Tata Play ব্যবহারকারীদের জন্য সুখবর! ১২ মাসের রিচার্জ করলে পাওয়া যাবে এক মাসের ফ্রি ক্যাশব্যাক

ভারতে ডাইরেক্ট-টু-হোম বা DTH (ডিটিএইচ) পরিষেবা প্রদানকারী জনপ্রিয় সংস্থাগুলির মধ্যে অন্যতম একটি হল Tata Sky (টাটা স্কাই)। কিন্তু চলতি বছরের গোড়ার দিকেই ১৮ বছরের পুরোনো ব্র্যান্ডনেমকে ত্যাগ করে নতুন Tata Play (টাটা প্লে) নাম নিয়ে মার্কেটে অবতীর্ণ হয়েছে সংস্থাটি। যদিও নাম বদলালেও ইউজারদের সুবিধার্থে তারা ক্রমাগত একের পর এক নজরকাড়া অফার প্রদান করে চলেছে। সেক্ষেত্রে সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী, Tata Play এখন ব্যবহারকারীদের জন্য একটি দুর্দান্ত অফার নিয়ে হাজির হয়েছে। আসুন সেটির সম্পর্কে একটু বিশদে জেনে নেওয়া যাক।

যদি আপনার বাড়িতে টাটা প্লে-র ডিটিএইচ কানেকশন থাকে, তবে আপনার কাছে এখন পুরো ১ মাসের বিনামূল্যে ক্যাশব্যাক পাওয়ার দুর্দান্ত সুযোগ রয়েছে। হ্যাঁ, টাটা প্লে কর্তৃক প্রদত্ত এই সাম্প্রতিক অফারের সুবাদে ইউজাররা সম্পূর্ণ নিখরচায় এক মাসের ক্যাশব্যাক পেয়ে যেতে পারেন। সংস্থাটি ঘোষণা করেছে যে, ইউজাররা যদি ১২ মাসের রিচার্জ একসাথে করে ফেলেন, তাহলে তারা এক মাসের ক্যাশব্যাক ভ্যালু সম্পূর্ণ বিনামূল্যে পেতে সক্ষম হবেন।

আপনাদেরকে জানিয়ে রাখি যে, টাটা প্লে-র অফিশিয়াল সাইটে এই অফারের সম্পূর্ণ ডিটেলস বিশদে বর্ণিত রয়েছে। আপনি যদি এই অফারের সুবিধা নিতে চান, তাহলে আজই ১২ মাসের রিচার্জ একসাথে করে ফেলুন, আর পেয়ে যান এক মাসের ফ্রি ক্যাশব্যাক! এই চরম মূল্যবৃদ্ধির যুগে সংস্থার তরফে দেওয়া এই দুর্দান্ত অফারটি কোনোমতেই হাতছাড়া করবেন না। আর এক্ষেত্রে জানিয়ে রাখি যে, আপনি আপনার টাটা স্কাই ওরফে টাটা প্লে অ্যাকাউন্ট রিচার্জ করতে যে-কোনো পেমেন্ট প্রসেস অর্থাৎ ডেবিট, ক্রেডিট, নেট ব্যাঙ্কিং ইত্যাদি ব্যবহার করতে পারেন।

এখন আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে যে, কখন এবং কীভাবে এই ক্যাশব্যাক পাওয়া যাবে? সেক্ষেত্রে বলে রাখি, ১২ মাসের রিচার্জ ভ্যালু দিয়ে আপনার অ্যাকাউন্ট রিচার্জ করার ২৪ ঘণ্টার মধ্যেই ক্যাশব্যাক পেয়ে যাবেন আপনি। আর আপনার Tata Play অ্যাকাউন্টে এই ক্যাশব্যাক জমা করবে সংস্থা। উল্লেখ্য, বর্তমানে কোম্পানিটির ১৯ মিলিয়নেরও বেশি অ্যাক্টিভ সাবস্ক্রাইবার রয়েছে। এবং ব্যবহারকারীদের সুবিধার্থে তথা নিজেদের ব্যবসায়িক পরিধিকে আরও বহুল পরিমাণে বিস্তৃত করার জন্য সংস্থাটি এখন তাদের সার্ভিসের মধ্যে DTH পরিষেবার পাশাপাশি ফাইবার-টু-হোম ব্রডব্যান্ড এবং Binge-কে শামিল করেছে, যা ১৪টি OTT সার্ভিস অফার করে। সেক্ষেত্রে Tata Play যদি এভাবেই চমকপ্রদ অফার দিতে থাকে, তাহলে ভবিষ্যতে কোম্পানিটির ইউজারবেস যে আরও বহুগুণে বৃদ্ধি পাবে, সেকথা নিঃসন্দেহে বলাই বাহুল্য।