BYD ভারতে তাদের অন্যতম বড় ইলেকট্রিক গাড়ির শোরুম খুলল

Warren Buffet এর বিনিয়োগ থাকা সংস্থা BYD সম্প্রতি নতুন দিল্লির বুকে তাদের প্রথম যাত্রীবাহী গাড়ির শোরুম চালু করার কথা ঘোষণা করল। শোরুমটি Landmark BYD দ্বারা পরিচালিত হবে। এই নতুন শোরুমটি নিয়ে ভারতবর্ষে তাদের মোট শোরুম সংখ্যা হল চার। এদিন শোরুম উদ্বোধনের অনুষ্ঠানে হাজির ছিলেন Landmark গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর গারিমা মিশ্র, Landmark গ্রুপের ডিরেক্টর রাজিব ভোহরা, BYD এর ভারতীয় শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিস্টার সঞ্জয় গোপালকৃষ্ণান ও সংস্থার উচ্চপদস্থ আধিকারিকরা।

BYD এর শোরুমের মাধ্যমে দেশের রাজধানীর অঞ্চলে সংস্থার ব্যাটারী চালিত গাড়িগুলি সাধারণ গ্রাহকদের কাছে পৌঁছে যাওয়ার ব্যবস্থা করা হবে। গ্রাহক সংখ্যা বৃদ্ধির এই কাজে সাহায্য করবে Landmark গ্রুপ। আসলে এই গ্রুপের গ্রাহক কেন্দ্রিক নেটওয়ার্ক অনেক উন্নত থাকায় সেই সুফল ভোগ করবে BYD।

প্রসঙ্গত, ৬৬০০ বর্গফুট এলাকার উপর নির্মিত এই শোরুমটি ভারতবর্ষের বুকে সবচেয়ে বড় শোরুমের মান্যতা পেয়েছে। প্রকৃতপক্ষে এই শোরুমটি Okhla ইন্ডাস্ট্রিয়াল হাব এর অন্তর্গত। এখানে ট্রেনিং প্রাপ্ত দক্ষ কারিগর, অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক সার্ভিসিং সিস্টেম, বৈদ্যুতিক গাড়ি চার্জিং স্টেশন, গ্রাহকদের বিশ্রামাগার ও সংস্থার মডেলগুলি সাজিয়ে রাখার জন্য বৃহৎ জায়গা সবকিছু পরিষেবাই মিলবে এখানে। বলা ভালো গ্রাহকগণ এখানে এসে এক অন্য ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হবে। ওখলা ইন্ডাস্ট্রিয়াল এই হাবটি দক্ষিণ দিল্লির সীমান্তবর্তী এলাকা ফরিদাবাদ ও নয়ডার পার্শ্ববর্তী অঞ্চলে অবস্থিত।

এদিন সংস্থার ভারতীয় শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিস্টার সঞ্জয় গোপালকৃষ্ণান বলেন, “নতুন দিল্লির NCR অঞ্চলটি BYD এর জন্য সবচেয়ে বড় ব্যবসা ক্ষেত্র হয়ে উঠতে চলেছে। দিল্লি ভারতবর্ষের এমন এক জায়গা যেখানে বিলাসবহুল যাত্রীবাহী গাড়ি বিক্রি করা সম্ভব ও আগামী ২০২৪ সালের মধ্যে ১৮০০০ টি চার্জিং স্টেশন গড়ার পরিকল্পনা রয়েছে। আগামীতে আমাদের লক্ষ্য হলো প্রতি ১৫ টা বৈদ্যুতিক গাড়ি কিছু একটি করে চার্জিং স্টেশন স্থাপন করা। এই লক্ষ্যমাত্রা আমাদেরকে প্রবলভাবে আলোড়িত করেছে ও আগামীতে সমস্ত গাড়ির বিদ্যুতায়নের ক্ষেত্রে বড় ভূমিকা নেবে BYD “।

প্রসঙ্গত, সম্প্রতি BYD এর হাত ধরে ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করে e6 নামক ইলেকট্রিক MPV। জনগণ ব্যক্তিগত ক্ষেত্রে ব্যবহার করতে পারবে এটি। নতুন গাড়িটির নির্ধারিত এক্স শোরুম মূল্য ২৯.১৫ লাখ টাকা। এতে রয়েছে GLX ও GL নামক দুটি ভ্যারিয়েন্ট। GLX এ রয়েছে এসি ফাস্ট চার্জিং এর সুবিধা।

এর পাশাপাশি চলতি অর্থ বর্ষ শেষ হওয়ার আগেই নতুন এক এসইউভি মডেল Atto 3 ইলেকট্রিক গাড়িটি লঞ্চ করবে তারা। চলতি বছরের অক্টোবর কিংবা ডিসেম্বরে আত্মপ্রকাশ করলেও ভারতবাসীর হাতে পৌঁছাতে সময় লাগবে আগামী বছর পর্যন্ত। E 3 প্ল্যাটফর্মের উপর নির্মিত এই গাড়িটি সংস্থার চেন্নাইতে অবস্থিত কারখানাতে অ্যাসেম্বল করা হবে বলে জানা গেছে। সম্ভাব্য দাম হতে পারে ৩০ লক্ষ টাকা।

BYD Atto 3 মডেলটি ২০৪ হর্সপাওয়ার ও ৩১০ এনএম টর্ক সমৃদ্ধ পার্মানেন্ট ম্যাগনেট সিনক্রোনাস প্রযুক্তির বৈদ্যুতিক মোটর নিয়ে আত্মপ্রকাশ করবে বলে জানা গিয়েছে। গাড়িটি স্থিতাবস্থা থেকে সর্বোচ্চ ঘন্টায় ১০০ কিমি গতিবেগ নিতে সময় লাগবে ৭.৩ সেকেন্ড। ৪৯.৯৩ কিলোওয়াট আওয়ার ও ৬০.৪৮ কিলোওয়াট আওয়ার এর দুই ধরনের ব্যাটারি প্যাকের অপশন দেখা যাবে এতে। প্রথম ব্যাটারিটির ক্ষেত্রে নির্ধারিত রেঞ্জ ৩২০ কিমি হলেও দ্বিতীয় ব্যাটারিটি একবার চার্জে মোট ৪২০ কিমি পথ পাড়ি দিতে পারবে বলে দাবি তাদের।