কম দামেই এবার ফ্লিপের সঙ্গে ফোল্ডেবল ফোনের মজা, এসে গেল Nubia Flip 5G

বার্সেলোনায় চলমান মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (MWC 2024) ইভেন্টে জেডটিই (ZTE) অধীনস্থ ব্র্যান্ড, নুবিয়া তাদের প্রথম ক্ল্যামশেল স্টাইলের ফোনের সাথে ফোল্ডেবল ডিভাইসের বাজারে প্রবেশ করেছে। Nubia Flip 5G নামের ফ্লিপ-ফোল্ড ফোনটি অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে, Qualcomm Snapdragon 7 Gen 1 প্রসেসর, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ৪,৩১০ এমএএইচ ব্যাটারি অফার করে। চলুন তাহলে Nubia Flip 5G-এর দাম, স্পেসিফিকেশন এবং ফিচার সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Nubia Flip 5G-এর স্পেসিফিকেশন ও ফিচার

নুবিয়া ফ্লিপ ৫জি-তে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ প্রশস্ত ৬.৯ ইঞ্চির ফুলএইচডি+ অ্যামোলেড (AMOLED) ফোল্ডেবল ডিসপ্লে রয়েছে। আর ব্যাক প্যানেলে ৪৬৬×৪৬৬ পিক্সেলের রেজোলিউশন সহ বৃত্তাকার ১.৪৩ ইঞ্চির কভার অ্যামোলেড স্ক্রিন বিদ্যমান, যা ডিভাইসটিকে আনফোল্ড না করেই নোটিফিকেশন দ্রুত অ্যাক্সেস করতে দেয়। কোম্পানির দাবি, ফোনটিতে ডুয়েল-রেল সাসপেন্ডেড হিঞ্জ বা কব্জা রয়েছে, যা ২,০০,০০০- এরও বেশিবার ফোল্ড সহ্য করতে সক্ষম।

পারফরম্যান্সের জন্য, নুবিয়া ফ্লিপ ৫জি-তে অ্যাড্রেনো ৬৪৪ জিপিইউ সহ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ১ প্রসেসরটি ব্যবহার করা হয়েছে, যা দৈনন্দিন কাজ এবং মাল্টিটাস্কিংয়ের জন্য উপযুক্ত পারফরম্যান্স প্রদান করে। তবে এটি হাই-এন্ড প্রসেসর না হওয়ায়, দাম সাধ্যের মধ্যে রয়েছে। ফোনটিতে ৬ জিবি এবং ১২৮ জিবি ইউএফএস ৩.১ স্টোরেজ রয়েছে। চলবে অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে।

ফটোগ্রাফির জন্য, Nubia Flip 5G-এ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর অবস্থান করছে, যার সাথে পোর্ট্রেট শটের জন্য একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর যুক্ত রয়েছে। আর ভিডিও কল এবং সেলফির জন্য ফোনের প্রাইমারি ডিসপ্লের ওপরে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা বর্তমান। নিরাপত্তার জন্য, এই নুবিয়া ডিভাইসটিতে একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অন্তর্ভুক্ত রয়েছে।

কমপ্যাক্ট ডিজাইন হওয়া সত্ত্বেও, Nubia Flip 5G সংযোগের ক্ষেত্রে আপস করে না, এতে ৫জি স্ট্যান্ডঅ্যালোন/ননস্ট্যান্ডঅ্যালোন, ডুয়েল ৪জি ভি ও এলটিই, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.৩, ইউএসবি টাইপ-সি পোর্ট এবং নিয়ার ফিল্ড কমিউনিকেশন (NFC) সাপোর্ট করে। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, Nubia Flip 5G ফোনটি ৪,৩১০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে যা প্রায় ৭৩ মিনিটের মধ্যে ফোনটিকে সম্পূর্ণভাবে রিচার্জ করতে পারে৷

Nubia Flip 5G-এর মূল্য এবং লভ্যতা

Nubia Flip 5G ব্ল্যাক এবং গোল্ড কালার অপশনে পাওয়া যাবে এবং এর প্রারম্ভিক মূল্য ৫৯৯ ডলার (প্রায় ৪৯,৬৫০ টাকা)। উল্লেখযোগ্যভাবে এটি বর্তমানে উপলব্ধ সবচেয়ে সাশ্রয়ী মূল্যের ফ্লিপ ফোনগুলির মধ্যে অন্যতম। ফলে এটি সেইসমস্ত গ্রাহকদের কাছে একটি আকর্ষণীয় বিকল্প হিসাবে এসেছে, যারা সাশ্রয়ী মূল্যে ফোল্ডেবল ফর্ম ফ্যাক্টর ব্যবহার করার ইচ্ছা রাখেন৷ নুবিয়া এখনও তাদের এই ফোনটির লঞ্চের তারিখ বা উপলব্ধতা নিশ্চিত করেনি, তবে আশা করা যায় শীঘ্রই এবিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।