Kia EV9: 482 কিমি মাইলেজ, বিনোদনের জন্য টিভির থেকেও বড় স্ক্রিন, কী নেই এই গাড়িতে!

বৈদ্যুতিক গাড়ির দিকে বিশেষভাবে দৃষ্টি নিক্ষেপ করতে আগ্রহী বিশ্বের যেকোনো অটোমোবাইল কোম্পানি। একের পর এক নতুন মডেল লঞ্চের মাধ্যমে নিজেদের সম্ভার বাড়িয়ে নিতে উদ্যোগ নিচ্ছে তারা। দক্ষিণ কোরিয়ার কোম্পানি কিয়া (Kia) এবারে তাদের বহু প্রতীক্ষিত ইভি মডেল EV9 আনার তোড়জোড় আরম্ভ করেছে। EV6-এর পর এবার এই মডেলটি সংস্থার পোর্টফোলিওতে জায়গা পেতে চলেছে।

Kia EV9-এর ভ্যারিয়েন্ট ও ফিচার

উল্লেখ্য, ভারতে এ বছর অটো এক্সপো-তে Kia EV9 গাড়িটি প্রদর্শিত হয়েছিল। তার কিছুদিন বাদে বিশ্ববাজারে এর প্রোডাকশন ভার্সনের দর্শন করিয়েছিল কিয়া। আশা করা হচ্ছে, এ বছরই আমেরিকার বাজারে হাজির হতে পারে এই ইলেকট্রিক এসইউভি গাড়িটি। আসন্ন মডেলটির ফিচার এবং ভ্যারিয়েন্ট সম্পর্কিত তথ্য ফাঁস হয়েছে অনলাইনে।

কিয়া ইভি ফোরাম জানিয়েছে যে, Kia EV9 ইলেকট্রিক এসইউভি একটি ৩০ ইঞ্চি ডিসপ্লে এবং ভেন্টিলেটেড সিট সমেত হাজির হবে। পাঁচটি ভিন্ন ট্রিমে বেছে নেওয়া যাবে গাড়িটি। এগুলি হল – Light RWD, Light Long Range RWD, Wind AWD, Land AWD ও GT-Line AWD। প্রতিটিতে ছয় এবং সাত আসন সংখ্যায় বেছে নেওয়ার বিকল্প থাকবে।

Light RWD হচ্ছে এন্ট্রি-লেভেল ট্রিম, যাতে থাকছে একটি ৭৬.১ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক। সম্পূর্ণ চার্জে যা ৩৫৮ কিলোমিটার রেঞ্জ প্রদান করবে। এতে থাকছে এইট-ওয়ে অ্যাডজাস্টেবল হিটেড ও ভেন্টিলেটেড ফ্রন্ট সিট, এলইডি প্রজেকশন লাইট, ওয়্যারলেস ফোন চার্জিং ইত্যাদি। Light Long Range RWD -তে থাকছে একটি ৯৯.৮ কিলোওয়াট আওয়ার ব্যাটারি। পুরোপুরি চার্জ থাকলে ৪৮২ কিলোমিটার পথ ছুটতে পারবে এটি।

Light Long Range RWD-এর মতো Wind AWD-তেও সমান ব্যাটারি থাকবে। কিন্তু এর রেঞ্জ হবে ৪৩৪ কিলোমিটার। উল্লেখযোগ্য ফিচার হিসেবে থাকছে একটি হিট পাম্প, ডুয়েল সানরুফ, হিটেড স্টিয়ারিং হুইল এবং স্পোর্টি সিলভার রুফ রেইল। অন্যদিকে Land AWD ফুল চার্জে ৪০২ কিলোমিটার রেঞ্জ প্রদান করবে। ফিচার হিসেবে এতে চালকের পাওয়ার্ড লেগ রেস্ট, মেরিডিয়ান সাউন্ড সিস্টেম এবং অ্যাম্বিয়েন্ট লাইটিংয়ের দেখা মিলবে।

Kia EV9-এর সর্বশেষ ভ্যারিয়েন্ট GT-Line AWD ফুল চার্জে ৪০২ কিলোমিটার রেঞ্জ প্রদান করবে বলে জানা গেছে।লোয়ার ট্রিমের অন্যান্য ফিচারের সাথে এতে ২১ ইঞ্চি হুইল, একটি ইউটিলিটি রুফ র‍্যাক, একটি হেড-আপ ডিসপ্লে এবং স্মার্ট পার্কিং অ্যাসিস্ট্যান্ট-এর দেখা মিলবে।