Motorola-র বলার আগেই Edge 40 Neo ফোনের দাম অনলাইনে ফাঁস হয়ে গেল

মোটোরোলা (Motorola) আগামী ১৪ সেপ্টেম্বর Motorola Edge 40 Neo লঞ্চ করবে বলে নিশ্চিত করেছে৷ স্ট্যান্ডার্ড Motorola Edge 40 এবং Motorola Edge 40 Pro-এর পর এই স্মার্টফোনটি Edge 40 সিরিজের তৃতীয় মডেল হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছে। লঞ্চের আগে, বেঞ্চমার্ক লিস্টিং ও বিভিন্ন সার্টিফিকেশনের মাধ্যমে Edge 40 Neo সম্পর্কে বহু তথ্যই সামনে এসেছে। কয়েকদিন আগে, ফোনটির ৩৬০-ডিগ্রি ভিডিও থেকে ডিজাইন প্রকাশ্যে এসেছিল।এবার Motorola Edge 40 Neo-এর দামও ফাঁস হয়ে গেল।

ফাঁস হল Motorola Edge 40 Neo-এর দাম

পারস গুগলানি এক্স/ টুইটার-এ একটি স্ক্রিনশট শেয়ার করেছেন, যা প্রকাশ করেছে যে ইউরোপের বাজারে মোটোরোলা এজ ৪০ নিও-এর ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম হতে পারে ৩৩৮.৯৯ ইউরো (প্রায় ৩০,২০৯ টাকা)। তবে মোটোরোলা এজ ৪০ নিও আগামী ১৪ সেপ্টেম্বর লঞ্চ হলে প্রকৃত মূল্য নিশ্চিতভাবে জানা যাবে।

সাম্প্রতিক রিপোর্টগুলিতে উল্লেখ করা হয়েছে যে, মোটোরোলা এজ ৪০ নিও-এ ৬.৫৫ ইঞ্চির পোলেড (P-OLED) ডিসপ্লে থাকবে, যা ফুলএইচডি+ রেজোলিউশন এবং ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। স্মার্টফোনটি মিডিয়াটেকের ডাইমেনসিটি ১০৫০ অক্টা-কোর চিপসেটের সাথে বাজারে আসতে পারে। এজ ৪০ নিও সর্বোচ্চ ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি ইন-বিল্ট স্টোরেজ অফার করবে বলে আশা করা হচ্ছে। এছাড়া, স্মার্টফোনটি মাইইউএক্স (MyUX) সফ্টওয়্যার স্কিনে রান করতে পারে।

ফটোগ্রাফির জন্য, Motorola Edge 40 Neo-এ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে বলে অনুমান করা হচ্ছে, যা ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি ১৩ মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স দ্বারা গঠিত হতে পারে। সেলফি এবং ভিডিও কল করার জন্য, ফোনের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেখা যেতে পারে। আর পাওয়ার ব্যাকআপের জন্য, Edge 40 Neo-এ সম্ভবত ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। পরিশেষে, মোটোরোলার এই স্মার্টফোনটিতে জল এবং ধুলো প্রতিরোধের জন্য আইপি৬৮ (IP68) রেটিং প্রাপ্ত চ্যাসিস থাকবে বলে জানা গেছে।