2023-এ নিজেকে পাল্টে ফেলেছে WhatsApp! দেখে নিন সংস্থার এই বছরের সেরা 5 ফিচার

চলতি বছরে WhatsApp যে সমস্ত ফিচারগুলি লঞ্চ করেছে, সেগুলি চ্যাটিংয়ের অনুভূতিকে অত্যন্ত আকর্ষনীয় করে তুলবে! দেখুন তালিকা...

সময়ের সাথে তাল মিলিয়ে ইউজার এক্সপিরিয়েন্সের মানোন্নয়ন ঘটাতে WhatsApp এক নাগাড়ে কাজ করে চলেছে। বিশ্বব্যাপী জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটির এই মনোভাবের কারণে প্রায়ই হাতের মুঠোয় আসছে একের পর এক নতুন ফিচার – চলতি বছরেই আমরা WhatsApp-এর বিটা এবং স্টেবল ভার্সনে একাধিক নতুন অপশন দেখেছি। সেক্ষেত্রে বছরের শেষের মুখে এসে আমরা ২০২৩-এ (পড়ুন হালফিলে) লঞ্চ হওয়া WhatsApp-এর পাঁচটি সেরা ফিচারের কথা বলব, যেগুলি প্ল্যাটফর্মটি ব্যবহারের মজা দ্বিগুণ করে তুলতে পারে। তালিকায় আছে একটি ডিভাইসে একাধিক WhatsApp অ্যাকাউন্ট অ্যাক্সেস থেকে শুরু করে HD কোয়ালিটিতে মিডিয়া শেয়ারিং, চ্যাট উইন্ডোতে স্ট্যাটাস প্রদর্শন, নতুন ইউজার ইন্টারফেস ইত্যাদি আপগ্রেডেড বিকল্প। আসুন, এগুলির বিষয়ে বিস্তারিতভাবে জানি।

চলতি বছরে WhatsApp এনেছে এই পাঁচটি কাজের ফিচার

১. মাল্টি-অ্যাকাউন্ট ফিচার: ইউজারদের দীর্ঘ প্রতীক্ষা ঘুচিয়ে মাত্র কয়েক সপ্তাহ আগে এই দারুণ ফিচারটি নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ। এটি প্ল্যাটফর্মের ব্যবহারকারীদের তাদের আইওএস (iOS) ও অ্যান্ড্রয়েড (Android) স্মাটফোনে একই সময়ে দুটি অ্যাকাউন্ট লগইন ও ব্যবহারের সুবিধা দেয়।

২. HD কোয়ালিটিতে ফটো-ভিডিও শেয়ার: হোয়াটসঅ্যাপের এই ফিচারের সাহায্যে ইউজাররা ফটো এবং ভিডিও সেগুলির অরিজিনাল কোয়ালিটিতে শেয়ার করতে পারেন। এতে করে মিডিয়া ফাইলটির রেজোলিউশন বা কোয়ালিটি খারাপ হওয়ার ভয় থাকেনা।

Whatsapp Feature
চলতি বছরে WhatsApp-এ এসেছে এই বদলগুলি

৩. ভয়েস মেসেজে ‘View Once’ মোড: ছবি-ভিডিওর পর, হোয়াটসঅ্যাপ এখন তার ভয়েস মেসেজগুলির জন্যও ‘ভিউ ওয়ান্স’ ফিচার চালু করেছে, এই ফিচার ব্যবহার করে কাউকে কোনো অডিও নোট পাঠালে সেটি যদি একবার খোলা হয়, তবে তা নিজে থেকেই ডিলিট হয়ে যাবে। এটি ভিউ ওয়ান্স মার্কের সাথেই উপলব্ধ হবে। আর এতে ইউজারদের গোপনীয়তা নিয়ে কোনো সমস্যা থাকবেনা।

৪. Instagram-এ ছবি-ভিডিও শেয়ার: হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের মতো নিজের সমস্ত প্রোডাক্টগুলির মধ্যে ক্রস প্ল্যাটফর্ম কানেকশনের জন্য মেটা (Meta) কোম্পানি সম্প্রতি বিটা সংস্করণে এই ফিচারটি চালু করেছে। এর মাধ্যমে ইউজাররা তাদের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস সরাসরি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করতে সক্ষম হবেন। এর জন্য পাওয়া যাবে আলাদা বাটনও।

৫. চ্যাট উইন্ডোতে স্ট্যাটাস ভিউ: স্ট্যাটাস আপডেটের জন্য আলাদা ট্যাব থাকলেও, হোয়াটসঅ্যাপের এই ফিচারটি চ্যাটিংয়ের অনুভূতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলবে। কারণ এতে ইউজাররা কন্ট্যাক্টের চ্যাট উইন্ডোতেই তাদের স্ট্যাটাস দেখতে পাবেন। যদিও এই ফিচারটি বর্তমানে অ্যান্ড্রয়েড বিটাতেই সীমাবদ্ধ।

WhatsApp Features
WhatsApp-এর নতুন UI

প্রসঙ্গত উল্লেখ্য, চলতি বছরে এই ফিচারগুলি ছাড়াও হোয়াটসঅ্যাপ যে সমস্ত ফিচার বা আপডেট এনেছে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের নতুন ইউআই (UI)। আসলে কোম্পানি হালফিলে তার সুপরিচিত এবং পুরোনো সবুজ-সাদা অ্যাপ স্ক্রিন বদলে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। এখন অ্যান্ড্রয়েড বিটা ইউজাররা অ্যাপটি খুললেই পুরো সাদা রঙের প্রিমিয়াম ইন্টারফেস (অনেকটা iPhone-এর অনুরূপ) দেখতে পান, এছাড়া ট্যাব স্যুইচের বারটিকেও নিচের দিকে নামিয়ে এনেছে হোয়াটসঅ্যাপ।