Honda CB350: রয়্যাল এনফিল্ডের বিকল্প? 5 পয়েন্টে জেনে নিন হোন্ডার নতুন বাইকের খুঁটিনাটি

বিগত কয়েক মাস আগেই হোন্ডা (Honda) একটি নতুন ৩৫০ সিসির মোটরসাইকেলের উপর কাজ করছে বলে নিশ্চিত করেছিল। তারপর বিষয়টি থিতিয়ে পড়লেও সম্প্রতি নতুন মোটরসাইকেলের টিজার ছাড়া আরম্ভ করেছিল তারা। জল্পনার অবসান ঘটিয়ে কিছুদিন আগে ভারতের বাজারে Honda CB350 লঞ্চ করেছে সংস্থা। যার প্রধান প্রতিপক্ষ হিসেবে রয়েছে Royal Enfield Classic 350। চলুন পাঁচ পয়েন্টে এই জাপানি বাইকের খুঁটিনাটি জেনে নেওয়া যাক। জেনে নেওয়া যাক।

Honda CB350 : লুক

রেট্রো স্টাইল ফুঁটিয়ে তুলতে CB350-র কয়েকটি এলিমেন্ট নতুন ভাবে ডিজাইন করেছে হোন্ডা। মেটালিক ফেন্ডার আগের চাইতে দীর্ঘতর। এতে উপস্থিত স্ল্পিট সিট এবং মেটালিক ফর্ক কভার। নয়া লুকের এগজস্ট, রেট্রো লুক বাড়াতে বিশেষ ভূমিকা পালন করছে। পাঁচটি রঙের বিকল্পে বেছে নেওয়া যাবে এটি – প্রিসিয়াস রেড মেটালিক, পার্ল ইগনিয়াস ব্ল্যাক, ম্যাট ক্রাস্ট মেটালিক, ম্যাট মার্শাল গ্রীন মেটালিক ও ম্যাট ডুন ব্রাউন।

Honda CB350 : ইঞ্জিন

চাকায় ঘূর্ণনের গতি আনতে এতে দেওয়া হয়েছে একটি ৩৪৮.৩৬ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড, ফোর স্ট্রোক, BS6 Stage2 ইঞ্জিন। যা থেকে ৫,৫০০ আরপিএম গতিতে সর্বোচ্চ ২০.৭৮ বিএইচপি শক্তি এবং ৩,০০০ আরপিএম গতিতে ২৯.৪ এনএম টর্ক উৎপন্ন হবে। ৫-গতির গিয়ারবক্স সহ এতে রয়েছে স্লিপ ও অ্যাসিস্ট ক্লাচ।

Honda CB350 : হার্ডওয়্যার

CB350-তে হার্ডওয়্যার হিসেবে দেওয়া হয়েছে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং টুইন গ্যাস চার্জড রিয়ার শক অ্যাবসর্বার। ব্রেকিংয়ের দায়িত্ব সামলাতে রয়েছে ডুয়েল চ্যানেল এবিএস সমেত সামনে ৩১০ মিমি ও পেছনে ২৪০ মিমি ডিস্ক ব্রেক।

Honda CB350 : ফিচার্স

Honda CB350-তে ফিচার হিসেবে দেওয়া হয়েছে অল এলইডি লাইটিং, এমার্জেন্সি স্টপ সিগনাল এবং হোন্ডা স্মার্টফোন ভয়েস কন্ট্রোল সিস্টেম সমেত ডিজিটাল অ্যানালগ ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। এছাড়া রয়েছে হোন্ডা সিলেক্টেবল টর্ক কন্ট্রোল, যা আদতে ট্রাকশন কন্ট্রোল সিস্টেম।

Honda CB350 : প্রতিপক্ষ, দাম ও ভ্যারিয়েন্ট

হোন্ডা ভারতে CB350 দুই ভ্যারিয়েন্টে বিক্রি করবে। DLX ও DLX Pro। এগুলির দাম যথাক্রমে ১,৯৯,৯০০ টাকা ও ২,১৭,৮০০ টাকা (এক্স-শোরুম)। Royal Enfield Classic 350 ছাড়াও এদেশের বাজারে Honda CB350 -এর প্রতিপক্ষ হিসেবে রয়েছে – Jawa ও Benelli Imperial 400।