OnePlus লঞ্চ করল তাদের সবচেয়ে সস্তা ট্যাবলেট, কী কী ফিচার্স রয়েছে দেখে নিন

ওয়ানপ্লাস অবশেষে গতকাল (23 এপ্রিল) ইউরোপে তাদের সাশ্রয়ী মূল্যের OnePlus Pad Go ট্যাবলেটটি লঞ্চ করেছে। OnePlus Watch 2-এর নর্ডিক ব্লু সংস্করণ প্রকাশের পাশাপাশি এটিকে উন্মোচন করা হয়েছে। প্রসঙ্গত, এই ট্যাবলেটটি প্রাথমিকভাবে ভারতীয় বাজারে গতবছর অক্টোবরে লঞ্চ করা হয়েছিল। সাশ্রয়ী মূল্যের OnePlus Pad Go-এ বড় 2.4K রেজোলিউশনের ডিসপ্লে, MediaTek Helio G99 প্রসেসর, বিশাল 8,000 এমএএইচ ব্যাটারি এবং 128 জিবি স্টোরেজ মিলবে। আসুন তাহলে ইউরোপে আগত নতুন ওয়ানপ্লাস ট্যাবলেটটির দামের সাথে এর ভারতীয় মূল্যের তারতম্য কতটা এবং এটি কি কি অফার করে জেনে নেওয়া যাক।

OnePlus Pad Go-এর স্পেসিফিকেশন

ইউরোপে লঞ্চ হওয়া ওয়ানপ্লাস প্যাড গো-তে আকর্ষণীয় 11.35 ইঞ্চির 2.4K ডিসপ্লে রয়েছে, যা টিইউভি রাইনল্যান্ড (TÜV Rheinland) দ্বারা সার্টিফায়েড। এই স্ক্রিনটি 400 নিট ব্রাইটনেস, 90 হার্টজ রিফ্রেশ রেট এবং 7:5 স্ক্রিন অ্যাসপেক্ট রেশিও অফার করে। ওয়ানপ্লাসের এই বাজেট ট্যাবটি মিডিয়াটেক হেলিও জি99 অক্টা-কোর প্রসেসরে চলে, যার সাথে 8 জিবি পর্যন্ত এলপিডিডিআর4এক্স র‍্যাম এবং 256 জিবি ইউএফএস 2.2 ইন্টারনাল স্টোরেজ যুক্ত রয়েছে। এখানে লক্ষণীয় যে, ট্যাবলেটের ইউরোপীয়/ইউকে ভ্যারিয়েন্টটি শুধুমাত্র 128 জিবি স্টোরেজ বিকল্পেই উপলব্ধ, যেখানে ভারতে এটি 128 জিবি এবং 256 জিবি স্টোরেজ সংস্করণে পাওয়া যায়। ওয়ানপ্লাস প্যাড গো অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমের ওপর ভিত্তি করে অক্সিজেন ওএস 13.2 কাস্টম স্কিনে রান করে।

ফটোগ্রাফি এবং ভিডিও কলের জন্য, ওয়ানপ্লাস প্যাড গো-এ একটি 8 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং একটি 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বিদ্যমান। পাওয়ার ব্যাকআপের জন্য, নতুন ট্যাবটিতে বড় 8,000 এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। অতিরিক্ত নিরাপত্তার জন্য ট্যাবলেটটি ফেস আনলক ফিচার অফার করে।

OnePlus Pad Go-এর মূল্য এবং লভ্যতা

বর্তমানে 8 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ সহ OnePlus Pad Go ট্যাবটি 299 ইউরো (প্রায় 26,675 টাকা) এবং যুক্তরাজ্যে 269 পাউন্ড স্টার্লিং (প্রায় 27,920 টাকা)-এর 10% ছাড়যুক্ত মূল্যে পাওয়া যাচ্ছে। এটি শুধুমাত্র টুইন মিন্ট কালার অপশনে উপলব্ধ। প্রসঙ্গত, গতবছর অক্টোবরে ভারতে লঞ্চ হওয়া OnePlus Pad Go ট্যাবটির 8 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ সহ ওয়াই-ফাই সংস্করণটির দাম 19,999 টাকা। আর একই কনফিগারেশনের সাথে এলটিই মডেলটির মূল্য 21,999 টাকা।