চলতি মাসেই ভারতে আসছে Vivo X60 সিরিজের তিনটি দুর্দান্ত স্মার্টফোন

গত ডিসেম্বরে চীনে লঞ্চ হয়েছিল Vivo X60 ও Vivo X60 Pro। এই দুটি ফোনেই এক্সিনস ১০৮০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এরপর জানুয়ারিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসরের সাথে আসে এই সিরিজের প্রিমিয়াম ফোন Vivo X60 Pro+। এই তিনটি ফোনই এবার ভারতে পা রাখতে চলেছে। গতমাসেই যদিও জানা গিয়েছিল যে, মার্চে ভিভো এক্স৬০, এক্স৬০ প্রো ও এক্স৬০ প্রো প্লাস ভারতে লঞ্চ হতে চলেছে। সম্প্রতি কোম্পানির তরফেও তা নিশ্চিত করা হল।

ভিভো ইন্ডিয়ার ডিরেক্টর ব্র্যান্ড স্ট্র্যাটেজি, Nipun Marya জানিয়েছেন, Vivo X60 সিরিজ মার্চে ভারতে লঞ্চ হতে চলেছে। যদিও তিনি সঠিক লঞ্চের তারিখ জানাননি। তবে এই সিরিজ ৪০,০০০ টাকার রেঞ্জে ভারতে আসতে পারে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন। আসুন তিনটি ফোনেরই স্পেসিফিকেশন জেনে নিই।

Vivo X60 ও Vivo X60 Pro এর স্পেসিফিকেশন

ভিভো এক্স৬০ ও ভিভো এক্স৬০ প্রো এর স্পেসিফিকেশন প্রায় একই। এদের মধ্যে ক্যামেরা ও ব্যাটারির কেবল পার্থক্য আছে। এই দুটি ফোনেই ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও HDR10+ সাপোর্ট সহ ৬.৫৬ ইঞ্চির ফুলএইচডি প্লাস (১০৮০x২৩৭৬ পিক্সেল) অ্যামোলেড পাঞ্চ হোল ডিসপ্লে বর্তমান। এছাড়াও ফোনগুলিতে পাবেন এক্সিনস ১০৮০ প্রসেসর, ১২ জিবি পর্যন্ত LPDDRX4 র‌্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত UFS 3.1 স্টোরেজ।

এদিকে ব্যাটারি ক্যাপাসিটির ক্ষেত্রে Vivo X60 Pro ফোনে আছে ৪,২০০ এমএইচের ব্যাটারি। যেখানে ৪,৩০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে Vivo X60। যদিও দুটি ফোনেই ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আবার ক্যামেরার কথা বললে বেস মডেলে ৮ মেগাপিক্সেলের এফ/৩.৪ অ্যাপারচারযুক্ত পেরিস্কোপ সেন্সর উপস্থিত নেই। অন্যথায় দুটি ফোনেই পাওয়া যাবে, OIS সাপোর্টসহ ৪৮ মেগাপিক্সেলের (এফ/১.৭৯) সোনি IMX598 গিম্বল প্রাইমারি সেন্সর, ১৩ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এঙ্গেল লেন্স (এফ/২.২) ও ১৩ মেগাপিক্সেলের (এফ/২.৪৬) টেলিফটো সেন্সর। দুটি ফোনের সামনে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা আছে। 

Vivo X60 Pro+ এর স্পেসিফিকেশন

ভিভো এক্স৬০ প্রো প্লাস ফোনে আছে ৫৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,২০০ এমএইচের ব্যাটারি। এছাড়া এই ফোনে পাওয়া যাবে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৫৬ ইঞ্চির ফুলএইচডি প্লাস (১০৮০x২৩৭৬ পিক্সেল) অ্যামোলেড ডিসপ্লে,  স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর, ১২ জিবি পর্যন্ত LPDDRX4 র‌্যাম, ২৫৬ জিবি পর্যন্ত UFS 3.1 স্টোরেজ। ফোনটি চলবে অ্যান্ড্রয়েড ১১ বেসড অরিজিন ওএস ১.০ ইন্টারফেসে। 

Vivo X60 Pro+ এর মূল আকর্ষণ এর ক্যামেরা। এই ফোনের ক্যামেরায় ZEISS-এর লেন্স প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই ফোনের পিছনে কোয়াড ক্যামেরা সেটআপ রয়েছে। এই ক্যামেরাগুলি হল ৪৮ মেগাপিক্সেলের (এফ/২.২) Sony IMX598 প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেলের (এফ/১.৫৭) স্যামসাং GN1 সেন্সর, ৩২ মেগাপিক্সেলের (এফ/২.৮) পোট্রেট ক্যামেরা ও ৬০x সুপার জুম সাপোর্ট সহ ৮ মেগাপিক্সেলের (এফ/৩.৪) পেরিস্কোপ লেন্স। সেলফির জন্য এতে আছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন