Facebook Reels বানিয়ে প্রতি মাসে আয় করা যাবে ৩ লক্ষেরও বেশি টাকা! জেনে নিন কীভাবে

Earn Money Online: Facebook (ফেসবুক)-এ Reels (রিলস) বানানো এখনকার ডিজিটাল যুগে এক নতুন ট্রেন্ড হয়ে গিয়েছে। বর্তমানে এই ফিচারটি বিশ্বব্যাপী প্রায় ১৫০টি দেশে উপলব্ধ। নানা বিষয়কে কেন্দ্র করে এখন প্রায় সকলেই বানিয়ে ফেলছেন রিলস। আর কোনো একটি রিল ভাইরাল হওয়া মাত্রই সেই রিলের বিষয়টিই হয়ে যাচ্ছে চলতি সময়ের ট্রেন্ড, এবং তার পাশাপাশি সেটি পেয়ে যাচ্ছে হাজার হাজার লাইক। আপনারও কি এরকম রিলস বানানোর শখ আছে নাকি? যদি থাকে, তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য রয়েছে একটি দারুণ সুখবর। কেননা এখন এই রিলসের উপর নির্ভর করে প্রতি মাসে লক্ষাধিক টাকা রোজগার করতে সক্ষম হবেন Facebook ব্যবহারকারীরা। কীভাবে? আসুন জেনে নেওয়া যাক।

Meta (মেটা) মালিকানাধীন এই প্ল্যাটফর্মটির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে, সম্প্রতি ফেসবুকে একটি নতুন ‘চ্যালেঞ্জ’ শুরু হতে চলেছে। এই চ্যালেঞ্জে অংশগ্রহণ করার জন্য ব্যবহারকারীদের অত্যন্ত উন্নত মানের অরিজিনাল শর্ট ভিডিও কনটেন্ট অর্থাৎ রিলস তৈরি করতে হবে। আর যে রিল যত বেশি সংখ্যক ভিউ পাবে, তার ওপর নির্ভর করে মোটা টাকা রোজগার করতে সক্ষম হবেন ক্রিয়েটররা। আর খুব কম টাকা নয় কিন্তু, ফেসবুক রিলস তৈরি করে ব্যবহারকারীদের প্রতি মাসে ৪,০০০ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৩.০৯ লক্ষ টাকা) পর্যন্ত আয় করার সুযোগ রয়েছে বলে দাবি করেছে সংস্থাটি!

কি, টাকার অঙ্কটা দেখে মাথাটা ঘুরে গেল নিশ্চয়ই? তবে অবিশ্বাস্য মনে হলেও কিন্তু সত্যি সত্যিই অরিজিনাল রিলস বানিয়ে এই বিশাল পরিমাণ টাকা ফেসবুক থেকে রোজগার করতে পারবেন ইউজাররা। তবে তার জন্য তাদেরকে এই চ্যালেঞ্জে অংশ নিতে হবে। উল্লেখ্য যে, রিলসের মাধ্যমে রোজগারের সুযোগ যে এই প্রথম ইউজাররা পাচ্ছেন, তা কিন্তু নয়। এর আগে মেটা, ফেসবুক ব্যবহারকারীদের জন্য ‘রিলস প্লে’ (Reels Play) প্রোগ্রাম শুরু করেছিল, যার আওতায় ব্যবহারকারীরা রিলস শেয়ার করে আয় করার সুযোগ পান। এক্ষেত্রে ফেসবুক সেইসব ব্যবহারকারীদের বোনাস দেয় যারা রিল তৈরি করে এবং ৩০ দিনে যাদের রিলগুলি অন্ততপক্ষে ১,০০০ বার দেখা হয়েছে। এখন প্রশ্ন হল, কীভাবে এই সাম্প্রতিক চ্যালেঞ্জের মারফত এত মোটা টাকা রোজগার করা সম্ভবপর হবে? সেক্ষেত্রে জানিয়ে রাখি যে, প্রতি মাসে আয়োজিত এই চ্যালেঞ্জ সিরিজে অনেকগুলি ধাপ থাকবে এবং প্রতিটি ধাপ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারলে তবেই পরবর্তী ধাপটি আনলক হবে।

উদাহরণস্বরূপ, প্রথম ধাপে যদি আপনার ৫টি রিলসের প্রতিটি ১০০ বার প্লে হয়, তাহলে আপনি ২০ ডলার উপার্জন করতে পারবেন। এই চ্যালেঞ্জটি সম্পন্ন হওয়া মাত্রই পরেরটি আনলক হয়ে যাবে। এরপর যাতে আপনার ২০টি রিলসের প্রতিটি ৫০০টি করে ভিউ পায়, সেই লক্ষ্যে আপনাকে চ্যালেঞ্জ করা হবে। আর এটিকে সুষ্ঠুভাবে সম্পন্ন করলেই আপনি ১০০ ডলার পকেটে পুড়তে সক্ষম হবেন। এইভাবে প্রতি মাসে একের পর এক চ্যালেঞ্জ চলতে থাকবে এবং মাস শেষ হয়ে গেলে আবার আপনাকে পরবর্তী চ্যালেঞ্জ সিরিজ একেবারে প্রথম ধাপ থেকে শুরু করতে হবে। ফলে অতি সহজেই মোটা টাকা আয় করতে Facebook যে এখন ইউজারদেরকে ব্যাপকভাবে সাহায্য করছে, সেকথা নিঃসন্দেহে বলাই বাহুল্য। তাই অনেকেই এখন Facebook-এ Reels বানানোকে কেরিয়ার হিসেবে বেছে নেওয়ার কথাও চিন্তাভাবনা করছেন। আপনার মধ্যেও যদি দুর্দান্ত Reels বানানোর দক্ষতা থাকে, তাহলে আগামী দিনে আপনিও এই কাজটি করার কথা স্বচ্ছন্দে ভেবে দেখতে পারেন।