ক্যামেরার প্রেমে পড়বে সবাই, বাজারে ঝড় তুলতে আসছে Sony-র অনবদ্য স্মার্টফোন

সনি বর্তমানে তার নেক্সট জেনারেশন ক্যামেরা ফ্ল্যাগশিপ, Xperia সিরিজের ওপর কাজ করছে, যেগুলি এ বছরের নানা সময়ে বাজারে পা রাখতে পারে। গতকালই একটি রিপোর্ট থেকে তিনটি নতুন Sony Xperia ফোনের র‍্যাম অপশন সম্পর্কে জানা গেছে। আর এখন, সেগুলির মধ্যে Sony Xperia 1 VI ফোনটিকে ইএমভিসিও (EMVCO) লিস্টিংয়ে দেখা গেছে৷ চলুন দেখে নিই, আসন্ন সনি ফোনটির সম্পর্কে ওই সার্টিফিকেশন থেকে কী কী তথ্য উঠে এল।

Sony Xperia 1 VI হাজির EMVCO-এর ডেটাবেসে

XQ-ES54 মডেল নম্বর সহ একটি সনি ডিভাইস ইএমভিসিও ডেটাবেসে আবির্ভূত হয়েছে, যা সনি এক্সপেরিয়া ১ ভিআই বলে মনে করা হচ্ছে৷ লিস্টিংটি প্রকাশ করেছে যে, ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে চলবে। কিন্তু লেটেস্ট অ্যান্ড্রয়েড ওএস ছাড়া, আর কোনও বিশদ তথ্য জানা যায়নি।

তবে, যদি এক্সপেরিয়া ১ ভিআই সম্পর্কিত ফাঁস হওয়া তথ্যগুলি সঠিক হয়, তাহলে এতে শক্তিশালী ক্যামেরা সিস্টেম থাকতে পারে। শোনা যাচ্ছে যে, ডিভাইসটির পিছনে তিনটি ৪৮ মেগাপিক্সেলের এক্সমোর টি (Exmor T) সেন্সর থাকবে, যার মধ্যে প্রাইমারি ক্যামেরাটি বড় এফ/১.৪ অ্যাপারচার, ২x অপটিক্যাল জুম এবং ডুয়েল-ফেজ ডিটেকশন অটোফোকাস অফার করবে। এটি ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন (EIS) সহ ১০৮০ পিক্সেলের ভিডিও রেকর্ডিংও সাপোর্ট করবে, যা উচ্চ মানের ভিডিও ক্যাপচার নিশ্চিত করবে।

এছাড়া, Sony Xperia 1 VI-এর আল্ট্রা-ওয়াইড ক্যামেরাটি ১৪-১৮ মিলিমিটারের মধ্যে ফোকাল লেন্থ ও অন-চিপ অটোফোকাস সহ এর ফটোগ্রাফি ক্ষমতাকে আরও প্রসারিত করবে। আর, টেলিফটো লেন্সটি ৬x জুম ফাংশন অফার করতে পারে, যদিও এটি শুধুমাত্র সেন্সর ক্রপিংয়ের মাধ্যমে অর্জন করা যাবে বলে আশা করা হচ্ছে। এর প্রকৃত অপটিক্যাল জুম ক্ষমতা ৩x-এ সীমাবদ্ধ থাকবে।