Asus-এর নতুন চমক Zefone 11 Ultra, ক্রেতাদের মন জয়ে থাকবে ফ্ল্যাগশিপ ফিচার্স

আসুস (Asus) সম্প্রতি হইচই ফেলে ROG Phone 8 সিরিজের গেমিং স্মার্টফোন লঞ্চ করেছে। অন্যদিকে, বর্তমানে ব্র্যান্ডটি কমপ্যাক্ট Zenfone সিরিজের অধীনে একটি নতুন ফ্ল্যাগশিপ গ্রেড ফোন রিলিজের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে, যা Asus Zenfone 11 Ultra নামে আসতে পারে। ইন্দোনেশিয়ার এসডিপিপিআই (SDPPI) সার্টিফিকেশন প্ল্যাটফর্মে হাজির হয়ে ফোনটি শীঘ্রই লঞ্চের জল্পনা উস্কে দিয়েছে। কি কি তথ্য উঠে এসেছে Asus Zenfone 11 Ultra সম্পর্কে, আসুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Asus Zenfone 11 Ultra-কে দেখা গেল SDPPI প্ল্যাটফর্মে

আসুস জেনফোন ১১ আল্ট্রা ফোনটিকে এসডিপিপিআই (SDPPI) ডেটাবেসে দেখা গেছে, যা ইন্দোনেশিয়ার একটি সার্টিফিকেশন প্ল্যাটফর্ম। এর লিস্টিংটি প্রকাশ করেছে যে, ফোনটির মডেল নম্বর ASUS_AI2401_H। আর মডেল নম্বরের সাথে এই সার্টিফিকেশন ফোনটির অফিসিয়াল নামও নিশ্চিত করেছে। এর আগে, আসুস জেনফোন ১১ আল্ট্রা-কে ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ (Bluetooth SIG) ডেটাবেসে দেখা গিয়েছিল, যা নিশ্চিত করেছে যে এটি ব্লুটুথ ৫.৪ সাপোর্ট করবে। জানিয়ে রাখি, জেনফোন লাইনআপ হল আসুসের ফ্ল্যাগশিপ স্মার্টফোনের একটি সিরিজ, যা কমপ্যাক্ট ডিজাইন অফার করে।

তবে, ফোনের নামের শেষের “আল্ট্রা” কথাটি একটি বড় স্ক্রিন ভ্যারিয়েন্টের দিকে নির্দেশ করছে। আসুস জেনফোন ১১ আল্ট্রা গত জুন মাসে লঞ্চ হওয়া জেনফোন ১০ মডেলের সরাসরি উত্তরসূরি হিসেবে আসবে মনে করা হচ্ছে। ফলে আশা করা যায় স্মার্টফোনটি সম্ভবত তার পূর্বসূরির তুলনায় বেশকিছু ক্ষেত্রে আপগ্রেড অফার করবে।

জানিয়ে রাখি, Asus Zenfone 10-এ রয়েছে ৫.৯২ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে, যা ফুল এইচডি+ রেজোলিউশন এবং ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। হ্যান্ডসেটটি Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসর দ্বারা চালিত, তাই Zenfone 11 Ultra সম্ভবত Snapdragon 8 Gen 3 চিপসেট অফার করবে।

পাওয়ার ব্যাকআপের জন্য, Asus Zenfone 10-এ ৪,৩০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা ৩০ ওয়াট ওয়্যার্ড দ্রুত চার্জিং সাপোর্ট করে। ফোনটির রিয়ার প্যানেলে ৫০ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ এবং সামনে একটি ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বিদ্যমান। Asus Zenfone 10-এর অন্যান্য উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ব্লুটুথ ৫.৩, স্টেরিও স্পিকার, ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং এবং রিভার্স চার্জিং সাপোর্ট, জিপিএস এবং আইপি৬৮ (IP68) জল এবং ধুলো প্রতিরোধী চ্যাসিস।