজ – ১,৫৪,৯০০ টাকা,
M3 প্রসেসর + ১০-কোর জিপিইউ + ৫১২ জিবি স্টোরেজ – ১,৭৪,৯০০ টাকা।

ডেস্কটপ পিসি মডেলটি – ব্লু, গ্রীন, অরেঞ্জ, পিঙ্ক, পার্পেল, সিলভার এবং ইয়ালো কালার বিকল্পে লঞ্চ হয়েছে।

MacBook Pro (১৪-ইঞ্চি) :

M3 প্রসেসর + ১০-কোর জিপিইউ + ৫১২ জিবি স্টোরেজ – ১,৬৯,৯০০ টাকা,
M3 প্রসেসর + ১০-কোর জিপিইউ + ১ টেরাবাইট স্টোরেজ – ১,৮৯,৯০০ টাকা,
M3 Pro প্রসেসর + ১৪-কোর জিপিইউ – ১,৯৯,৯০০ টাকা,
M3 Pro প্রসেসর + ১৮-কোর জিপিইউ – ২,৩৯,৯০০ টাকা,
M3 Max প্রসেসর + ৩০-কোর জিপিইউ – ৩,১৯,৯০০ টাকা।

এটি – সিলভার এবং স্পেস গ্রে কালার অপশনে উপলব্ধ।

MacBook Pro (১৬-ইঞ্চি) :

M3 Pro প্রসেসর + ১৮ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ – ২,৪৯,৯০০ টাকা,
M3 Pro প্রসেসর + ৩৬ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ – ২,৮৯,৯০০ টাকা,
M3 Max প্রসেসর + ৩৬ জিবি র‍্যাম + ১ টেরাবাইট স্টোরেজ – ৩,৪৯,৯০০ টাকা,
M3 Max প্রসেসর + ৪৮ জিবি র‍্যাম + ১ টেরাবাইট স্টোরেজ – ৩,৯৯,৯০০ টাকা।

উপরিউক্ত ডিভাইস দুটির প্রত্যেকটি ভ্যারিয়েন্টকে অ্যাপলের অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি অ্যাপল স্টোর এবং অ্যাপল অনুমোদিত রিটেল স্টোরের মাধ্যমে বিক্রি করা হবে। সেল অফারের কথা বললে, নির্বাচিত ব্যাঙ্ক কার্ড ব্যবহার করে পেমেন্ট করার ক্ষেত্রে অতিরিক্ত ক্যাশব্যাক এবং ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে৷ এছাড়া গ্রাহকেরা ট্রেড-ইন বিকল্পের সুবিধাও পেয়ে যাবেন।

Apple MacBook Pro 2023 এবং 24-inch iMac M3 এর স্পেসিফিকেশন

Apple iMac ডেস্কটপ পিসি মডেলে এম৩ চিপসেট ব্যবহার করা হয়েছে। এতে ২৪-ইঞ্চির ৪.৫কে রেটিনা ডিসপ্লে রয়েছে, যা ৫০০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। আলোচ্য ডিভাইসটি ১০৮০পিক্সেল ফেসটাইম ক্যামেরা এবং ডলবি অ্যাটমস সমর্থিত ৬টি স্পীকার সিস্টেম সহ এসেছে। ম্যাকওএস সোনোমা অপারেটিং সিস্টেম চালিত Apple iMac -তে কানেক্টিভিটির জন্য – ওয়াই-ফাই ৬ই, ব্লুটুথ ৫.৩, চারটি ইউএসবি টাইপ-সি পোর্ট, দুটি থান্ডারবোল্ট পোর্ট এবং গিগাবাইট ইথারনেট পোর্ট পাওয়া যাবে।

বিপরীতে, নয়া Apple MacBook Pro 2023 মডেলটি – M3, M3 Pro এবং M3 Max প্রসেসিং চিপ সহ লঞ্চ হয়েছে। এটিকে ১৪-ইঞ্চি এবং ১৬-ইঞ্চি এই দুটি স্ক্রিন সাইজের লিকুইড রেটিনা এক্সডিআর ডিসপ্লের সাথে পাওয়া যাবে। উভয় ডিসপ্লে প্যানেলই – ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। তবে বেস মডেলটি ৬০০ নিট পিক এবং উচ্চতর ভ্যারিয়েন্টটি ১,৬০০ নিট পিক ব্রাইটনেস অফার করবে। আর এই ল্যাপটপে বায়োমেট্রিক প্রমাণীকরণের জন্য টাচ আইডি ফিচার উপলব্ধ। এটি ব্যাকলিট কী-বোর্ড সহ এসেছে। তদুপরি কানেক্টিভিটি বিকল্প হিসাবে – ওয়াই-ফাই ৬ই, ব্লুটুথ ৫.৩, থান্ডারবোল্ট ৪ / ইউএসবি ৪, SDXC কার্ড রিডার, ৩.৫মিমি হেডফোন জ্যাক এবং এইচডিএমআই পোর্ট অন্তর্ভুক্ত রয়েছে।

পাওয়ার ব্যাকআপের কথা বললে, Apple MacBook Pro 2023 -এর ১৪-ইঞ্চি এবং এম৩ চিপসেট যুক্ত মডেলটি একক চার্জে ২২ ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করে। অন্যদিকে, এম৩ প্রো এবং এম৩ ম্যাক্স চিপসেট চালিত ডিভাইসগুলি ১৮ ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ সরবরাহ করে। অন্যদিকে, এই একই ল্যাপটপের ১৬-ইঞ্চি ডিসপ্লে যুক্ত প্রত্যেকটি ভ্যারিয়েন্টই ২২ ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ প্রদানে সক্ষম। পরিশেষে Apple MacBook Pro 2023 -এর সাথে ইউজাররা ম্যাগসেফ ৩ চার্জিং প্রযুক্তির সুবিধা পেয়ে যাবেন।