মাত্র ৩৯৯ টাকায় Netflix দেখার সুযোগ, প্রিপেইডের থেকে Jio-র পোস্টপেইড গ্রাহকরা পাচ্ছে অধিক সুবিধা?

বর্তমান ‘ডিজিটাল’ জীবনে অবসর সময় কাটানোর পাশাপাশি কাজ বা ব্যস্ততার ফাঁকে একটু বিনোদনের জন্য ওটিটি (OTT) বা ওভার দ্যা টপ প্ল্যাটফর্মগুলি একাংশ মানুষই বেছে নিচ্ছেন। এই কারণেই বহু ইউজার আলাদা করে সাবস্ক্রিপশন নেওয়ার বদলে মোবাইল ফোনের রিচার্জে ডেটা, কলিং, এসএমএসের পাশাপাশি ওটিটি বেনিফিট রয়েছে কি না, তা বিচার বিবেচনা করে দেখছেন। আর এই বিষয়টিকে মাথায় রেখেই দেশের টেলিকম কোম্পানিগুলি তাদের বিভিন্ন প্ল্যানের সাথে নানা ওটিটি প্ল্যাটফর্মের ফ্রি বেনিফিট অফার করে চলেছে। কিন্তু দিন কয়েক আগেই দেশের শীর্ষস্থানীয় টেলিকম সংস্থাগুলি তাদের প্রিপেইড প্ল্যানগুলির দাম বাড়িয়েছে।এক্ষেত্রে যদি কেউ Reliance Jio (রিলায়েন্স জিও)-র প্রিপেইড গ্রাহক হন তাহলে তাদের ওটিটি বেনিফিট পেরে ন্যূনতম ৬০১ টাকা মূল্যের প্ল্যান রিচার্জ করতে হবে। বদলে মিলবে Disney+Hotstar Mobile-এর এক বছরের ফ্রি সাবস্ক্রিপশন। কিন্তু প্রিপেইড গ্রাহকদের ওটিটি বেনিফিট পেতে এত টাকা খরচ করতে হলেও, Jio-র পোস্টপেইড গ্রাহকদের খুব বেশি ব্যয় করতে হয় না। কারণ সংস্থাটি ৩৯৯ টাকা থেকে Netflix সহ অন্যান্য স্ট্রিমিং বেনিফিট দেয়। আসুন বিষয়টি সম্পর্কে একটু বিশদে জেনে নেওয়া যাক।

JioPostpaid Plus (জিও পোস্টপেইড প্লাস) প্ল্যানগুলির দাম শুরু হয় ৩৯৯ টাকা থেকে; এগুলি বিভিন্ন পরিমাণ ডেটা সুবিধার পাশাপাশি কলিং, এসএমএস এবং স্ট্রিমিং বেনিফিটের সুবিধা দেয়। সেক্ষেত্রে ৩৯৯ টাকার পোস্টপেইড প্ল্যানে ৭৫ জিবি ডেটা দেওয়া হয়, যার পরে গ্রাহকদের কাছ থেকে প্রতি জিবি ডেটা পিছু ১০ টাকা করে চার্জ করা হয়। যদিও এই প্ল্যানে ২০০ জিবি ডেটা রোলওভারের সুবিধা পাওয়া যায়। আবার এটি জিও অ্যাপগুলির কম্প্লিমেন্টারি সাবস্ক্রিপশনের পাশাপাশি আনলিমিটেড কলিং এবং এসএমএসের সুবিধাও সরবরাহ করে। সাথে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই মেলে Amazon Prime (অ্যামাজন প্রাইম), Netflix (নেটফ্লিক্স) এবং Disney+Hotstar (ডিজনি+হটস্টার)-এর ফ্রি এবং ইন-ফ্লাইট বা রোমিং সার্ভিস।

অন্যদিকে, বর্তমানে দাম বাড়ানোর পরেও জিও-র পাঁচটি প্রিপেইড রিচার্জ প্ল্যানে ডিজনি+হটস্টার মোবাইলের এক বছরের ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যায়। গত ১লা ডিসেম্বর প্ল্যানের মূল্যবৃদ্ধি কার্যকরী হওয়ার পর কেবলমাত্র ৬০১ টাকার প্ল্যানেই এই সুবিধা দেওয়া হয়েছিল। কিন্তু ইউজারদের সুবিধার্থে খুব সম্প্রতি পুরোনো কয়েকটি প্ল্যান সংশোধন করে সংস্থাটি মোট পাঁচটি প্ল্যানে এই সুবিধাটি উপলব্ধ করেছে। এখন ৬০১ টাকা ছাড়াও যে পাঁচটি প্ল্যানে ডিজনি+হটস্টার মোবাইলের অ্যাক্সেস পাওয়া যাবে সেগুলির দাম হল ৭৯৯ টাকা, ১,০৬৬ টাকা, ৬৫৯ টাকা এবং ৩,১১৯ টাকা।

Disney+Hotstar সাবস্ক্রিপশনযুক্ত পাঁচটি Jio প্রিপেইড প্ল্যানের বেনিফিট

সাধারণ সুবিধার কথা বললে, ৬০১ টাকার প্রিপেইড প্ল্যানে ২৮ দিনের জন্য দৈনিক ৩ জিবি হাই-স্পিড ডেটার পাশাপাশি অতিরিক্ত ৬ জিবি হাই-স্পিড ডেটা, আনলিমিটেড ভয়েস কল ও প্রতিদিন ১০০টি এসএমএসের সুবিধা পাওয়া যাবে। অন্যদিকে ৭৯৯ টাকার প্ল্যানে মিলবে ৫৬ দিনের জন্য দৈনিক ২ জিবি হাই-স্পিড ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং প্রতিদিন ১০০ টি এসএমএস। একইভাবে ১,০৬৬ টাকা প্ল্যানটি ৮৪ দিনের মেয়াদে দৈনিক ২ জিবি হাই-স্পিড ডেটার পাশাপাশি অতিরিক্ত ৫ জিবি হাই-স্পিড ডেটা, আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন ১০০টি এসএমএসের সুবিধা সরবরাহ করবে।

সংস্থার তরফে ৬৫৯ টাকার ডেটা-ওনলি প্ল্যানটিকে নতুন চালু করা হয়েছে। এতে ইউজাররা এক বছরের জন্য ডিজনি+হটস্টারের অ্যাক্সেসের পাশাপাশি ৫৬ দিনের মেয়াদে দৈনিক ১.৫ জিবি হাই-স্পিড ডেটা ব্যবহারের সুযোগ পাবেন। সর্বশেষ অর্থাৎ ৩,১১৯ টাকার প্ল্যানটিতে এক বছরের জন্য ডিজনি+হটস্টারের অ্যাক্সেসসহ ৩৬৫ দিনের জন্য দৈনিক ২ জিবি হাই-স্পিড ডেটা, অতিরিক্ত ১০ জিবি হাই-স্পিড ডেটা, আনলিমিটেড ভয়েস কল, এবং প্রতিদিন ১০০টি এসএমএসের সুবিধা পাওয়া যাবে। এবার প্রিপেইড না পোস্টপেইড – কোন ক্ষেত্রে সুবিধা বেশি সেই সিদ্ধান্তটা না হয় আপনারাই নিন!