ফেসবুক ও ইনস্টাগ্রামে এল বিরাট কোহলির অবতার, কিভাবে খুজবেন

Facebook আর Instagram ভারতীয়দের কাছে অন্যতম জনপ্রিয় দুটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এই দুই প্ল্যাটফর্মে ছবি বা ভিডিও শেয়ার করার সময়ে ফিল্টা ব্যবহার করা সুবিধা পাওয়া যায়। বিগত কয়েক বছর ধরেই এফেক্ট বা ফিল্টার ব্যবহার করে নিজেদের স্টোরি আপডেটের ট্রেন্ড জনপ্রিয়তা লাভ করেছে। আর এই কারণেই ফেসবুক নিয়মিত সময়পযোগী বিভিন্ন এফেক্ট বা ফিল্টার তাদের প্ল্যাটফর্মে যুক্ত করে। সম্প্রতি ভারতীয় ক্রিকেটফ্যানদের কথা মাথায় রেখে অস্ট্রেলিয়া সিরিজের আগে বিরাট কোহলির (Virat Kohli) ডিজিটাল অবতার নিয়ে হাজির হয়েছে আমেরিকার সোশ্যাল মিডিয়া সংস্থাটি।

ভারতীয় উপমহাদেশে ক্রিকেটীয় উন্মাদনার কথা কে না জানে। এখানে ক্রিকেট যেন আলাদাই এক ধর্মের নাম। সেই কথাকে মাথায় রেখেই Facebook আজ ঘোষণা করল ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির আসন্ন Augmented Reality ভিত্তিক অবতারের কথা। এই অবতার আসছে ফেসবুক এবং ইনস্টাগ্রাম উভয় প্ল্যাটফর্মেই।

ফেসবুকের এই AR এফেক্টের নামেও রয়েছে অভিনবত্ব: Bat Talks for India। এই নতুন AR ফিল্টারটি ফিরিয়ে নিয়ে আসবে দুই বছর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে করা কোহলির অসাধারণ সেই সেঞ্চুরির স্মৃতিকে। উপরোক্ত দুই সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারীরা এই ফিল্টারটি নিজেদের ছবি ও ভিডিওতে ব্যবহারের সুযোগও পাবেন।

Facebook আজ এও জানিয়েছে যে, তারা এই 3D AR এফেক্ট ভিত্তিক ফিল্টার গ্রাহকদের কাছে নিয়ে আসার উদ্দেশ্যে পার্টনারশিপে যাচ্ছে Sportsmania-এর সাথে। এই ফিল্টার ফেসবুক ও ইনস্টাগ্রামের স্টোরিতে ব্যবহারের মাধ্যমে ভারতীয় ক্রিকেট, বিশেষত কোহলির ফ্যানেরা তাদের প্রিয় দল তথা প্রিয় খেলোয়াড়ের জন্যে নিজেদের সমর্থন খুব সহজেই দেখাতে পারবে।

কিভাবে খুঁজে পাবেন এই এফেক্ট?

Instagram ব্যবহারকারীরা খুব সহজেই এই ফিল্টারের নাগাল পাবেন এফেক্ট ট্যাবে বিরাট কোহলির প্রোফাইলে। তারা এই এফেক্টটি ইনস্টাগ্রাম ক্যামেরার এফেক্ট ট্রেতেও পেয়ে যাবেন। এর জন্যে যা করতে হবে তা হল, প্রথমে ইনস্টাগ্রাম ক্যামেরা খুলে এফেক্ট আইকনে ট্যাপ করতে হবে, তারপর ডানদিকে সোয়াইপ করে বিভিন্ন এফেক্টের মধ্যেই তারা খুঁজে পাবেন আলোচ্য এফেক্টটি।

ফেসবুক ইউজারদের জন্যে অবশ্য পদ্ধতিটি একটু আলাদা। বিরাট কোহলি তার নিজের Facebook প্রোফাইল থেকেই এফেক্টটি একটি পোস্টের মাধ্যমে শেয়ার করবেন। ফেসবুক ব্যবহারকারীরা খুব সহজেই সেখান থেকেই ফিল্টার ব্যবহার করতে পারবেন।

নিজের ডিজিটাল অবতারের বিষয়ে বলতে গিয়ে কোহলি জানিয়েছেন, “আমি ফেসবুকের এই Bat Talks for India ফিল্টারের সাথে যুক্ত হতে পেরে এবং আমার ফ্যানদের কাছে আমার ক্রিকেট জীবনের এক অন্যতম স্মৃতিকে ফিরিয়ে আনতে পেরে খুবই আনন্দিত।” আশা করি ভারতীয় ক্রিকেট ফ্যানরাও খুশি হবে এই নতুন এফেক্ট পেয়ে।